গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৪ পেয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ আলীমুজ্জামান এবং সাংবাদিক মিজানুর রহমান সোহেল।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গ্লোবাল স্টার কমিউনিকেশনের আয়োজনে এবার সিজন-২ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পদক ও সম্মাননা তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান ও আয়োজক প্রতিষ্ঠান গ্লোবাল স্টার কমিউনিকেশনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন। এ সময় বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি এ আর এম আলিফ সুমন, চ্যানেল আইয়ের পরিচালক কনা রেজা, একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালাম, এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) তাশিক আহমেদ উপস্থিত ছিলেন।

এবার লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ দ্য রিয়েল কনসালটেশনের লিড কনসালটেন্ট মো.

আলীমুজ্জামান। তিনি দীর্ঘদিন ধরে ভ্যাট সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিরলস পরিশ্রম করে আসছেন। তার নেতৃত্বে দেশের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্যবসায়ী এবং পেশাজীবীদের জন্য ভ্যাট প্রদান প্রক্রিয়া সহজতর করতে ধারাবাহিক সেমিনার ও প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

তিনি জেসিআই বাংলাদেশ এবং ই-ক্যাব-এর সদস্যদের জন্য বিশেষায়িত সেমিনার পরিচালনা করে ভ্যাট কমপ্লায়েন্সের গুরুত্ব তুলে ধরেছেন। পাশাপাশি, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ভ্যাট কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ এবং পরামর্শমূলক কর্মশালা আয়োজন করেছেন।

তার কাজ কেবল প্রশিক্ষণেই সীমাবদ্ধ নয়। ভ্যাট সচেতনতা নিয়ে তিনি নিয়মিতভাবে জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কলাম লিখছেন এবং টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছেন। তার উদ্যোগে চালু হওয়া ভ্যাটবন্ধু নিউজ নামের অনলাইন পোর্টালটি ভ্যাট সংক্রান্ত তথ্য ও খবরের জন্য একটি নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে পরিচিতি লাভ করেছে।

ভবিষ্যতে ভ্যাট কমপ্লায়েন্স ও প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে তিনি ঘোষণা করেছেন মিশন ২০৩০। এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে-ভ্যাট কমপ্লায়েন্স এবং অডিট ফেসিং-এর জন্য গাইডলাইন তৈরি।

অনলাইন সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন দৈনিক ভোরের কাগজের হেড অব অনলাইন মিজানুর রহমান সোহেল। তিনি তিন দশকেরও বেশি সময়ের পুরাতন পত্রিকা ভোরের কাগজের অনলাইন ও মাল্টিমিডিয়া বিভাগের অগ্রগতি জন্য ২০২৩ সালের ১ আগস্ট যোগদান করেন। এর আগে তিনি দীর্ঘ ৭ বছর শীর্ষ গণমাধ্যম দৈনিক যুগান্তরের অনলাইন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার দায়িত্ব নেওয়ার পর দৈনিক যুগান্তর অনলাইনের র‍্যাংক ও রেভিনিউ গ্রোথ দ্রুত বৃদ্ধি পাওয়াতে তিনি ব্যাপক আলোচনায় চলে আসেন।

দেশের প্রথম সারির অনলাইন সংবাদমাধ্যম, পত্রিকা ও টেলিভিশনের অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধানদের ফ্ল্যাগশিপ সংগঠন ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’-এর সাধারণ সম্পাদক হিসাবে তিনি দায়িত্ব পালন করছেন। মিজানুর রহমান সোহেল তার দীর্ঘ দুই দশক লেখালেখি ও সাংবাদিকতা পেশায় দৈনিক যুগান্তর, দৈনিক ইত্তেফাক, সাপ্তাহিক রোববার, প্রিয় ডটকমসহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কাজ করেছেন। সাংবাদিকতার পাশাপাশি আত্মউন্নয়ন, ব্র্যান্ডিং ও মার্কেটিং, শিক্ষা ও তথ্যপ্রযুক্তি নিয়ে এখন পর্যন্ত তার ২৭টি বই প্রকাশিত হয়েছে। এ ছাড়া তিনি দেশের শীর্ষ পাবলিক রিলেশনস কোম্পানি টাইমস পিআর-এর প্রতিষ্ঠাতা ও সিইও।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান ও আয়োজক প্রতিষ্ঠান গ্লোবাল স্টার কমিউনিকেশনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ সম্মাননা তুলে দেন। এ সময় বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি এ আর এম আলিফ সুমন, চ্যানেল আইয়ের পরিচালক কনা রেজা, একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালাম, এটিএন বাংলার উপদেষ্টান (অনুষ্ঠান) তাশিক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আজীবন পেয়েছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা, উপমহাদেশের কিংবদন্তি নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা এবং বিশিষ্ট ফটোগ্রাফার ও এনটিভির পরিচালক নুরুউদ্দিন আহমেদ।

এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা, চিত্রনায়িকা শিমলা, উদীয়মান চিত্রনায়িকা নাবিলা ও চিত্রনায়ক জিয়াউল রওশন। সেরা চলচ্চিত্র পরিচালক হিসেবে পেয়েছেন কুসুম শিকদার। সংগীতে বিশেষ অবদানের জন্য জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী, রিজিয়া পারভিন, রক সংগীত শিল্পী মিলা, তরুণ সংগীত শিল্পী আবরার সাহির।

সেরা সংগীত পরিচালক হিসেবে পেয়েছেন ইমন শওকত। নাটকে সেরা চরিত্রে পেয়েছেন সাবিলা নূর, খাইরুল বাশার ও তরুণ নাট্যকার সামন্তী সুওমি। সেরা নাট্য পরিচালক হিসেবে মহিদুল মহিম। সেরা নৃত্য পরিচালক হিসেবে ইভান শাহরিয়ার সোহাগ, সেরা নৃত্যশিল্পী আনিকা কবির শখ। সেরা মডেল হিসেবে পেয়েছেন পিয়া জান্নাতুল ও তরুণ মডেল আহমেদ বিন সবুজ। ওয়েব সিরিজ অভিনয়ে সেরা অভিনেতা হিসেবে পেয়েছেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম ও সেরা অভিনেত্রী মৌসুমী হামিদ। ওয়েট ফ্লিম অভিনয়ে সেরা অভিনেত্রী রুনা খান ও অভিনেতা সজল নুর। সেরা এঙ্কর হিসেবে পেয়েছেন দেবাশীষ বিশ্বাস ও তমা রশিদ। সেরা ব্র্যান্ড প্রোমোটার হিসেবে সম্মাননা পেয়েছেন বারিশা হক।

ঢাকা/হাসান/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট র জন য ব যবস আহম দ

এছাড়াও পড়ুন:

বাজারে আগাম সবজি আসতে দেরি, দাম চড়া

শীতের মৌসুম শুরু হলেও রাজধানীর বাজারে শীতের সবজির সরবরাহ এবার কম। এ কারণে দামও চড়া। বাজারে অধিকাংশ সবজির কেজি ৮০ টাকার বেশি। কিছু সবজির দাম ১০০ টাকার ওপরে।

বছরের এপ্রিল-অক্টোবর সময়টা মূলত গ্রীষ্ম ও বর্ষা মৌসুম। এ সময়ে প্রাণিজ আমিষ, অর্থাৎ মাছ, মাংস ও ডিমের দাম তুলনামূলকভাবে বেড়ে যায়। তাতে সবজির ওপর চাপ বাড়ে। ফলে সবজির সরবরাহ মোটামুটি থাকলেও দাম থাকে চড়া। শীতের আগাম সবজি বাজারে আসতে শুরু করলে দামও কমতে শুরু করে। শীতের আগাম সবজি বাজারে আসতে শুরু করে সেপ্টেম্বর–অক্টোবরে।

বিক্রেতারা বলছেন, এ বছর শীতের আগাম সবজি আসতে তুলনামূলক বেশি সময় লাগছে। এ কারণে দীর্ঘ সময় ধরে বাজারে চড়া দামে সবজি বিক্রি হচ্ছে। তবে গত কয়েক দিনে রাজধানীর বিভিন্ন বাজারে ফুলকপি, শিমসহ শীতের আগাম কিছু সবজি আসতে শুরু করেছে। এতে এসব সবজির দামও কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। বিক্রেতারা বলছেন, অক্টোবরের শুরুতেই আগাম শীতের সবজি বাজারে আসার কথা। কিন্তু এবার বেশ দেরিতেই এসব সবজি বাজারে এসেছে।

দেশে সবজির অন্যতম উৎপাদনস্থল যশোর। যশোরের সদর উপজেলার নোঙরপুর গ্রামের কৃষক বদরুল আলম এ বছর ৪০ শতক জমিতে আগাম মুলা চাষ করেছেন। ইতিমধ্যে ২৫ শতক জমির মুলা তিনি বিক্রি করেছেন। তিনি জানান, আবহাওয়াগত কারণে এবার আগাম সবজি একটু দেরিতে চাষ হয়েছে। এ জন্য খেত থেকে সবজি তুলতেও দেরি হয়।

এ বছর একটা লম্বা সময় ধরে বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি হয়েছে। ফলে বৃষ্টির সময়ে কেউ আগাম সবজি চাষের ঝুঁকি নেননি। এ কারণে আগাম শীতকালীন সবজি অক্টোবরের শেষে বাজারে আসা শুরু হয়েছে।আবু নোমান ফারুক আহম্মেদ, অধ্যাপক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি ইমরান মাস্টার বলেন, এ বছর সেপ্টেম্বর-অক্টোবর মাসে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হয়েছে। এ কারণে অনেক কৃষক ওই সময়ে আগাম সবজি চাষ করতে পারেননি। চাষাবাদ শুরু করতে দেরি হওয়ায় সবজি পেতেও দেরি হয়েছে। এতে বাজারেও প্রভাব পড়েছে।

কী বলছেন বিশেষজ্ঞরা

কৃষিবিশেষজ্ঞরা বলছেন, চলতি বছর আগাম সবজি চাষে দেরি হওয়ার পেছনে সেপ্টেম্বর-অক্টোবরের টানা বৃষ্টির একটি ভূমিকা ছিল। মূলত জলবায়ু পরিবর্তনের কারণে এ সময়ে হঠাৎ টানা বৃষ্টি হয়। সামনের বছরগুলোতেও এমন পরিস্থিতি আসতে পারে বলে সতর্ক করেছেন তাঁরা।

এ বছর সেপ্টেম্বর-অক্টোবর মাসে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হয়েছে। এ কারণে অনেক কৃষক ওই সময়ে আগাম সবজি চাষ করতে পারেননি। চাষাবাদ শুরু করতে দেরি হওয়ায় সবজি পেতেও দেরি হয়েছে। ইমরান মাস্টার, সভাপতি, কাঁচামাল আড়ত মালিক সমিতি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু নোমান ফারুক আহম্মেদ জানান, দেশে ফসল উৎপাদন মূলত প্রকৃতিনির্ভর চাষাবাদ পদ্ধতিতে এবং খোলা মাঠে হয়। এ ক্ষেত্রে বৃষ্টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে গত কয়েক বছরে দেশে বৃষ্টির ধরন পরিবর্তন হয়ে গেছে। কখনো খুব বেশি বৃষ্টি হয়, কখনো কম। এ বছর একটা লম্বা সময় ধরে বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি হয়েছে। ফলে বৃষ্টির সময়ে কেউ আগাম সবজি চাষের ঝুঁকি নেননি। এ কারণে অন্যান্য সময় যেখানে সেপ্টেম্বর-অক্টোবরে আগাম শীতকালীন সবজি বাজারে চলে আসে, সেখানে এবার তা অক্টোবরের শেষে আসা শুরু হয়েছে। এটিই বাজারে সবজির দাম না কমার অন্যতম কারণ।

ভিন্ন দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর অতিবৃষ্টির কারণে দুই দফায় সবজির ক্ষতি হয়। এর মধ্যে গত আগস্টে প্রায় ১৮ দিনের বৃষ্টিতে ৩৫১ হেক্টর জমির এবং সেপ্টেম্বরে ১৫ দিনে ১২৪ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়। সংস্থাটির কর্মকর্তাদের দাবি, চলতি বছর শীতের আগাম সবজি আসতে উল্লেখ করার মতো দেরি হয়নি। স্থানভেদে কোথাও কয়েক দিন দেরিতে চাষ শুরু হয়েছে। তবে সেটি সার্বিক চিত্র নয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক মো. ওবায়দুর রহমান মণ্ডল বলেন, ‘আগাম সবজির সরবরাহ কম, এটি ব্যবসায়ীদের সাধারণ কথা। আমাদের তথ্য বলছে, শীতের আগাম সবজি ইতিমধ্যে বাজারে চলে এসেছে। দেশের সব বাজারেই এখন শীতের আগাম সবজি পাওয়া যায়। দামও সহনীয় হয়ে এসেছে। আগাম সবজি যদি কম থাকত, তাহলে দাম আরও চড়া থাকার কথা ছিল।’

বৃষ্টির কারণে সবজি আসতে দেরি হয়েছে কি না—এ প্রসঙ্গে ওবায়দুর রহমান বলেন,সারা দেশে একসঙ্গে টানা বৃষ্টি হয়নি। শুধু কুড়িগ্রাম, গাইবান্ধাসহ রংপুরের কয়েকটি জেলা এবং চট্টগ্রামের কিছু জেলার নিচু এলাকায় অতিবৃষ্টির প্রভাব পড়েছিল। এ ছাড়া বগুড়া, যশোর অঞ্চলে বৃষ্টির তেমন প্রভাব পড়েনি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আরও জানিয়েছে, চলতি বছর শীতকালে (রবি মৌসুম) প্রায় ৬ লাখ ৩৫ হাজার হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা অনুমান করেছে তারা। এর মধ্যে ১ লাখ ২৯ হাজার হেক্টরের বেশি জমিতে আগাম সবজি চাষ হয়েছে। যেসব জমিতে আগাম সবজি চাষ হয়েছে, সেখানে আবার সবজি চাষ হবে। গত বছর শীত মৌসুমে সব মিলিয়ে ৬ লাখ ৪২ হাজার হেক্টরে সবজি চাষ হয়েছিল।

করণীয় কী

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন, বৃষ্টির অস্বাভাবিকতা ও লবণাক্ততা বৃদ্ধির ফলে কৃষিতে নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এ সত্যকে মেনে নিতে হবে। এ পরিস্থিতিতে আধুনিক প্রযুক্তির চাষাবাদ বাড়াতে হবে। বিশেষ করে এক ফসলি জমিকে দুই বা তিন ফসলি করা এবং নতুন প্রযুক্তি ব্যবহার করে উৎপাদনশীলতা বাড়ানো জরুরি।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু নোমান ফারুক আহম্মেদ জানান, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে খাদ্যের চাহিদা মেটাতে কৃষিতে প্রযুক্তিনির্ভর অভিযোজনের বিকল্প নেই। কম খরচে পলিথিনের শেড তৈরি করে সবজি চাষ করা সম্ভব, যা বৃষ্টি বা তাপমাত্রার পরিবর্তনে তেমন প্রভাবিত হয় না। পাতাজাতীয় শাকসবজি, মরিচ, টমেটো, বেগুন ও শসার মতো ফসল এতে সহজে উৎপাদন করা যায়। উৎপাদন স্থিতিশীল থাকলে সবজির সরবরাহ ঠিক থাকবে, কৃষকেরাও ভালো দাম পাবেন।

সম্পর্কিত নিবন্ধ