কিয়ারার সিনেমা ফ্লপ, সে দোষ আমার না: উর্বশী
Published: 21st, January 2025 GMT
ভারতীয় সিনেমার জনপ্রিয় দুই অভিনেত্রী উর্বশী রাউতেলা ও কিয়ারা আদভানি। কিছুদিন আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাদের দুই সিনেমা। বলা যায়, এখন বক্স অফিসে মুখোমুখি তারা। তুলনামূলকভাবে, কিয়ারার ‘গেম চেঞ্জার’ সিনেমার চেয়ে ভালো করছে উর্বশীর ‘ডাকু মহারাজ’। এরই মাঝে উর্বশীর একটি মন্তব্য নিয়ে জোর চর্চা চলছে নেট দুনিয়ায়।
দ্য ফ্রি প্রেস জার্নালকে সাক্ষাৎকার দিয়েছেন উর্বশী রাউতেলা। এসময় তাকে বলা হয়, কিয়ারার ‘গেম চেঞ্জার’ সিনেমার চেয়ে ‘ডাকু মহারাজ’ ভালো সাড়া ফেলেছে। এ বিষয়ে উর্বশী রাউতেলা বলেন, “এই টিমের সদস্য হিসেবে পুরো টিম নিয়ে আমি গর্বিত। এর আগে শঙ্কর স্যারের সঙ্গে ‘ইন্ডিয়ান টু’ সিনেমায় কাজ করেছি। তিনি একজন দূরদর্শী চলচ্চিত্র নির্মাতা। তিনি মানুষ হিসেবেও ভালো, তার সঙ্গে আমারও সম্পর্ক ভালো।”
উদাহরণ টেনে কথা বলতে গিয়ে কিয়ারাকে ‘খোঁচা’ দিয়েছেন উর্বশী। অন্তত নেটিজেনরা তেমনটাই বলছেন। উর্বশী বলেন, “টুইটারে বেশ কিছু পোস্ট পড়েছি। সেখানে মানুষ বলছেন— ‘কিয়ারা আদভানির সিনেমা মুখ থুবড়ে পড়েছে এবং উর্বশীর ‘ডাকু মহারাজ’ সুপার-ডুপার হিট।’ আমার মনে হয়, তার সিনেমা যে চলেনি, সেটার দোষ আমার নয়।”
দর্শকরা উর্বশীর পারফরম্যান্সের প্রশংসা করছেন। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “দর্শকরা ‘ডাকু মহারাজ’ সিনেমা পছন্দ করেছেন। সিনেমাটিতে আমার অভিনয় ও আমার ‘দাবিডি ডিবিডি’ শিরোনামের গানটিও প্রশংসা কুড়াচ্ছে। আমার অ্যাকশন দৃশ্য দেখেও প্রশংসা করছেন। তা হলে আমার আর কী দরকার? একজন অভিনেত্রী হিসেবে সবসময়ই বড় ব্যানার এবং দূরদর্শী পরিচালকের সঙ্গে কাজ করতে চেয়েছি। অভিনন্দন সিতারা এন্টারটেইনমেন্টকে।”
ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উর্বশী রাউতেলা বলেন, “যা কিছু হয়েছে তার সবই দর্শকদের ভালোবাসার কারণে। যতদূর জানি, আমার ভক্তরা খুবই অনুগত। সত্যিকার অর্থে তারা আমার জন্য লড়াই করেন। বিশ্বব্যাপী আমার বিশ্বস্ত ভক্ত-অনুরাগী রয়েছেন। শুধু ভারতের প্রজেক্ট নয়, আমার আন্তর্জাতিক প্রজেক্ট নিয়েও তারা সরব থাকেন। এসব পেয়েছি আমার অতীতের কাজের জন্য। বিশ্বব্যাপী বিশ্বস্ত ভক্ত পেয়ে আমি খুবই আনন্দিত।”
‘গেম চেঞ্জার’ সিনেমায় কিয়ারা আদভানির বিপরীতে অভিনয় করেছেন রাম চরণ। ২০২১ সালের শেষ লগ্ন থেকে আলোচনায় এটি। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন রাম চরণ। ৪০০-৪৫০ কোটি রুপি ব্যয়ে এটি নির্মাণ করেছেন এস.
অন্যদিকে তেলেগু ভাষার ‘ডাকু মহারাজ’ সিনেমা কয়েক দিন আগে মুক্তি পেয়েছে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা নান্দামুরি বালাকৃষ্ণা। গুরুত্বপূর্ণ চরিত্র রূপায়ন করেছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। ‘গেম চেঞ্জার’ সিনেমার খরচের তিন ভাগের এক ভাগ ব্যয়ে অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘ডাকু মহারাজ’ নির্মাণ করেছেন ববি কোলি। ৮ দিনে বিশ্বব্যাপী এটি আয় করেছে ১০৯ কোটি রুপির বেশি।
ঢাকা/শান্ত
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দুই মিনিটের বিতর্কিত দৃশ্য দিয়ে আলোচনায়, পরে বলিউডকে বিদায় জানান সেই অভিনেত্রী
বলিউডের ইতিহাসে এমন অনেক অভিনেত্রী আছেন, যাঁরা শূন্য থেকে শুরু করে রাতারাতি পরিচিতি পেয়েছেন; পরে আবার হঠাৎই হারিয়ে গেছেন। কিমি কাতকার তেমনই একজন। ১৯৮০-এর দশকে বলিউডে তিনি ছিলেন আলোচিত ও সাহসী অভিনেত্রীদের একজন।
কিমির উত্থান
আশির দশকটি বলিউডে সৃজনশীল ও পরিবর্তনের সময় ছিল, যেখানে অনেক প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রী তাঁদের ছাপ ফেলেছেন। কিমি ছিলেন সেই সময়ের অন্যতম উদীয়মান নায়িকা। পর্দায় সাহসী দৃশ্যের জন্য তিনি ব্যাপক পরিচিতি পান। যদিও তাঁর চলচ্চিত্র ক্যারিয়ার ছিল খুবই সংক্ষিপ্ত; কিন্তু এর মধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দেন।
মুম্বাইতে জন্ম নেওয়া কিমি ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে, পরে তিনি চলচ্চিত্রে প্রবেশ করেন। ১৯৮৫ সালে ‘অ্যাডভেঞ্চার অব টারজান’ দিয়ে আলোচিত হন তিনি। সিনেমার সাফল্য তাঁকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। হেমন্ত বীরজের সঙ্গে জুটি বেঁধে তিনি দর্শকদের মন মাতিয়ে দেন। তবে এ ছবিতেই একটি নগ্ন দৃশ্যে অভিনয় করে রাতারাতি আলোচনায় আসেন। দৃশ্যটি নিয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘সেই সময় আমি জানতাম না এই দৃশ্য কতটা বিতর্কিত হবে। কিন্তু অভিনয় আমার জন্য সব সময় ছিল সত্যিই একটি চ্যালেঞ্জ।’ এরপর ১৯৮০-এর দশকের শেষের দিকে অমিতাভ বচ্চন, অনিল কাপুর, গোবিন্দ ও আদিত্য পঞ্চোলির সঙ্গেও সিনেমা করেন তিনি। তাঁর নাচ ও অভিনয়ের দক্ষতা দর্শকদের কাছে তাঁকে প্রিয় করে তোলে।
‘অ্যাডভেঞ্চার অব টারজান’-এ কিমি কাতকার। আইএমডিবি