ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শনিবার (১ ফেব্রুয়ারি, ২০২৫) আজীবন সম্মানান প্রদান করেছে মাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে। মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই কিংবদন্তিকে সিকে নাইডু আজীবন সম্মাননায় ভূষিত করা হয়। এই পুরস্কার তুলে দেন বিসিসিআইয়ের প্রাক্তন সচিব এবং বর্তমানে আইসিসির চেয়ারম্যান জয় শাহ।

এদিন বক্তৃতা দিতে গিয়ে গিয়ে শচীন তরুণ ক্রিকেটারদের পরামর্শদেন। সব রকম প্রলোভন থেকে নিজেকে দূরে রেখে একাগ্রচিত্তে ক্রিকেটের প্রতি নিবেদিত হওয়ার কথা বলেছেন তিনি।

 

শচীন এদিন তার বক্তব্যে তরুণ ক্রিকেটারদের মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেন, “নব্বইয়ের দশকে দুই বছর আমার ব্যাটের কোনও স্পনসর ছিল না। তার পরেও অ্যালকোহল বা তামাকের বিজ্ঞাপন করিনি। কারণ, আমার জীবনে মূল্যবোধের বড় ভূমিকা রয়েছে।” পরিবারের শিক্ষা সবসময় আমাকে সামনে নিয়ে যেতে সাহায্য করেছে।

তরুণদের পরামর্শ দিতে গিয়ে শচীন জানান দেশ সবার আগে, “আমি শুধু বলব, মনঃসংযোগ ধরে রেখে এক লক্ষ্যে এগিয়ে যেতে হবে। অনেক প্রলোভন আসবে। তাতে পা দিলে হবে না। সকলের আগে দেশ। দেশের জন্যই খেলতে হবে।”

১৯৯৪ সাল থেকে ভারতের প্রথম অধিনায়ক সিকে নাইডুর নামে বিসিসিআই এই পুরস্কার প্রদান করে আসছে। ৩১তম ক্রিকেটার হিসেবে শচীন এই পুরস্কার পেলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ‘১০০ সেঞ্চুরির’ একমাত্র এই মালিক মাত্র ১৬ বছর বয়সে ১৯৮৯ সালে অভিষিক্ত হন এবং ২০১৩ সালে অবসর নেন

শচীন ২০০ টেস্ট এবং ৪৬৩ ওয়ানডেতে ভারতকে প্রতিনিধিত্ব করেছেন, যা দু’টি সংস্করণেই সর্বোচ্চ। দুই সংস্করণে ৫১ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারের রানও সর্বোচ্চ; ওয়ানডেতে করেছেন ১৮,৪২৬ রান এবং টেস্টে ১৫,৯২১ রান।

২০২৩-২৪ মৌসুমে সেরা আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে পেসার যাশপ্রীত বুমরা পলি উমরিগড় পুরস্কার লাভ করেছেন। মেয়েদের ক্রিকেটে একই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন স্মৃতি মান্ধানা।

গত ডিসেম্বরেই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ৫৩৭ উইকেট শিকারি এই স্পিনারকে একটি বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট ইনিংসে ফিফটি করা সরফরাজ খান পেয়েছেন সেরা আন্তর্জাতিক অভিষেকের পুরস্কার।

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

পিকিং বিশ্ববিদ্যালয়ে বংশে তিনি প্রথম, তাই এত আয়োজন

চীনে উচ্চশিক্ষার জন্য অভিজাত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে বেইজিংয়ের পিকিং বিশ্ববিদ্যালয়। সেখানে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া দেশটির যেকোনো শিক্ষার্থীর জন্য দারুণ সম্মানের। এ বছর পিকিং বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন লি গুওইয়াও।

লির বাড়ি জেজিয়াং প্রদেশের ওয়েনজউ শহরে। এর আগে তাঁর বংশে শত বছরের ইতিহাসে কেউ পিকিং বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাননি। এত বড় সম্মানের উপলক্ষ উদ্‌যাপন করতে তাই বিন্দুমাত্র কার্পণ্য করেননি লির পরিবার ও গ্রামের বাসিন্দারা। রীতিমতো লালগালিচা বিছিয়ে, মোটর শোভাযাত্রা করে, ব্যান্ড বাজিয়ে পরিবার ও গ্রামের মুখ উজ্জ্বল করা লিকে সংবর্ধনা দেন তাঁরা, সঙ্গে ছিল ভূরিভোজের ব্যবস্থা। চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে এই সংবর্ধনার ছবি ও ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায়।

চীনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য জাতীয় পর্যায়ে একটি পরীক্ষা নেওয়া হয়। যেটি ‘গাওকাও’ নামে পরিচিত। তীব্র প্রতিযোগিতাপূর্ণ এই পরীক্ষা বেশ কঠিন। পরীক্ষায় মোট ৭৫০ নম্বরের মধ্যে লি পেয়েছেন ৬৯১।

লির গ্রামের এক প্রতিবেশী জানান, লির বাবা নির্মাণশ্রমিক। লির মা মাত্র ২ হাজার ৮০০ ইউয়ান বেতনে একটি সুপারশপে কাজ করেন। সত্যি বলতে, ছেলেটি সম্পূর্ণ নিজের চেষ্টা আর পরিশ্রমে এটা অর্জন করেছেন।

প্রতিবেশী আরেক গ্রামবাসী বলেন, লি তাঁর বাবার কাছ থেকে পাওয়া একটি পুরোনো মুঠোফোন দিয়ে প্রশ্নোত্তর অনুশীলন করতেন। সাপ্তাহিক ছুটির দিনগুলোয় গ্রামের গ্রন্থাগারে বসে পরীক্ষার প্রশ্নপত্র হাতে লিখে তারপর সেগুলো অনুশীলন করতেন। মাধ্যমিকে তিনি কখনো কোনো প্রাইভেট শিক্ষকের কাছে পড়েননি।

লিকে সংবর্ধনা দিতে শতাব্দীপ্রাচীন ঐতিহ্য ভেঙে তাঁদের গ্রামের পূর্বপুরুষদের মন্দিরের প্রধান ফটক খোলা হয়, যা একটি বিশেষ সম্মানের প্রতীক হিসেবে বিবেচিত।

লিকে সংবর্ধনা দেওয়ার ছবি ও ভিডিও চীনজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

অনলাইনে একজন লেখেন, ‘পিকিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ৬৯১ নম্বর! এটা অবিশ্বাস্য। সত্যিই পুরো পরিবারের মুখ উজ্জ্বল করেছে!’

তবে কেউ কেউ এই জমকালো উদ্‌যাপন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

তাঁরা বলেছেন, এটা কি একটু বাড়াবাড়ি নয়? উৎসবটা খুবই জাঁকজমকপূর্ণ, এতে ছেলেটার ওপর অকারণ চাপ তৈরি হতে পারে। স্নাতক হওয়ার পর কি পরিবার তাঁর কাছ থেকে অনেক বেশি কিছু প্রত্যাশা করবে না?

সম্পর্কিত নিবন্ধ