‘তোমার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি’
Published: 18th, September 2025 GMT
চিত্রনায়িকা অপু বিশ্বাসের জীবনের সবচেয়ে বড় শক্তি ছিলেন তার মা শেফালী বিশ্বাস। ঠিক পাঁচ বছর আগে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। সেই শূন্যতা এখনো পূর্ণ হয়নি অপুর জীবনে।
২০২০ সালের ১৮ সেপ্টেম্বর রাত দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেফালী বিশ্বাস। তার কয়েক দিন আগে স্ট্রোক করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, তার ফুসফুসে পানি জমেছে। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে।
আরো পড়ুন:
প্রাক্তন স্ত্রী দেবশ্রীর সঙ্গে প্রেমের সিনেমা করতে চান প্রসেনজিৎ
বাগদানের গুঞ্জনের মাঝে হুমার রহস্যময় পোস্ট
এদিকে, একই বছর (২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর) অপু বিশ্বাস মা হন। অর্থাৎ পুত্রসন্তান আব্রাম খান জয়ের জন্ম দেন তিনি। তাই সেপ্টেম্বর মাসটি অপুর জীবনে যেমন আনন্দের, তেমনি বেদনারও।
মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজের ফেসবুক পেজে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন অপু বিশ্বাস। সেখানে তিনি লিখেছেন, “আজকের দিনটা আমার কাছে শুধু একটা তারিখ নয়, একবুক শূন্যতা। আজ ঠিক এই দিনে তোমাকে হারিয়েছিলাম, মা। তোমার অভাব প্রতিটি মুহূর্তে অনুভব করি।”
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র অপ ব শ ব স
এছাড়াও পড়ুন:
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে সরকার
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন।
প্রেস উইং থেকে স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা