যুবলীগ নেতার হাত ভেঙে দেওয়ার অভিযোগ যুবদলকর্মীর বিরুদ্ধে
Published: 27th, January 2025 GMT
নাটোর জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও যুবলীগ নেতা সোহরাব হোসেন সোহাগকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে যুবদলকর্মী রুপচান ও তার সহযোগীদের বিরুদ্ধে।
রবিবার (২৬ জানুয়ারি) নলডাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সোহরাব হোসেন সোহাগ উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
সোহরাব হোসেন অভিযোগ করে বলেন, ‘‘গতকাল দুপুরে নলডাঙ্গা বাজারে শ্বশুরের দোকানে যাচ্ছিলাম। নলডাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে পৌঁছালে যুবদলকর্মী রুপচান ও তার সহযোগীরা পিটিয়ে আমার হাত ভেঙে দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহীর তাহেরপুরে একটি ক্লিনিকে ভর্তি করে।’’
অভিযোগের বিষয়ে জানতে যুবদলকর্মী রুপচানের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
এদিকে, সোহরাব হোসেন সোহাগের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান।
তিনি বলেন, ‘‘জেলার বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। এগুলো দেখার যেন কেউ নেই।’’
এ বিষয়ে জানতে চাইলে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
ঢাকা/আরিফুল/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//