গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন আলীমুজ্জামান ও সোহেল
Published: 18th, January 2025 GMT
গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৪ পেয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ আলীমুজ্জামান এবং সাংবাদিক মিজানুর রহমান সোহেল।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গ্লোবাল স্টার কমিউনিকেশনের আয়োজনে এবার সিজন-২ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পদক ও সম্মাননা তুলে দেওয়া হয়।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান ও আয়োজক প্রতিষ্ঠান গ্লোবাল স্টার কমিউনিকেশনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন। এ সময় বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি এ আর এম আলিফ সুমন, চ্যানেল আইয়ের পরিচালক কনা রেজা, একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালাম, এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) তাশিক আহমেদ উপস্থিত ছিলেন।
এবার লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ দ্য রিয়েল কনসালটেশনের লিড কনসালটেন্ট মো.
তিনি জেসিআই বাংলাদেশ এবং ই-ক্যাব-এর সদস্যদের জন্য বিশেষায়িত সেমিনার পরিচালনা করে ভ্যাট কমপ্লায়েন্সের গুরুত্ব তুলে ধরেছেন। পাশাপাশি, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ভ্যাট কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ এবং পরামর্শমূলক কর্মশালা আয়োজন করেছেন।
তার কাজ কেবল প্রশিক্ষণেই সীমাবদ্ধ নয়। ভ্যাট সচেতনতা নিয়ে তিনি নিয়মিতভাবে জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কলাম লিখছেন এবং টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছেন। তার উদ্যোগে চালু হওয়া ভ্যাটবন্ধু নিউজ নামের অনলাইন পোর্টালটি ভ্যাট সংক্রান্ত তথ্য ও খবরের জন্য একটি নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে পরিচিতি লাভ করেছে।
ভবিষ্যতে ভ্যাট কমপ্লায়েন্স ও প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে তিনি ঘোষণা করেছেন মিশন ২০৩০। এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে-ভ্যাট কমপ্লায়েন্স এবং অডিট ফেসিং-এর জন্য গাইডলাইন তৈরি।
অনলাইন সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন দৈনিক ভোরের কাগজের হেড অব অনলাইন মিজানুর রহমান সোহেল। তিনি তিন দশকেরও বেশি সময়ের পুরাতন পত্রিকা ভোরের কাগজের অনলাইন ও মাল্টিমিডিয়া বিভাগের অগ্রগতি জন্য ২০২৩ সালের ১ আগস্ট যোগদান করেন। এর আগে তিনি দীর্ঘ ৭ বছর শীর্ষ গণমাধ্যম দৈনিক যুগান্তরের অনলাইন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার দায়িত্ব নেওয়ার পর দৈনিক যুগান্তর অনলাইনের র্যাংক ও রেভিনিউ গ্রোথ দ্রুত বৃদ্ধি পাওয়াতে তিনি ব্যাপক আলোচনায় চলে আসেন।
দেশের প্রথম সারির অনলাইন সংবাদমাধ্যম, পত্রিকা ও টেলিভিশনের অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধানদের ফ্ল্যাগশিপ সংগঠন ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’-এর সাধারণ সম্পাদক হিসাবে তিনি দায়িত্ব পালন করছেন। মিজানুর রহমান সোহেল তার দীর্ঘ দুই দশক লেখালেখি ও সাংবাদিকতা পেশায় দৈনিক যুগান্তর, দৈনিক ইত্তেফাক, সাপ্তাহিক রোববার, প্রিয় ডটকমসহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কাজ করেছেন। সাংবাদিকতার পাশাপাশি আত্মউন্নয়ন, ব্র্যান্ডিং ও মার্কেটিং, শিক্ষা ও তথ্যপ্রযুক্তি নিয়ে এখন পর্যন্ত তার ২৭টি বই প্রকাশিত হয়েছে। এ ছাড়া তিনি দেশের শীর্ষ পাবলিক রিলেশনস কোম্পানি টাইমস পিআর-এর প্রতিষ্ঠাতা ও সিইও।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান ও আয়োজক প্রতিষ্ঠান গ্লোবাল স্টার কমিউনিকেশনের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ সম্মাননা তুলে দেন। এ সময় বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি এ আর এম আলিফ সুমন, চ্যানেল আইয়ের পরিচালক কনা রেজা, একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালাম, এটিএন বাংলার উপদেষ্টান (অনুষ্ঠান) তাশিক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আজীবন পেয়েছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা, উপমহাদেশের কিংবদন্তি নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা এবং বিশিষ্ট ফটোগ্রাফার ও এনটিভির পরিচালক নুরুউদ্দিন আহমেদ।
এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা, চিত্রনায়িকা শিমলা, উদীয়মান চিত্রনায়িকা নাবিলা ও চিত্রনায়ক জিয়াউল রওশন। সেরা চলচ্চিত্র পরিচালক হিসেবে পেয়েছেন কুসুম শিকদার। সংগীতে বিশেষ অবদানের জন্য জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী, রিজিয়া পারভিন, রক সংগীত শিল্পী মিলা, তরুণ সংগীত শিল্পী আবরার সাহির।
সেরা সংগীত পরিচালক হিসেবে পেয়েছেন ইমন শওকত। নাটকে সেরা চরিত্রে পেয়েছেন সাবিলা নূর, খাইরুল বাশার ও তরুণ নাট্যকার সামন্তী সুওমি। সেরা নাট্য পরিচালক হিসেবে মহিদুল মহিম। সেরা নৃত্য পরিচালক হিসেবে ইভান শাহরিয়ার সোহাগ, সেরা নৃত্যশিল্পী আনিকা কবির শখ। সেরা মডেল হিসেবে পেয়েছেন পিয়া জান্নাতুল ও তরুণ মডেল আহমেদ বিন সবুজ। ওয়েব সিরিজ অভিনয়ে সেরা অভিনেতা হিসেবে পেয়েছেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম ও সেরা অভিনেত্রী মৌসুমী হামিদ। ওয়েট ফ্লিম অভিনয়ে সেরা অভিনেত্রী রুনা খান ও অভিনেতা সজল নুর। সেরা এঙ্কর হিসেবে পেয়েছেন দেবাশীষ বিশ্বাস ও তমা রশিদ। সেরা ব্র্যান্ড প্রোমোটার হিসেবে সম্মাননা পেয়েছেন বারিশা হক।
ঢাকা/হাসান/এসবি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট র জন য ব যবস আহম দ
এছাড়াও পড়ুন:
গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বাড়িতে ককটেল বিস্ফোরণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আমল মাসঊদের বাড়িতে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার গভীর রাতে বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকায় তাঁর বাড়ির দরজার সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক প্রথম আলোকে বলেন, তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে তিনটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। তবে কে বা কারা এটি করেছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এ বিষয়ে লিখিত অভিযোগও কেউ করেনি। তাঁরা দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা করছেন।
এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইফতিখারুল আমল মাসঊদের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি। তবে ঘটনার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, ‘ফ্যাসিবাদী অপশক্তির জুলুম-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। কোনো রক্তচক্ষুর ভয়ংকর হুমকি অন্যায়ের প্রতিবাদ করা থেকে বিরত রাখতে পারেনি। তবে তারা কখনো বাড়ি পর্যন্ত আসার ঔদ্ধত্য দেখাতে পারেনি। কিন্তু আজ আমার বাড়ির দরজায় গভীর রাতের অন্ধকারে হামলার সাহস দেখিয়েছে কাপুরুষের দল! এরা কারা? এদের শিকড়সহ উৎপাটনের দাবি জানাই।’
এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান ফেসবুকে লিখেছেন, ‘তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভেবেছিলাম বাড়ির গেটে কিংবা গেটের বাইরে। কিন্তু গিয়ে দেখলাম একেবারে বাড়িতে হামলা হয়েছে। গতকালই ওনার অসুস্থ বাবা হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় এসেছেন। জানি না শেষ কবে একজন শিক্ষকের বাড়িতে রাতের আঁধারে এভাবে সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা শঙ্কিত, স্তম্ভিত।’
এদিকে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে এ সমাবেশের আয়োজন চলছে।