রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলায় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) গিলছে ৮৩টি ইটভাটা। কতিপয় কৃষক নগদ টাকার লোভে ওই মাটি ইটভাটায় বিক্রি করছেন। এতে জমি উর্বরতা শক্তি হারাচ্ছে। এতে কৃষি বিভাগের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়লেও কৃষকেরা তেমন বুঝতে পারছেন না বলে জানিয়েছেন কৃষিবিদেরা।
গত এক সপ্তাহে সরেজমিনে প্রথম আলোর দুই প্রতিবেদক ওই দুই উপজেলার বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখেছেন, কৃষিজমির উপরিভাগের মাটি তিন-চার ফুট গর্ত করে ট্রাক্টরে বিভিন্ন ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে।
এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ইটভাটার মালিকেরা এই মাটি কিনছেন। কৃষকেরা এর ক্ষতিকর দিক বুঝতে পারছেন না।
মাটি কেটে নেওয়ায় জমির উর্বরতা শক্তি আবার ফিরতে ১৫ থেকে ২০ বছর লেগে যেতে পারে। তাই কৃষকদের জমির মাটি বিক্রি না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ধীবা রানী, কৃষি কর্মকর্তা, তারাগঞ্জবদরগঞ্জ উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, বদরগঞ্জে ৭১টি ইটভাটা রয়েছে। একেকটি ইটভাটা ৫-১৫ একর পর্যন্ত কৃষিজমিজুড়ে স্থাপিত। বিভিন্ন দ্বন্দ্বে ১১টি ভাটা এবার বন্ধ রয়েছে। চলতি বছর ৬০টি ইটভাটায় কাঁচা ইট পোড়ানো হচ্ছে। এই ইট তৈরিতে ব্যবহার করা হচ্ছে কৃষিজমির উপরিভাগের মাটি। ৬০টি ইটভাটার মধ্যে ৫১টির বৈধ কাগজপত্র নেই। তারাগঞ্জে ২২টি ইটভাটার ১৯টির বৈধ কোনো কাগজপত্র নেই।
১৩টি ইটভাটার ব্যবস্থাপকের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিটি ইটভাটায় বছরে ৫০ থেকে ৮০ লাখ কাঁচা ইট পোড়ানো হয়। একেকটি ইটের ওজন সাড়ে তিন কেজির বেশি।
কৃষকেরা আবাদি জমির মাটি কেন বিক্রি করছেন, এ বিষয়ে অন্তত ৫০ কৃষক ও ৪ জন কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, কৃষকেরা সাংসারিক যাবতীয় ব্যয় সামাল দেন ফসল বিক্রি করে। পাশাপাশি সেই টাকা ফসল চাষাবাদেও ব্যয় করেন, কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাঁরা ব্যয় সামাল দিতে পারছেন না। অনেক সময় উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য তাঁরা পান না। কখনো উৎপাদন খরচ ওঠে না। এবার অনেকে আলু লাগিয়ে লোকসানের দুশ্চিন্তায় ভুগছেন। ১০০ টাকা কেজি দরে আলুবীজ কিনে সেই আলু ১০ টাকা কেজিতে কৃষকেরা বিক্রি করছেন। এবারে বিভিন্ন সবজি চাষেও কৃষকেরা লোকসান গুনেছেন। এসব কারণে অভাব–অনটনে পড়ে তাঁরা অনেকে নগদ টাকার জন্য আবাদি জমির মাটি বিক্রি করছেন।
সরেজমিনে জানা গেছে, বদরগঞ্জের মধুপুর ইউনিয়নের রাজারামপুর মৌজায় ইটভাটা রয়েছে ২৫টি। সেখানে এক্সকাভেটরের (ভেকু) সাহায্যে কৃষিজমির মাটি কেটে ট্রাক্টরে তুলতে দেখা গেছে। সেখানে কথা হয়, ট্রাক্টরশ্রমিক আনারুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘জমির মালিক মাটি বেচাইচে ইটভাটার মালিকের গোড়োত। হামাক অর্ডার (আদেশ) করছে হামরা কাটি নিয়া যাওচি। ভালো–মন্দ হামার বুঝার দরকার নাই।’
জানতে চাইলে পাশের বিবিএল ইটভাটার মালিক মোকছেদুল হক বলেন, ‘ইট তৈরিতে প্রচুর মাটি লাগে। যেখান থেকে পাই, কিনে ইট বানাই।’
বদরগঞ্জের আমরুলবাড়ী, চম্পাতলী, শেখেরহাট, বকশীগঞ্জ, ঘাটাবিল এবং পাঠানের হাট এলাকা ঘুরে একই চিত্র দেখা গেছে।
আমরুলবাড়ী গ্রামের কৃষক সুমন মিয়া বলেন, ‘দুই বছর আগে আমার আবাদি জমির দুই পাশের দুই কৃষক জমির মাটি বিক্রি করায় চার–পাঁচ ফুট গভীর হয়েছে। এখন আমার উঁচু জমিটা ভেঙে পড়ছে।’
রামনাথপুরের কৃষক আবদুল হামিদ বলেন, ‘বাধ্য হয়া আবাদি ভুঁইয়ের মাটি ইটভাটায় ব্যাচে দিচু। ওরা (ইটভাটার মালিক) গাড়িপ্রতি (ট্রাক্টরপ্রতি) মাটির দাম দেওচে ৩০০ টাকা।’
বদরগঞ্জ কৃষি কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা মহেববুল ইসলাম বলেন, ‘কয়েক বছর ধরে কৃষকেরা অভাবে পড়ে ফসলি জমির উপরিভাগের মাটি বিক্রি করছেন। ইটভাটার মালিকেরা তিন-চার ফুট গভীর করে মাটি খুঁড়ে ইটভাটায় নিচ্ছেন। আগে এসব উঁচু জমিতে ধানসহ সবজির চাষ হলেও নিচু হওয়ায় এখন আর সবজির চাষ হয় না। তুলনামূলক ধানের ফলনও অর্ধেক কমেছে। আমরা চেষ্টা করেও কৃষকদের মাটি বিক্রি করা থেকে নিবৃত্ত করতে পারছি না।’
তারাগঞ্জের উত্তর পাড়া গ্রামের মাটি ব্যবসায়ী এনামুল হক বলেন, ‘কৃষকেরা জমির মাটি ব্যাচায়, আমরা কিনি। জোর করি তো কারও জমির মাটি কাটি আনি না।’
তারাগঞ্জ উপজেলার ইকরচালী, সয়ার, কুর্শা, আলমপুর ও হাড়িয়ারকুঠি ইউনিয়নের বিভিন্ন জায়গায় গিয়ে দেখা গেছে, ইটভাটার মালিকের নিযুক্ত লোকজন কৃষকের আবাদি জমির মাটি কেটে ট্রাক্টরে করে নিয়ে যাচ্ছেন। তাঁরা আগামী বছরের জন্য মাটি কিনে ইটভাটায় মজুতও করছেন।
তারাগঞ্জের বালাপাড়া গ্রামের কৃষক মমিনুল হক বলেন, ‘আবাদি জমির মাটি বেচলে ক্ষতি হয়, এইটা তো জানি না।’ ওই ইউনিয়নের ইটভাটার আরেকজন মালিক এজাজুল হক বলেন, ‘মাগনায় তো কায়ও মাটি দ্যায় না, অভাবের সময় হামারটে টাকা নিয়া যায়। পরে জমির মাটি কাটি আনি।’
তারাগঞ্জের উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী বলেন, ফসল উৎপাদনে জমির উপরিভাগের উর্বর এক ফুট মাটি কাজে লাগে। এ মাটিতেই প্রয়োজনীয় জৈব পদার্থ থাকে। দেদার মাটি কেটে নেওয়ায় জমির উর্বরতা শক্তি আবার ফিরতে ১৫ থেকে ২০ বছর পর্যন্ত লেগে যেতে পারে। তাই কৃষকদের জমির মাটি বিক্রি না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
বদরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা আফরোজ বলেন, ‘উপরিভাগের মাটি কেটে নিলে জমির উর্বরতা শক্তি হ্রাস পায়। আমরা কৃষকদের আবাদি জমির মাটি বিক্রি না করার পরার্মশ দিয়ে যাচ্ছি, কিন্তু তাঁরা অভাবে পড়ে টাকার জন্য তা বিক্রি করছেন।’
বদরগঞ্জের ইউএনও মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইটভ ট র ম ল ক র উপর ভ গ র ম ট ক ষকদ র ইটভ ট য় করছ ন
এছাড়াও পড়ুন:
বাণিজ্যবিরোধ: ভারত কেন ট্রাম্পের নিশানায়
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার ভারতের বাণিজ্যনীতির তীব্র সমালোচনা করেছেন। ভারতীয় পণ্যের ওপর হোয়াইট হাউসের শুল্ক বৃদ্ধির প্রস্তুতি নেওয়ার পর থেকেই এ আক্রমণের মাত্রা বেড়েছে।
ট্রাম্প জানিয়েছেন, তাঁর প্রশাসন আজ শুক্রবার (১ আগস্ট) থেকে ভারতের রপ্তানি পণ্যের ওপর ২৫ শতাংশ হারে শুল্ক আরোপ করছে এবং এর পাশাপাশি অতিরিক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ট্রাম্প যখন বিশ্বের বহু দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা করছিলেন, তখনই ভারতকে উদ্দেশ করে তাঁর এমন কঠোর অবস্থান সামনে উঠে আসে।
হোয়াইট হাউসের অভিযোগ, ভারত মার্কিন পণ্যকে বাজারে ঠেকাতে অতিমাত্রায় শুল্ক আরোপ করছে। সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালে ভারত রুশ জ্বালানি কেনা অব্যাহত রাখায় ট্রাম্প প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন।
‘ভারতের শুল্ক বিশ্বে অন্যতম সর্বোচ্চ’, গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এমন মন্তব্য করেন ট্রাম্প। জবাবে ভারত সরকার জানিয়েছে, তারা ট্রাম্পের বক্তব্য ‘লক্ষ্য করেছে’ এবং এর ‘প্রভাব মূল্যায়ন’ করবে।
যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্যবিরোধ: পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে
আজ থেকে ভারতীয় পণ্যের ওপর ট্রাম্পের ধার্য করা ২৫ শতাংশ পাল্টা শুল্ক গত ২ এপ্রিল হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ঘোষিত সম্ভাব্য শুল্ক থেকে মাত্র ১ শতাংশ কম।
এ হার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাপানের ওপর আরোপিত ১৫ শতাংশ শুল্কের চেয়ে বেশি। তবে গত মে মাসে চীনের ওপর আরোপিত ৩০ শতাংশ শুল্কের চেয়ে কিছুটা কম।
হোয়াইট হাউসের অভিযোগ, ভারত মার্কিন পণ্যকে বাজারে ঠেকাতে অতিমাত্রায় শুল্ক আরোপ করছে। সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালে ভারত রুশ জ্বালানি কেনা অব্যাহত রাখায় ট্রাম্প প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন।এ শুল্ক ভারতের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা আরও জটিল করে তুলতে পারে। একাধিক দফা আলোচনার মধ্য দিয়ে উভয় পক্ষ একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে।
যুক্তরাষ্ট্রের ১২তম বৃহৎ বাণিজ্য অংশীদার ভারত। সাম্প্রতিক বছরগুলোতে চীন থেকে উৎপাদন সরিয়ে নেওয়া অনেক কোম্পানির নতুন গন্তব্য হয়েছে দেশটি। মে মাসে অ্যাপলের সিইও টিম কুক জানান, যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য আইফোন এখন ভারতে উৎপাদিত হচ্ছে; যাতে উচ্চ শুল্ক এড়ানো যায়।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের (ওটিআর) তথ্যমতে, গত বছর ভারত-যুক্তরাষ্ট্রের পণ্য বাণিজ্যের মোট পরিমাণ ছিল প্রায় ১২৯ বিলিয়ন (১২ হাজার ৯০০ কোটি) ডলার। ভারতের রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে পোশাক, রাসায়নিক, যন্ত্রপাতি ও কৃষিপণ্য।
ট্রাম্প কেন ভারতকে নিশানা করছেন
সম্প্রতি ট্রাম্প একাধিকবার বিভিন্ন পণ্যের ওপর ভারতের ‘অতি উচ্চ’ শুল্ক আরোপের সমালোচনা করেছেন। এর মধ্যে কৃষিপণ্য ও দুগ্ধজাত পণ্যও রয়েছে।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘বছরের পর বছর আমরা ভারতের সঙ্গে তুলনামূলকভাবে খুব কম ব্যবসা করেছি। কারণ, তাদের শুল্ক অত্যন্ত বেশি।’
এ মুহূর্তে যখন সবাই চায় ইউক্রেনে হত্যা বন্ধ হোক, তখন ভারত চীনের সঙ্গে রাশিয়ার জ্বালানির সর্ববৃহৎ ক্রেতা।ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্টদেশীয় শিল্পকে রক্ষা করতে ভারত কিছু পণ্যের ওপর ১০০ শতাংশের বেশি শুল্ক আরোপ করেছে।
ওটিআরের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে পণ্যবাণিজ্যে প্রায় ৪৫ বিলিয়ন (৪ হাজার ৫০০ কোটি) ডলারের ঘাটতি দেখেছে। এটি আগের বছরের তুলনায় ৫ দশমিক ৪ শতাংশ বেশি। তুলনামূলকভাবে গত বছর যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে প্রায় ২৯৫ বিলিয়ন (২৯ হাজার ৫০০ কোটি) ডলারের বাণিজ্যঘাটতিতে ছিল।
আরও পড়ুনভারতের ৬ প্রতিষ্ঠানের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা, ইরানের পণ্যের বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ ৩১ জুলাই ২০২৫ট্রাম্প আরও ক্ষুব্ধ যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালে ভারত রুশ তেল কেনা অব্যাহত রেখেছে।
‘এ মুহূর্তে যখন সবাই চায় ইউক্রেনে হত্যা বন্ধ হোক, তখন ভারত চীনের সঙ্গে রাশিয়ার জ্বালানির সর্ববৃহৎ ক্রেতা’, বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন ট্রাম্প।
ভারতের প্রতিক্রিয়া
এ সপ্তাহে প্রকাশিত এক বিবৃতিতে ভারত সরকার ট্রাম্পের ওই বক্তব্যে তুলনামূলকভাবে মৃদু, তবে শক্ত প্রতিক্রিয়া জানিয়েছে।
ভারতের ওপর ধার্য করা শুল্কহার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাপানের ওপর আরোপিত ১৫ শতাংশের চেয়ে বেশি। তবে গত মে মাসে চীনের ওপর আরোপিত ৩০ শতাংশের চেয়ে কিছুটা কম।বুধবার দেওয়া এ বিবৃতিতে বলা হয়েছে, ‘কয়েক মাস ধরে ভারত ও যুক্তরাষ্ট্র একটি ন্যায্য, ভারসাম্যপূর্ণ ও পারস্পরিকভাবে লাভজনক দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। আমরা সেই লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘সরকার জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।’
আগস্টের শেষ দিকে দুই দেশের মধ্যে আরেক দফা বাণিজ্য আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুনভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, রাশিয়ার সঙ্গে বাণিজ্যের জন্য আলাদা ‘দণ্ড’৩০ জুলাই ২০২৫আরও পড়ুনট্রাম্পের ২৫ শতাংশ শুল্কে ভারতের অর্থনীতি কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে, কী বলছেন অর্থনীতিবিদেরা১৪ ঘণ্টা আগে