সড়কে তল্লাশিচৌকিতে থামানো হলো একটি প্রাইভেট কার। সন্দেহভাজন এ গাড়ির দুই যাত্রী, গাড়ির সিট, চাকা সব জায়গায় তল্লাশি করেও কিছু পাননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে হঠাৎ দেখা গেল গাড়ির গ্যাস সিলিন্ডার দুটি। একটিতে গাড়ির সংযোগ থাকলেও আরেকটি খালি। এরপর খালি থাকা সিলিন্ডারটি কাটতেই বেরিয়ে এল ৪০ হাজার ৪০০ ইয়াবা।

গতকাল বুধবার বিকেলে কক্সবাজারের টেকনাফ সদরের পর্যটন মোড়–সংলগ্ন পুরোনো মেরিন ড্রাইভ সড়কে এ ঘটনা ঘটে। ওই এলাকায় ওই দিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এ তল্লাশি চালায় টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন গাড়িচালক ও টেকনাফ সদরের উত্তর লম্বরীর মোহাম্মদ আবদুল্লাহর ছেলে মো.

ইয়াসিন (৩৯) এবং একই ইউনিয়নের ছোট হাবীবপাড়ার আবু সামাদের ছেলে রহমত আলী (২৯)।

বিজিবি জানায়, প্রাইভেট কারে থাকা যাত্রী এবং চালকের আচরণ ও গতিবিধি সন্দেহজনক ছিল। এ কারণে গাড়ির ভেতরে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয়। পরে গাড়িতে থাকা একটি গ্যাস সিলিন্ডার কাটার পর ভেতরে ছোট কয়েকটি প্যাকেট পাওয়া যায়। এসব প্যাকেটে নামও লেখা ছিল। ইয়াবা পাচারের জন্য গাড়িটি সাড়ে ৮ লাখ টাকা দিয়ে এক সপ্তাহ আগে কেনা হয়েছিল।

জানতে চাইলে টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, এ ঘটনায় গাড়ির প্রকৃত মালিককে আসামি করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পরে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, আজ দুপুরের দিকে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাংলাদেশকে সুপার ফোরে তোলা শ্রীলঙ্কার জন্য একটু কঠিন

ত্রিমুখী লড়াই। আজ আবুধাবিতে হতে যাওয়া শ্রীলঙ্কা ও আফগানিস্তান ম্যাচটি তো তা-ই! মাঠে খেলবে দুই দল, কিন্তু মাঠের বাইরে থাকা বাংলাদেশও আছে এ লড়াইয়ে। আজ শ্রীলঙ্কা জিতলে বা ম্যাচটি পরিত্যক্ত হলে সুপার ফোরে যাবে বাংলাদেশ। আর আফগানিস্তান জিতে গেলে আসবে রান রেটের হিসাব। যে হিসাবে বাংলাদেশের ছিটকে পড়ার শঙ্কা কিছুটা বেশি।

কারণ, নেট রান রেটে বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কা ও আফগানিস্তান এগিয়ে। শ্রীলঙ্কার নেট রান রেট ‍+ ১.৫৪৬, বাংলাদেশের-০.২৭০। আফগানিস্তানের নেট রান রেট ‍+‍ ২.১৫০। তাই বাংলাদেশ সমর্থকেরা আজ শ্রীলঙ্কার ওপর ভরসা করে থাকবে। তবে আফগানিস্তানকে হারানো শ্রীলঙ্কার জন্য খুব একটা সহজ হবে না। দুই দলের অতীত লড়াই সেই আভাসই দিচ্ছে।

টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা ও আফগানিস্তান একে অপরের বিপক্ষে খেলেছে ৮টি ম্যাচ। যে লড়াইয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে আছে লঙ্কানরা। দুই দল প্রথম মুখোমুখি হয়েছিল ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই দেখায় আফগানিস্তান হারে ৬ উইকেটে। তবে সেই আফগানিস্তান আর এই আফগানিস্তান এক নয়। রশিদ খানের নেতৃত্বে দলটি এখন অনেক শক্তিশালী।

সর্বশেষ সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা।

সম্পর্কিত নিবন্ধ