‘আপনি খুশি তো?’ এক দিন আগে ম্যাচ জিতে আসার পর যেকোনো দলের কোচের উত্তরই এই প্রশ্নে ‘হ্যাঁ’ হওয়ার কথা। কিন্তু মুখে সহজাত হাসিটা রেখেও ফিল সিমন্স তা বলতে পারলেন না গতকাল। বলবেন কী করে, এশিয়া কাপের গ্রুপ পর্বে দুটি ম্যাচ জিতেও বাংলাদেশের ভাগ্যটা যে এখনো ঝুলে আছে!

আফগানিস্তানকে হারিয়ে দেওয়ার স্বস্তি সঙ্গী করেও তাই তাঁর উত্তর, ‘কাল (আজ) রাতের আগে কি খুশি হওয়ার সুযোগ আছে, ওদের ম্যাচটা হলে তবেই বলতে পারব খুশি কি না!’ আজ আবুধাবিতে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ শেষ হওয়ার আগে আসলেই খুশি হওয়ার সুযোগ নেই বাংলাদেশের। তারা সুপার ফোরে যাবে কি না, এই ম্যাচ শেষেই তা ঠিক হবে। আফগানিস্তান হেরে গেলে সহজ, সোজা সুপার ফোরে বাংলাদেশ। জিতে গেলে কষতে হবে নানা সমীকরণ।

ঝুলে থাকা ভাগ্য নিয়েই গতকাল দুপুরে বাংলাদেশ দল আবুধাবি ছেড়ে দুবাইয়ে গেছে। গ্রুপ পর্বের তিনটি ম্যাচই তারা খেলেছে এই শহরে, গত দিন দশেক তাদের সব গল্পও লেখা হয়েছে এখানেই। অনুশীলন, ম্যাচ, অতৃপ্তির জয়ের পর বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানকে হারিয়ে টিকে থাকা—পুরো পথটাই বাংলাদেশ পাড়ি দিয়েছে আবুধাবিতে। তবে আজ একই শহরে নিজেদের ভাগ্য নির্ধারণ করে দেওয়া ম্যাচটা তারা দেখবে ১৫০ কিলোমিটার দূরের দুবাই শহরে বসে।

আজ আফগানিস্তান হারলে সুপার ফোরে যাবে বাংলাদেশ।.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আফগ ন স ত ন হওয় র

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ