জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নে ওয়ার্ড কমিটি গঠন নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির একটি পক্ষের দলীয় কার্যালয়ের আসবাব ভাঙচুর করে আগুন দেওয়া হয়েছে।

এ ঘটনায় পুনটে বিবদমান দুটির পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন আজ রোববার বেলা তিনটা থেকে আগামীকাল সোমবার সকাল আটটা পর্যন্ত পুনটে ১৪৪ ধারা জারি করেছে। পুলিশ ও সেনাবাহিনী পুনট বাজার টহল দিচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুনট ইউনিয়নের বিএনপিতে বিভক্তি আছে। এ কারণে পুনট বাজারে বিএনপির তিনটি দলীয় কার্যালয় আছে। কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম ফকিরের নেতৃত্বে আজ রোববার বেলা তিনটার দিকে পুনট ইউনিয়নের ৯টি ওয়ার্ড কমিটি ঘোষণার প্রস্তুতি নেওয়া হয়। দলের ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে ইব্রাহিম ফকির তাঁর অনুগতদের নিয়ে ওয়ার্ড কমিটি গঠন করছেন বলে একটি পক্ষের নেতা-কর্মীরা অভিযোগ তোলেন। কমিটি প্রতিহত করার ডাক দিয়ে তাঁরা কালাই উপজেলা সদর থেকে দলবল নিয়ে পুনট বাজারের দিকে রওনা দেন। খবর পেয়ে আগেই পুলিশ ও সেনাবাহিনী পুনট বাজারে অবস্থান নেয়। এ সময় কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.

ইফতেকার রহমান আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় পুরো পুনট ইউনিয়নে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেন।

১৪৪ ধারা জারির কারণে বিএনপির ওই পক্ষ পুনট বাজারে যেতে পারেনি। ইব্রাহিম ফকির পুনট বাজারে দ্রুত ওয়ার্ড কমিটি ঘোষণা দেন। এরপর ইব্রাহিম ফকিরের পক্ষের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। তাঁরা মিছিল নিয়ে পুনট বাজারে অবস্থিত বিএনপির আরেকটি পক্ষের দলীয় কার্যালয়ে গিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ওই দলীয় কার্যালয়ে পুনট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বসতেন। তিনি কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলমের সমর্থক বলে পরিচিত।

পুনট বাজারে বিএনপির একটি পক্ষের কার্যালয় ভাঙচুরের পর আগুন দেওয়া হয়

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক ল ই উপজ ল ব এনপ র ১৪৪ ধ র

এছাড়াও পড়ুন:

যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বিশেষ সম্পর্কের প্রশংসা করলেন ট্রাম্প

বিশ্বের সবচেয়ে জটিল কিছু সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রতিশ্রুতির প্রশংসা করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একইসঙ্গে ইউক্রেনকে স্বৈরশাসনের (রাশিয়ার পুতিন সরকার) বিরুদ্ধে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।

গতকাল বুধবার উইন্ডসর ক্যাসেলে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন রাজা।

এদিকে রাজার এ বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের প্রশংসা করে বলেন, এ সম্পর্ককে ‘বিশেষ’ শব্দ দিয়ে যথাযথভাবে বোঝানো যায় না।

ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।

উইন্ডসর ক্যাসলে ১৬০ অতিথির জন্য আয়োজিত জাঁকজমকপূর্ণ এ ভোজসভায় রাজার বক্তৃতায় দুই দেশের গভীর বন্ধন এবং সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ধরে রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

রাজা চার্লস বলেন, ‘আমাদের প্রিয় মূল্যবোধ রক্ষার জন্য আমাদের জনগণ একসঙ্গে লড়াই করেছে, প্রাণ দিয়েছে।’

ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।

ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজপ্রাসাদে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়

সম্পর্কিত নিবন্ধ