আড়াইহাজারে ২০টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান
Published: 16th, August 2025 GMT
আড়াইহাজার উপজেলা সদরে অবস্থিত চক্ষু হাসপাতাল ডেন্টাল ইউনিট অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার এর পক্ষ থেকে নিঃস্বার্থ মানবসেবায় বিশেষ অবদান রাখায় শনিবার দুপুরে আড়াইহাজার উপজেলা ও তার আশেপাশের ২০টি স্বেচ্ছাসেবী সংগঠনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
আড়াইহাজার চক্ষু হাসপাতালের চেয়ারম্যান খন্দকার লুৎফুন নাহার এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন লায়ন সুমন আহমেদ, হাসপাতালের ম্যানেজার আল আমিন মিয়া, কর্মকর্তা উম্মে হানি রুমা, আড়াইহাজার হেল্পলাইনের কর্ণধার রেজওয়ান রাব্বি প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। হাসপাতালের কর্মকর্তা উম্মে হানি রুমা বলেন, মানব সেবায় এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই আয়োজন। তারা যেন সব সময় মানব সেবা করে যেতে পারে। এইজন্য তাদের উৎসাহ প্রদানের জন্য এই সম্মাননা প্রদান করা হয়।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স গঠন ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
পর্যটকে পরিপূর্ণ কুয়াকাটা
দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির তৃতীয় দিন শুক্রবার (৩ অক্টোবর) পর্যটকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটা। ২২ কিলোমিটার দীর্ঘ সৈকতের তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুটকি পল্লী, ঝাউবাগান, গঙ্গামতি, চর গঙ্গামতি ও লাল কাঁকড়ার চড়ে এখন পর্যটকদের সরব উপস্থিতি। তাদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।
সরেজমিনে দেখা যায়, আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে উচ্ছ্বাসে মেতেছেন। তাদের অনেকে সমুদ্রের ঢেউয়ে গা ভিজিয়ে এবং ওয়াটর বাইকে চড়ে আনন্দ করছেন। অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। পর্যটকদের কেউ কেউ মোটরসাইকেল কিংবা ঘোড়ায় চরে বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখছিলেন। সব মিলিয়ে সৈকতের উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।
আরো পড়ুন:
চার দিনের ছুটিতে কক্সবাজার রুটে চলবে ‘ট্যুরিস্ট স্পেশাল’ ট্রেন
১ অক্টোবর থেকেই কেওক্রাডং যেতে পারবেন পর্যটকরা, মানতে হবে ৬ নির্দেশনা
পাবনা থেকে আসা হোসেন শহীদ ও সোনিয়া দম্পতি জানান, পূজা ও সরকারি ছুটি থাকায় তারা কুয়াকাটায় এসেছেন। সমুদ্রের ঢেউ উপভোগ করেছেন তারা। এই দম্পতির অভিযোগ, হোটেল ভাড়া কিছুটা বেশি রাখা হয়েছে।
বরিশালের কাউনিয়া থেকে আসা সম্রাট বলেন, “কয়েকটি পর্যটন স্পট ঘুরে দেখেছি। বৃহস্পিতবার বিকেলে বৃষ্টির মধ্যে লাল কাকড়ার চড়, গঙ্গামতি ও লেম্বুর বন ঘুরেছি। দারুন এক অনুভূতি হয়েছে।”
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, “পর্যটকদের নিরপত্তা নিশ্চিতে আমরা সচেষ্ট রয়েছি। বিভিন্ন পর্যটন স্পটে ট্যুরিস্ট পুলিশের সদস্য মোতায়েন রয়েছে।”
ঢাকা/ইমরান/মাসুদ