ফেসবুক, এক্স, ইনস্টাগ্রামে বেশি ঘাঁটাঘাঁটি না করতে খুশদিলদের পরামর্শ আফ্রিদির
Published: 11th, February 2025 GMT
ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম...আরও কত কী যে আছে! পুরো দুনিয়াই এখন বলতে গেলে হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমনির্ভর। কে কোথায় খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, তা এখন ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্সে চোখ রাখলেই জানা যায়। এই ঘটনা যে শুধু সাধারণ মানুষের জন্যই, তা নয়।
বিনোদন জগৎ থেকে খেলার ভুবন, লিওনেল মেসি–ক্রিস্টিয়ানো রোনালদো থেকে বিরাট কোহলি–শাহিন আফ্রিদি বা লোকেশ রাহুল–খুশদিল শাহ; বড়–ছোট সব তারকাকেও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে সময় কাটাতে দেখা যায়।
আরও পড়ুনপাকিস্তান জয় করার পর জানুয়ারির সেরা ওয়ারিক্যান৫৯ মিনিট আগেএবার এ নিয়ে পাকিস্তানের তিন ক্রিকেটার সাইম আইয়ুব, খুশদিল শাহ ও আব্বাস আফ্রিদিকে সতর্ক করেছেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
সামাজিক যোগাযোগমাধ্যমে যেন তাঁরা বাড়তি সময় না দেন, এ নিয়েই মূলত টাইমস অব করাচিকে দেওয়া সাক্ষাৎকারে সতর্ক করেছেন আফ্রিদি, ‘যদি মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যম আপনাকে ক্রিকেট খেলতে সাহায্য করবে, এটা সম্ভব নয়।’
আরও পড়ুনগেইল না ক্যালিস, চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সেরা কে২ ঘণ্টা আগেকয়েক মাস ধরে দুর্দান্ত ছন্দে আছেন সাইম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোড়ালির চোটে পড়ার আগে ওয়ানডেতে দুটি সেঞ্চুরি করেন তিনি, টি–টোয়েন্টিতে ক্যারিয়ার সর্বোচ্চ ৯৮ রানও ওই সিরিজেই। সম্প্রতি জাতীয় দলে ফিরেছেন খুশদিল। ঘরোয়া ক্রিকেট ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত খেলার পুরস্কার হিসেবেই তাঁর পাকিস্তান দলে জায়গা পাওয়া। রংপুর রাইডার্সের হয়ে ১০ ম্যাচে ২৯৮ রান করেছেন খুশদিল, বল হাতে নিয়েছেন ১৭ উইকেট।
সাইম আইয়ুবের সেঞ্চুরির পর তাঁকে এভাবেই অভিনন্দন জানান আগা সালমান.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম জ ক য গ য গম ধ য স ম জ ক য গ য গম ধ
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে