নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় বাড়িতে যাওয়ার পথে অটোরিকশার গতিরোধ করে যুবদল নেতা মিজানুর রহমানকে (৪০) গুলি করা হয়েছে। গুলিবিদ্ধ মিজানুর রহমান উপজেলার বজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব চাঁদপুর গ্রামের মৃত মোহাম্মদ উল্যার ছেলে। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের নজরপুর গ্রামে তাকে গুলি করা হয়। তিনি ইউনিয়ন যুবদল রাজনীতির সঙ্গে জড়িত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিজানের সঙ্গে মাটি কাটা নিয়ে পার্শ্ববর্তী ইউনিয়নের কিছু যুবকের বিরোধ দেখা দেয়। এ নিয়ে মিজানের অনুসারী কিছু যুবক প্রতিপক্ষের জহিরকে মারধর করেন। ওই ঘটনার জের ধরে শুক্রবার রাতে নজরপুর গ্রামে প্রতিপক্ষের কয়েকজন যুবক মিজানের অটোরিকশার গতিরোধ করে গুলি করে। এতে তার বুকে ও পায়ে গুলি লাগে।

আরো পড়ুন:

আমাদের চোখ-কান খোলা রাখতে হবে: আরিফুল হক

শাহজাদপুরে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, আহত ২০

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, জহির ও মিঠুর নেতৃত্বে গুলি করা হয়। তারাও বিএনপির রাজনীজির সঙ্গে জড়িত।

সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামাল জানান, মিজান গুলিবিদ্ধ হয়েছে। তবে কারা করেছে এ বিষয়ে কিছু জানা নেই।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, মাটি কাটা নিয়ে বিরোধের জের ধরে গুলি করা হয়েছে। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগীর পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। 

ঢাকা/সুজন/বকুল  

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ উপজ ল

এছাড়াও পড়ুন:

ডিএইচএস মোটরস দেশে আনল চীনের ‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি

ডিএইচএস মোটরস লিমিটেড তার পোর্টফোলিওতে যুক্ত করেছে আরেকটি আন্তর্জাতিক ব্র্যান্ড চীনের ‘জিএসি’। জিএসি চীনের পঞ্চম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা। নিজস্ব গাড়ির পাশাপাশি জিএসি চীনে হোন্ডা এবং টয়োটা গাড়ির যৌথ উদ্যোগ অংশীদার।

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা মোটর শোতে এ খ্যাতনামা ব্র্যান্ড উদ্বোধন করা হয়।

বাংলাদেশে জিএসির যে মডেলগুলো সরবরাহ করা হচ্ছে, সেগুলো হলো— কমপ্যাক্ট এসইউভি জিএসি EMKOO, ছোট ও স্পোর্টি এসইউভি জিএসি EMZOOM এবং বিলাসবহুল এমপিভি জিএসি E9।

বাংলাদেশের বাজারে জিএসি উদ্বোধনের মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পকে আরো শক্তিশালী করল ডিএইচএস মোটরস লিমিটেড।

অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে ডিএইচএস মোটরস লিমিটেড জিএসির ইভি মডেল যুক্ত করে তাদের মডেল লাইনআপ বাড়ানোর পরিকল্পনা করছে। এছাড়া, ডিএইচএস খুব শিগগিরই দেশে জিএসি গাড়ির অ্যাসেম্বলি শুরু করার পরিকল্পনা করছে।

অনুষ্ঠানে ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, জেনারেল ম্যানেজার আরমান রশীদ ও ফারহান সামাদ, জিএসির কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝাউ, রেমন ওয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত নিবন্ধ