সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ভারতের রাজধানীতে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২৭ বছর পর আবার ক্ষমতায় আসার আশা করছে। এক দশক ধরে দিল্লিতে রাজত্ব করা আম আদমি পার্টির (এএপি) আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল নয়াদিল্লি কেন্দ্র থেকে হেরে গিয়েছেন। তাকে হারালেন বিজেপির প্রবেশ সিংহ। তাদের ভোটের ব্যবধান ৩ হাজার ১৮২।

গত বুধবার ভারতের দিল্লিতে বিধানসভার ভোটগ্রহণ শেষ হয়, আজ চলছে ভোট গণনা। ভোটগ্রহণ শেষ হওয়ার পর বেশিরভাগ বুথফেরত জরিপে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পূর্বাভাস দিয়েছে, ৭০ সদস্যের বিধানসভায় তাদের ৩৫টিরও বেশি আসন পাওয়ার কথা জানিয়েছে।

ভারতের নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত তথ্য অনুসারে, ৬০ শতাংশের বেশি যোগ্য ভোটার এবার ভোট দিয়েছেন।

রাজধানী হিসেবে প্রতীকী গুরুত্বের কারণে, দিল্লি জয় উভয় দলের জন্যই একটি মর্যাদার লড়াই। ফেডারেল-শাসিত অঞ্চলটি ২০১৩ সাল থেকে আপের অধীনে পরিচালিত হয়েছে।

এনজে

.

উৎস: SunBD 24

এছাড়াও পড়ুন:

শনি গ্রহের একাধিক চাঁদে কার্বন ডাই–অক্সাইডের সন্ধান

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহের আটটি মাঝারি আকারের চাঁদে কার্বন ডাই–অক্সাইড শনাক্ত করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। বর্তমানে মিমাস, এনসেলাডাস, ডায়োন, টেথিস, রিয়া, হাইপেরিয়ন, লাপেটাস ও ফিবি নামের চাঁদগুলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনের তথ্য টেলিস্কোপের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করার পাশাপাশি চাঁদগুলোর ওপরে নিয়মিত নজরও রাখছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের তথ্যমতে, ডায়োন ও রিয়া চাঁদে থাকা কার্বন ডাই–অক্সাইড শনির প্রধান বলয়ের বরফের অনুরূপ। ফিবি চাঁদে কার্বন ডাই–অক্সাইড জৈব পদার্থের বিকিরণের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। লাপেটাস ও হাইপেরিয়নের অন্ধকার অঞ্চলে কার্বন ডাই–অক্সাইড দেখা যায়। বরফযুক্ত এসব চাঁদে কার্বন ডাই–অক্সাইডের অবস্থা সম্পর্কে আরও জানতে আগ্রহী বিজ্ঞানীরা।

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী মাইকেল ব্রাউন ও তাঁর সহকর্মীরা এক গবেষণাপত্রে লিখেছেন, কঠিন কার্বন ডাই–অক্সাইড সৌরজগতের প্রান্তসীমার বিভিন্ন জায়গায় দেখা যায়। যদিও সেই অবস্থানে কার্বন ডাই–অক্সাইড স্থিতিশীল নয়। আমরা শনির উপগ্রহে কার্বন ডাই–অক্সাইডের অবস্থান জানার মাধ্যমে ভিন্ন পরিবেশ বোঝার চেষ্টা করছি। বিভিন্ন গ্রহে কার্বন ডাই–অক্সাইড কীভাবে আটকে আছে, তা জানার সুযোগ আছে এখানে।

বিজ্ঞানীরা মনে করছেন, শনির চাঁদে আটকে থাকা কার্বন ডাই–অক্সাইড থেকে আদর্শ ল্যাবের মতো তথ্য পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, শনি গ্রহের বিভিন্ন চাঁদে কমপক্ষে দুটি পৃথক উৎস থেকে কার্বন ডাই–অক্সাইড তৈরি হয়েছে।

সূত্র: এনডিটিভি

সম্পর্কিত নিবন্ধ