প্রভাসের ‘কল্কি টু’ থেকে দীপিকা কেন বাদ পড়লেন?
Published: 18th, September 2025 GMT
দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা প্রভাস। তার অভিনীত বহুল আলোচিত তেলেগু সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। নাগ অশ্বিন পরিচালিত এ সিনেমায় তার সহশিল্পী হিসেবে ছিলেন—অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানির মতো শিল্পীরা।
গত বছর প্রেক্ষাগৃহে মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল সিনেমাটি। নির্মিত হতে যাচ্ছে সিনেমাটির সিক্যুয়েল। কিন্তু ‘কল্কি টু’ সিনেমা থেকে দীপিকার সরে দাঁড়ানোর কথা জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান বিজয়ান্তী মুভিজ।
আরো পড়ুন:
অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!
মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিজয়ান্তী মুভিজ মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) একটি পোস্ট দিয়েছে। তাতে বলা হয়েছে, “এটি অফিশিয়ালভাবে ঘোষণা করা হচ্ছে যে, দীপিকা পাড়ুকোন ‘কল্কি’ সিনেমার সিক্যুয়েলের অংশ হবেন না। গভীর চিন্তাভাবনার পর, আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
নির্মাতারা অফিশিয়াল বিবৃতিতে বলেন, “সিনেমাটির প্রথম পার্ট নির্মাণের দীর্ঘ যাত্রার পরও, আমরা একটি সঠিক অংশীদারিত্ব খুঁজে পাইনি। ‘কল্কি’-এর মতো একটি সিনেমার জন্য সেই রকম প্রতিশ্রুতি প্রয়োজন। আমরা তার ভবিষ্যত কাজের জন্য শুভকামনা জানাই।”
এরপর থেকে জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। উদ্বিগ্ন হয়ে পড়েছেন দীপিকার ভক্তরা। প্রশ্ন উঠেছে—দীপিকা পাড়ুকোন কেন সিনেমাটিতে অভিনয় করবেন না? যদিও এ নিয়ে টুঁ-শব্দটিও করেননি দীপিকা।
হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সিক্যুয়েলের শুটিং ডেট নির্ধারিত ছিল এই বছরের শেষের দিকে। কিন্তু দীপিকা এই দিনগুলো বরাদ্দ দিয়েছেন পরিচালক অ্যাটলির সিনেমার জন্য। উভয় সিনেমার শুটিং একসঙ্গে হওয়ার কথা ছিল, আর এই সময়সূচির ওভারল্যাপ থেকেই দীপিকার টিম ও ‘কল্কি’ সিনেমার প্রযোজকদের মধ্যে সমস্যা তৈরি হয়েছে।
বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, দীপিকা পাডুকোন তার পারিশ্রমিকের উপর ২৫ শতাংশ বাড়তি দাবি ও দিনে মাত্র ৭ ঘণ্টা কাজ করার শর্ত রাখার কারণে নির্মাতারা তাকে ছবি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। নির্মাতারা এই দুই শর্ত নিয়ে দীপিকার সঙ্গে সমঝোতার চেষ্টা করেছিলেন। কিন্তু দীপিকা কোনো ছাড় দিতে রাজি হননি।
প্রযোজনা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট একটি সূত্র বলিউড হাঙ্গামা-কে বলেন, “দীপিকা পাডুকোন ‘কল্কি’ সিনেমার প্রথম পার্টের জন্য যে পারিশ্রমিক নিয়েছিলেন, তার উপর ২৫ শতাংশ বেশি দাবি করেছেন। শুধু তাই নয়, তিনি দিনে মাত্র ৭ ঘণ্টা কাজ করার বিষয়ে অনড় ছিলেন। কিন্তু ‘কল্কি টু’ সিনেমা ভিএফএক্স নির্ভর চলচ্চিত্র, তাই এত কম সময় শুটিং করার ফলে বাজেট অনেক বেড়ে যাবে।”
খানিকটা ব্যাখ্যা করে সূত্রটি বলেন, “প্রযোজকরা দীপিকাকে বিলাসবহুল ভ্যানিটি ভ্যান দেওয়ার প্রস্তাব দেন, যাতে দীর্ঘ সময় শুটিং করতে পারেন। কিন্তু এ অভিনেত্রী তা প্রত্যাখ্যান করেন। এমনকি, প্রভাসও বাড়তি কোনো পারিশ্রমিক দাবি করেননি। তারপরও দীপিকা ও তার টিম কোনো সমঝোতা করতে রাজি হননি।”
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪
বন্দরে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামীসহ বিভিন্ন ওয়ারেন্টে ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২২ নং ওয়ার্ডের লের্জাস ১নং গল্লী এলাকার মৃত আজিম মিয়ার ছেলে বন্দর থানা ও নারায়ণগঞ্জ সদর থানার একাধিক জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রুবেল (৩৪) একই থানার সোনাকান্দা মসজিদ এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী জনি (৩৫)|r
একই থানার রামনগর এলাকার মৃত সিদ্দিক মুন্সী ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আব্দুল কুদ্দুস (৫২) ও গকুলদাশেরবাগ এলাকার আনোয়ার মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী ইব্রাহিম (৩০)।