গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন আলীমুজ্জামান ও সোহেল
Published: 18th, January 2025 GMT
গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৪ পেয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ আলীমুজ্জামান এবং সাংবাদিক মিজানুর রহমান সোহেল।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গ্লোবাল স্টার কমিউনিকেশনের আয়োজনে এবার সিজন-২ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পদক ও সম্মাননা তুলে দেওয়া হয়।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান ও আয়োজক প্রতিষ্ঠান গ্লোবাল স্টার কমিউনিকেশনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন। এ সময় বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি এ আর এম আলিফ সুমন, চ্যানেল আইয়ের পরিচালক কনা রেজা, একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালাম, এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) তাশিক আহমেদ উপস্থিত ছিলেন।
এবার লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ দ্য রিয়েল কনসালটেশনের লিড কনসালটেন্ট মো.
তিনি জেসিআই বাংলাদেশ এবং ই-ক্যাব-এর সদস্যদের জন্য বিশেষায়িত সেমিনার পরিচালনা করে ভ্যাট কমপ্লায়েন্সের গুরুত্ব তুলে ধরেছেন। পাশাপাশি, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ভ্যাট কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ এবং পরামর্শমূলক কর্মশালা আয়োজন করেছেন।
তার কাজ কেবল প্রশিক্ষণেই সীমাবদ্ধ নয়। ভ্যাট সচেতনতা নিয়ে তিনি নিয়মিতভাবে জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কলাম লিখছেন এবং টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছেন। তার উদ্যোগে চালু হওয়া ভ্যাটবন্ধু নিউজ নামের অনলাইন পোর্টালটি ভ্যাট সংক্রান্ত তথ্য ও খবরের জন্য একটি নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে পরিচিতি লাভ করেছে।
ভবিষ্যতে ভ্যাট কমপ্লায়েন্স ও প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে তিনি ঘোষণা করেছেন মিশন ২০৩০। এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে-ভ্যাট কমপ্লায়েন্স এবং অডিট ফেসিং-এর জন্য গাইডলাইন তৈরি।
অনলাইন সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন দৈনিক ভোরের কাগজের হেড অব অনলাইন মিজানুর রহমান সোহেল। তিনি তিন দশকেরও বেশি সময়ের পুরাতন পত্রিকা ভোরের কাগজের অনলাইন ও মাল্টিমিডিয়া বিভাগের অগ্রগতি জন্য ২০২৩ সালের ১ আগস্ট যোগদান করেন। এর আগে তিনি দীর্ঘ ৭ বছর শীর্ষ গণমাধ্যম দৈনিক যুগান্তরের অনলাইন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার দায়িত্ব নেওয়ার পর দৈনিক যুগান্তর অনলাইনের র্যাংক ও রেভিনিউ গ্রোথ দ্রুত বৃদ্ধি পাওয়াতে তিনি ব্যাপক আলোচনায় চলে আসেন।
দেশের প্রথম সারির অনলাইন সংবাদমাধ্যম, পত্রিকা ও টেলিভিশনের অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধানদের ফ্ল্যাগশিপ সংগঠন ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’-এর সাধারণ সম্পাদক হিসাবে তিনি দায়িত্ব পালন করছেন। মিজানুর রহমান সোহেল তার দীর্ঘ দুই দশক লেখালেখি ও সাংবাদিকতা পেশায় দৈনিক যুগান্তর, দৈনিক ইত্তেফাক, সাপ্তাহিক রোববার, প্রিয় ডটকমসহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কাজ করেছেন। সাংবাদিকতার পাশাপাশি আত্মউন্নয়ন, ব্র্যান্ডিং ও মার্কেটিং, শিক্ষা ও তথ্যপ্রযুক্তি নিয়ে এখন পর্যন্ত তার ২৭টি বই প্রকাশিত হয়েছে। এ ছাড়া তিনি দেশের শীর্ষ পাবলিক রিলেশনস কোম্পানি টাইমস পিআর-এর প্রতিষ্ঠাতা ও সিইও।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান ও আয়োজক প্রতিষ্ঠান গ্লোবাল স্টার কমিউনিকেশনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ সম্মাননা তুলে দেন। এ সময় বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি এ আর এম আলিফ সুমন, চ্যানেল আইয়ের পরিচালক কনা রেজা, একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালাম, এটিএন বাংলার উপদেষ্টান (অনুষ্ঠান) তাশিক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আজীবন পেয়েছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা, উপমহাদেশের কিংবদন্তি নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা এবং বিশিষ্ট ফটোগ্রাফার ও এনটিভির পরিচালক নুরুউদ্দিন আহমেদ।
এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা, চিত্রনায়িকা শিমলা, উদীয়মান চিত্রনায়িকা নাবিলা ও চিত্রনায়ক জিয়াউল রওশন। সেরা চলচ্চিত্র পরিচালক হিসেবে পেয়েছেন কুসুম শিকদার। সংগীতে বিশেষ অবদানের জন্য জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী, রিজিয়া পারভিন, রক সংগীত শিল্পী মিলা, তরুণ সংগীত শিল্পী আবরার সাহির।
সেরা সংগীত পরিচালক হিসেবে পেয়েছেন ইমন শওকত। নাটকে সেরা চরিত্রে পেয়েছেন সাবিলা নূর, খাইরুল বাশার ও তরুণ নাট্যকার সামন্তী সুওমি। সেরা নাট্য পরিচালক হিসেবে মহিদুল মহিম। সেরা নৃত্য পরিচালক হিসেবে ইভান শাহরিয়ার সোহাগ, সেরা নৃত্যশিল্পী আনিকা কবির শখ। সেরা মডেল হিসেবে পেয়েছেন পিয়া জান্নাতুল ও তরুণ মডেল আহমেদ বিন সবুজ। ওয়েব সিরিজ অভিনয়ে সেরা অভিনেতা হিসেবে পেয়েছেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম ও সেরা অভিনেত্রী মৌসুমী হামিদ। ওয়েট ফ্লিম অভিনয়ে সেরা অভিনেত্রী রুনা খান ও অভিনেতা সজল নুর। সেরা এঙ্কর হিসেবে পেয়েছেন দেবাশীষ বিশ্বাস ও তমা রশিদ। সেরা ব্র্যান্ড প্রোমোটার হিসেবে সম্মাননা পেয়েছেন বারিশা হক।
ঢাকা/হাসান/এসবি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট র জন য ব যবস আহম দ
এছাড়াও পড়ুন:
দোয়ার ফজিলত ও আদব
দোয়া শব্দের আভিধানিক অর্থ আহ্বান করা বা প্রার্থনা করা। পরিভাষায় দোয়া হলো কল্যাণ ও উপকার লাভের উদ্দেশ্যে এবং ক্ষতি ও অপকার রোধে মহান আল্লাহকে ডাকা এবং তাঁর কাছে সাহায্য প্রার্থনা করা।
প্রিয় নবীজি (সা.) বলেন, ‘দোয়াই ইবাদত।’ (বুখারি ও মুসলিম) ‘যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হন।’ (তিরমিজি: ৩৩৭৩)
আল–কোরআনের বর্ণনা, ‘আর তোমাদের রব বলেন, “তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য সাড়া দেব। নিশ্চয় যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে, তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে।”’ (সুরা-৪০ মুমিন, আয়াত: ৬০)
মুমিনের পরিচয়ে আল্লাহ তাআলা বলেন, ‘তাদের পার্শ্বদেশ শয্যা থেকে আলাদা থাকে। তারা তাদের পালনকর্তাকে ডাকে ভয়ে ও আশায় এবং আমি তাদের যে রিজিক দিয়েছি, তা থেকে ব্যয় করে। কেউ জানে না তার কৃতকর্মের জন্য তাদের কী কী চোখজুড়ানো প্রতিদান লুকায়িত আছে।’ (সুরা-৩২ সাজদা, আয়াত: ১৬-১৭)
‘আর আমার বান্দাগণ যখন আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে, (তখন বলে দিন যে) নিশ্চয় আমি অতি নিকটে। আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে, আমি তার আহ্বানে সাড়া দেই। কাজেই তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমার প্রতি ইমান আনুক, যাতে তারা সঠিক পথে চলতে পারে।’ (সুরা-২ বাকারা, আয়াত: ১৮৬)
দোয়া কবুলের অন্যতম শর্ত হলো হালাল উপার্জন। আল্লাহ তাআলা বলেন, ‘হে রাসুলগণ! তোমরা পবিত্র বস্তু থেকে আহার করো এবং সৎকাজ করো; তোমরা যা করো, সে সম্বন্ধে আমি সবিশেষ অবহিত।’ (সুরা-২৩ মুমিনুন, আয়াত: ৫১)দোয়া ও আমল কবুল হওয়ার মূল শর্ত হলো ইখলাস। আল্লাহ তাআলা বলেন, ‘তিনি চিরঞ্জীব, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। অতএব, তাঁকে ডাকো খাঁটি ইবাদতের মাধ্যমে।’ (সুরা-৪০ মুমিন, আয়াত: ৬৬)
দোয়া কবুলের অন্যতম শর্ত হলো হালাল উপার্জন। আল্লাহ তাআলা বলেন, ‘হে রাসুলগণ! তোমরা পবিত্র বস্তু থেকে আহার করো এবং সৎ কাজ করো; তোমরা যা করো, সে সম্বন্ধে আমি সবিশেষ অবহিত।’ (সুরা-২৩ মুমিনুন, আয়াত: ৫১) ‘হে ইমানদারগণ! তোমরা পাক পবিত্র বস্তুসামগ্রী আহার করো, যেগুলো আমি তোমাদের রিজিক হিসেবে দান করেছি।’ (সুরা-২ বাকারা, আয়াত: ১৭৩)
নবীজি (সা.) বলেন, ‘উষ্কখুষ্ক ধুলায় ধূসরিত অবস্থায় দীর্ঘ সফরকারী একজন যে স্বীয় দুই হাত আকাশের দিকে প্রসারিত করে বলে, “হে প্রভু! হে প্রভু!” অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম এবং সে হারাম দ্বারা লালিত, তার দোয়া কীভাবে কবুল হবে?’ (মুসলিম: ১৬৮৬)
নির্জনে নীরবে বিনয়ের সঙ্গে দোয়া করা উত্তম। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা স্বীয় প্রতিপালককে ডাকো কাকুতি মিনতি করে এবং সংগোপনে। তিনি সীমা অতিক্রমকারীদের পছন্দ করেন না।’ (সুরা-৭ আরাফ, আয়াত: ৫৫)। ‘পৃথিবীকে কুসংস্কারমুক্ত ও ঠিক করার পর তাতে ফ্যাসাদ সৃষ্টি করো না। তাকে আহ্বান করো ভয় ও আশাসহকারে। নিশ্চয় আল্লাহর করুণা সৎকর্মশীলদের নিকটবর্তী।’ (সুরা-৭ আরাফ, আয়াত: ৫৫-৫৬)
দোয়ার আদব হলো দৃঢ়সংকল্প ও আকুতির সঙ্গে দোয়া করা, দোয়া কবুলে প্রবল আশাবাদী হওয়া।
হজরত জাকারিয়া (আ.) তাঁর দোয়ায় বলেন, ‘হে আমার প্রতিপালক! আপনার কাছে দোয়া করে আমি কখনো ব্যর্থ হইনি।’ (সুরা-১৯ মারিয়াম, আয়াত: ৪) হজরত ইব্রাহিম (আ.) বলেন, ‘আশা করি, আমার প্রতিপালকের নিকট দোয়া করে আমি বিফল হব না।’ (সুরা-১৯ মারিয়াম, আয়াত: ৪৮)
মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী
যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি; সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজম
[email protected]