দেশের বিভিন্ন স্টেকহোল্ডার, ডিসট্রিবিউটর এবং ব্যবসায়িক অংশীদারদের নিয়ে ২০২৫ সালের পার্টনারস মিটের আয়োজন করলো বিশ্বের শীর্ষস্থানীয় গৃহস্থালি পণ্যের ব্র্যান্ড ‘হায়ার’।

মঙ্গলবার (২১ জানুয়ারি) প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

হায়ার বাংলাদেশ সকল অংশীজনকে অনুপ্রাণিত করতে পার্টনারস মিট হিসেবে এই উদ্ভাবনী সমাবেশের আয়োজন করে। সকল পক্ষের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। এতে ‘হায়ার’র সহযোগিতা, আধুনিক প্রযুক্তি এবং ভবিষ্যত লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ‘হায়ার’র অত্যাধুনিক পণ্যগুলোর একটি চিত্তাকর্ষক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। যার মধ্যে রয়েছে বাংলাদেশে প্রথম এয়ার পিউরিফাইং এসি, টি৩ ইনভার্টার, সবচেয়ে বড় ড্রাম ওয়াশিং মেশিন, অত্যাধুনিক কিউডি-মিনি এলইডি টিভি, -৩০ ডিগ্রি রিয়েল ফ্রিজার, প্রিমিয়াম রেফ্রিজারেটর এবং স্মার্ট যন্ত্রপাতি। যা আমাদের জীবনকে আধুনিক জীবনে রূপান্তরিত করছে।

অংশগ্রহণকারীরা ইন্টারেক্টিভ ডেমো এবং এক্সপেরিমেন্টে অংশ নিয়ে ‘হায়ার’র পণ্যের সুপারিয়র পারফরম্যান্স, উন্নত বৈশিষ্ট্য এবং টেকসইতার বিষয়গুলো নিয়ে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করে। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশ নিয়ে অংশীজনরা উচ্ছ্বাস প্রকাশ করে।

হায়ার বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াং শিয়াংজিং বলেন, “আমরা এবার ব্যবসায়িক গণ্ডির বাইরে গিয়ে পার্টনার মিটটি করতে চেয়েছিলাম যেখানে অংশীদাররা ‘হায়ার’র উদ্ভাবন দেখতে, স্পর্শ করতে এবং অভিজ্ঞতা লাভ করতে পারেন।”

তিনি বলেন, “২০২৫ সালের পার্টনার মিট থেকে ভবিষ্যতের অগ্রগতি নিয়ে পরিকল্পনা করা হয়েছে। ব্র্যান্ডের টেকসইতা, ডিজিটাল রূপান্তর এবং ব্যবহারকারীকেন্দ্রিক সমাধানের প্রতি মনোযোগ দেওয়া হচ্ছে। হায়ার বাংলাদেশ প্রতিদিনের জীবনকে উন্নত করার জন্য স্মার্ট, আরো সংযুক্ত এবং পরিবেশবান্ধব যন্ত্রপাতি তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

ঢাকা/হাসান/টিপু

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প র টন র

এছাড়াও পড়ুন:

এমি অ্যাওয়ার্ডস ২০২৫: বিজয়ী হলেন যারা

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে স্থানীয় সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হয় প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের ৭৭তম আসর। এবারের আসরে ১৩টি পুরস্কার জিতে বাজিমাত করেছে ‘দ্য স্টুডিও’। এর মধ্যে সেরা কমেডি সিরিজের পুরস্কারও রয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেট বারগেৎজি।

এমি বিজয়ী হলেন যারা—
সেরা কমেডি সিরিজ: দ্য স্টুডিও
সেরা ড্রামা সিরিজ: দ্য পিট
সেরা লিমিটেড বা অ্যানথোলজি সিরিজ: অ্যাডোলেসেন্স

আরো পড়ুন:

সত্যিই কি ফের বাবা হয়েছেন তাহসান?

রিসোর্ট খুঁজছেন ফারিয়া, সারজিস কী পরামর্শ দিলেন?

সেরা অভিনেতা (ড্রামা সিরিজ): নোয়া হয়াইল, (দ্য পিট)
সেরা অভিনেতা (কমেডি সিরিজ): সেঠ রোগেন (দ্য স্টুডিও)
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ): ব্রিট লোয়ার (সেভারেন্স)
সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ): জিন স্মার্ট (হ্যাকস)

সেরা অভিনেতা (লিমিটেড/অ্যানথোলজি সিরিজ): স্টিফেন গ্রাহাম (অ্যাডোলেসেন্স) 
সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ/মুভি): ক্রিস্টিন মিলিওতি (দ্য পেঙ্গুইন)

সেরা পরিচালক (ড্রামা সিরিজ): অ্যাডাম র‍্যানডাল, (স্লো হর্সেস, হ্যালো গুডবাই)
সেরা পরিচালক (কমেডি সিরিজ): সেঠ রোগেন ও ইভান গোল্ডবার্গ (দ্য স্টুডিও, দ্য অনার)
সেরা পরিচালক (লিমিটেড সিরিজ): ফিলিপ বারান্তিনি (অ্যাডোলেসেন্স)

সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি): হান্না আইনবাইন্ডার (হ্যাকস)
সেরা পার্শ্ব অভিনেতা (কমেডি): জেফ হিলার (সামবডি সামহোয়ার)
সেরা পার্শ্ব অভিনেত্রী (ড্রামা): ক্যাথেরিন লানাসা (দ্য পিট)
সেরা পার্শ্ব অভিনেতা (ড্রামা): ট্রামেল টিলম্যান (সেভারেন্স)

সেরা পার্শ্ব অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): এরিন ডোহার্টি (অ্যাডোলেসেন্স)
সেরা পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): ওয়েন কুপার (অ্যাডোলেসেন্স)

ভ্যারাইটি টক সিরিজ: দ্য লেট শো
ভ্যারাইটি স্ক্রিপ্টেড সিরিজ: লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার

 

তথ্যসূত্র: ভ্যারাইটি

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • জানুয়ারি থেকে বিশেষ বৃত্তি পাবেন জবি শিক্ষার্থীরা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে রাশিয়া-বেলারুশ সামরিক মহড়ায় কেন অংশ নিল ভারত
  • তদন্ত করে ভুয়া নাম বাদ দিন
  • আজ টিভিতে যা দেখবেন (১৭ সেপ্টেম্বর ২০২৫)
  • পাট গবেষণা ইনস্টিটিউটে ৫৪ পদের চাকরি, করুন আবেদন
  • বাংলাদেশে সফরের সূচি জানিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ
  • আজ টিভিতে যা দেখবেন (১৬ সেপ্টেম্বর ২০২৫)
  • রাশিয়া-বেলারুশের সামরিক মহড়া চলছিল, ‘অবাক করে দিয়ে’ হাজির মার্কিন কর্মকর্তারা
  • ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা
  • এমি অ্যাওয়ার্ডস ২০২৫: বিজয়ী হলেন যারা