তাজিকিস্তানে কারাগারে দাঙ্গায় ৫ বন্দি নিহত
Published: 4th, February 2025 GMT
তাজিকিস্তানের ভাহদাত শহরের একটি কারাগার থেকে পালানোর চেষ্টার সময় সৃষ্ট দাঙ্গায় কমপক্ষে পাঁচ বন্দি নিহত হয়েছেন। আর এ ঘটনায় আহত হয়েছেন কারাগারটির তিন কর্মচারী।
দেশটির নিরাপত্তা সংস্থার দুটি সূত্র মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থাটি বলছে, সোমবার নয়জন বন্দি ‘ঘরে তৈরি ছুরি’ নিয়ে কারারক্ষীদের উপর হামলা চালায়। তারা রক্ষীদের হত্যা করে দুশানবে থেকে ২০ কিলোমিটার (১২ মাইল) পূর্বে অবস্থিত পেনাল কলোনি থেকে পালানোর চেষ্টা করেছিল বলে জানিয়েছে দেশটির বিচার বিষয়ক মন্ত্রণালয়। এ ঘটনায় কমপক্ষে পাঁচ বন্দি নিহত হয়েছেন।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, হামলার ফলে তিনজন কর্মচারী গুরুতর আহত হয়েছেন। তবে তাদের অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র রয়টার্সকে বলেছে, আহতদের মধ্যে কারা প্রশাসনের প্রধানও ছিলেন। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।
এই অঞ্চলের একজন বিশ্লেষক আন্দ্রেই সেরেঙ্কো বলেছেন, ইসলামিক স্টেটের (আইএস) সমর্থকরা পালানোর চেষ্টা করেছিল। তারা কারাগারের উপরে কিছুক্ষণের জন্য আইএসের পতাকা উড়িয়েছে।
এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।
সোমবারের দাঙ্গার ঘটনায় একটি ফৌজদারি তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউটরের কার্যালয়।
এর আগে, ২০১৯ সালে পেনাল কলোনি কারাগারে দাঙ্গায় ২৯ জন বন্দী এবং তিনজন রক্ষী নিহত হন। তাজিকিস্তান কর্তৃপক্ষ সে সময় বলেছিল, দাঙ্গাটি চরমপন্থি গোষ্ঠীর সদস্যদের প্ররোচনায় হয়েছিল। পরে ইসলামিক স্টেট এর দায় স্বীকার করে।
২০১৮ সালে তাজিকিস্তানের উত্তরাঞ্চলীয় শহর খুজান্দের একটি কারাগারে দাঙ্গায় ২১ জন বন্দী এবং দুইজন রক্ষী নিহত হন।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা
বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের উৎপাদন শাখায় কিচেন ও বেকারি ইউনিটে ইন্টার্নশিপে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সম্মানী প্রদান করা হবে। শুধু ছয় মাসের জন্য করা যাবে ইন্টার্নশিপ।
কিচেন হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ফুড অ্যান্ড বেভারেজে কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে ফুড অ্যান্ড বেভারেজের ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
বেকার হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা থেকে কমপক্ষে ছয় মাস মেয়াদি বেকারি অ্যান্ড পেস্ট্রিতে সার্টিফিকেট কোর্স থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে বেকারি অ্যান্ড পেস্ট্রির ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
যোগ্যতা—১. প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
২. চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নকে বিএফসিসিতে ভর্তির সময় পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে।
৩. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে ভর্তির আগে বিমান মেডিকেল থেকে শারীরিক ফিটনেস সংগ্রহ করতে হবে।
সুযোগ-সুবিধা—
১. শুধু ছয় মাসের জন্য ইন্টার্ন হিসেবে ভর্তি করা হবে।
২. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে দৈনিক হাজিরা সাপেক্ষে ছয় শ টাকা হারে সম্মানী দেওয়া হবে। নির্ধারিত সম্মানী ব্যতীত অন্য কোনো ভাতা দেওয়া হবে না।
৩. রোস্টার মোতাবেক দৈনিক আট ঘণ্টা ডিউটি সম্পন্ন করতে হবে।
আবেদনের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে