রাজশাহীতে যুব মহিলা লীগ নেত্রী মৌসুমী গ্রেফতার
Published: 6th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা লীগের সভাপতি মৌসুমী রহমানকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে রাজশাহী জেলা ডিবির ওসি আরিফ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিলমাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেত্রী মৌসুমী রহমানকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের আগে মৌসুমী রহমান ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করতে কাজ করছিলেন। রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নে উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে ২টি পরিবারের মাঝে লিফলেট বিতরণ করে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ান তিনি। পরে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকেও সেটি পোস্ট করা হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনগণ ক্ষিপ্ত হলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সরকারবিরোধী লিফলেট বিতরণ করার কারণে আওয়ামী লীগ নেত্রী মৌসুমির বাড়িতে অভিযান চালায় পুঠিয়া থানা পুলিশ। তবে দুপুর থেকে বিকেলে তাকে আটক করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের পচামাড়িয়া বাজারে মৌসুমীর স্বামী ওহিদুর (৪৫) কে স্থানীয় জনতা আটকে রেখে থানায় খবর দেয়। পরে পুলিশ সেখান থেকে তাকে আটক করে। বিক্ষুব্ধ জনতা হামলা চালায় তার বাড়িতেও, সেখানে বাড়ির উঠোন ও বারান্দায় আসবাব ও তৈজসপত্র ভাঙচুর করে তারা।
এম জি
.উৎস: SunBD 24
এছাড়াও পড়ুন:
সাঙ্গুর চরের মুলা
২ / ৯মুলা নিয়ে আসছেন এক পাহাড়ি কিষানি