সড়কে তল্লাশিচৌকিতে থামানো হলো একটি প্রাইভেট কার। সন্দেহভাজন এ গাড়ির দুই যাত্রী, গাড়ির সিট, চাকা সব জায়গায় তল্লাশি করেও কিছু পাননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে হঠাৎ দেখা গেল গাড়ির গ্যাস সিলিন্ডার দুটি। একটিতে গাড়ির সংযোগ থাকলেও আরেকটি খালি। এরপর খালি থাকা সিলিন্ডারটি কাটতেই বেরিয়ে এল ৪০ হাজার ৪০০ ইয়াবা।

গতকাল বুধবার বিকেলে কক্সবাজারের টেকনাফ সদরের পর্যটন মোড়–সংলগ্ন পুরোনো মেরিন ড্রাইভ সড়কে এ ঘটনা ঘটে। ওই এলাকায় ওই দিন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এ তল্লাশি চালায় টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন গাড়িচালক ও টেকনাফ সদরের উত্তর লম্বরীর মোহাম্মদ আবদুল্লাহর ছেলে মো.

ইয়াসিন (৩৯) এবং একই ইউনিয়নের ছোট হাবীবপাড়ার আবু সামাদের ছেলে রহমত আলী (২৯)।

বিজিবি জানায়, প্রাইভেট কারে থাকা যাত্রী এবং চালকের আচরণ ও গতিবিধি সন্দেহজনক ছিল। এ কারণে গাড়ির ভেতরে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয়। পরে গাড়িতে থাকা একটি গ্যাস সিলিন্ডার কাটার পর ভেতরে ছোট কয়েকটি প্যাকেট পাওয়া যায়। এসব প্যাকেটে নামও লেখা ছিল। ইয়াবা পাচারের জন্য গাড়িটি সাড়ে ৮ লাখ টাকা দিয়ে এক সপ্তাহ আগে কেনা হয়েছিল।

জানতে চাইলে টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, এ ঘটনায় গাড়ির প্রকৃত মালিককে আসামি করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পরে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, আজ দুপুরের দিকে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

গণতন্ত্রের পথে সংকট দেখছেন তারেক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে জনমনে সংশয় গণতন্ত্রের পথে সংকট তৈরি করতে পারে। নির্বাচনে অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হচ্ছে। দল ক্ষতিগ্রস্ত হলেও গণতন্ত্রের স্বার্থে ছাড় দিতে বিএনপি প্রস্তুত। ৩০০ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন প্রায় চূড়ান্ত। নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন কার্যক্রমের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সম্পর্কিত নিবন্ধ