দলীয় কার্যক্রম শেষে ফেরার পথে দুর্ঘটনায় আহত বিএনপি নেতার মৃত্যু
Published: 10th, February 2025 GMT
কুষ্টিয়ার কুমারখালীতে দলীয় কার্যক্রম শেষে ফেরার পথে ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আহত এক বিএনপি নেতা মারা গেছেন। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত নেতার নাম মিজানুর রহমান শাহিন (৪৫)। তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। এছাড়াও উপজেলার চাপড়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও সাঁওতা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন। তিনি বলেন, দলীয় কার্যক্রম বেগবান করতে সম্প্রতি ইউনিয়ন ভিত্তিক সার্চ কমিটি গঠন করা হয়েছে। সকালে সার্চ কমিটির কার্যক্রমের জন্য ভাঁড়রা বাজার এলাকায় গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন বিএনপি নেতা শাহিন। ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিএনপি নেতা শাহিন মোটরসাইকেলে উপজেলার সান্দিয়ারা- লাহিনীপাড়া সড়কের ভাঁড়রা থেকে সাঁওতার দিকে যাচ্ছিলেন। পথে মাদুলিয়া এলাকায় পৌঁছালে মোটরচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে দুপুর ২টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। সেখানে নেওয়ার পথেই তিনি মারা যান।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ঢাবিতে পিস, কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটসে প্রফেশনাল মাস্টার্স, জিপিএ ২.৫ এ আবেদন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স ইন পিস, কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস প্রোগ্রামে (৪র্থ ব্যাচ, স্প্রিং ২০২৫) শিক্ষার্থী ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেড় বছর মেয়াদি এ কোর্সের ক্লাস হবে শুক্র ও শনিবার। ক্লাসের মধ্য ৩০ শতাংশ ক্লাস হবে অনলাইনে।
আবেদনের ভর্তির যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই সব অ্যাকাডেমিক পরীক্ষায় ২য় বিভাগ অথবা ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে।
আবেদন চলবে: ২৪ মে পর্যন্ত। পরীক্ষা: ৩০ মে ২০২৫