কুষ্টিয়ার কুমারখালীতে দলীয় কার্যক্রম শেষে ফেরার পথে ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আহত এক বিএনপি নেতা মারা গেছেন। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত নেতার নাম মিজানুর রহমান শাহিন (৪৫)। তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। এছাড়াও উপজেলার চাপড়া ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও সাঁওতা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন। তিনি বলেন, দলীয় কার্যক্রম বেগবান করতে সম্প্রতি ইউনিয়ন ভিত্তিক সার্চ কমিটি গঠন করা হয়েছে। সকালে সার্চ কমিটির কার্যক্রমের জন্য ভাঁড়রা বাজার এলাকায় গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন বিএনপি নেতা শাহিন। ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বিএনপি নেতা শাহিন মোটরসাইকেলে উপজেলার সান্দিয়ারা- লাহিনীপাড়া সড়কের ভাঁড়রা থেকে সাঁওতার দিকে যাচ্ছিলেন। পথে মাদুলিয়া এলাকায় পৌঁছালে মোটরচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে দুপুর ২টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। সেখানে নেওয়ার পথেই তিনি মারা যান।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

সোলায়মান শেখ বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ব এনপ উপজ ল

এছাড়াও পড়ুন:

ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে ডুবে আবু বকর সিদ্দিক রিফাত (২০) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে চরটেকি বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

রিফাত উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজীহাটি গ্রামের ওমর ফারুকের ছেলে ও কিশোরগঞ্জ জেলা শহরের জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে দুলাভাই রাজীবের সঙ্গে চরটেকি বেড়িবাঁধ এলাকায় ঘুরতে যান রিফাত। পরে নদের পানিতে নামলে স্রোতের তোড়ে তলিয়ে যান তিনি। এ সময় রাজীব তাকে উদ্ধারে চেষ্টা করে ব্যর্থ হন। একপর্যায়ে রাজীব জ্ঞান হারান। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আরো পড়ুন:

কু‌ড়িগ্রা‌মে পুকুরে ডুবে শিশুর মুত্যু

ফেরার কথা ছিল নতুন বউ নিয়ে, ফিরল নিথর দেহ

অপরদিকে, স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও রিফাতের সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রিফাতের মরদেহ উদ্ধার করে।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১১ জুলাই ব্রহ্মপুত্র নদে নৌকাডুবে কাশ্মীর রহমান নীলা (১৭) ও ফারিহা রহমান নেহা (৯) নামের দুই বোন মারা যায়।

ঢাকা/রুমন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ