জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নে ওয়ার্ড কমিটি গঠন নিয়ে গতকাল রোববার বিকেলে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জেরে রাতে পুনট বাজারে দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। এতে দলীয় কার্যালয় সংলগ্ন চারটি দোকান ও একটি মোটরসাইকেল পুড়ে গেছে।

কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, হামলা ও ভাঙচুরকারীদের হাতে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ছিল। ওই ঘটনার পর গতকাল রাত ১১টার দিকে আবার দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়। এতে দলীয় কার্যালয় সংলগ্ন চারটি দোকান আগুনে পুড়ে যায়।

মিজানুর রহমান নামের এক দোকানমালিক বলেন, ‘দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। এতে দলীয় কার্যালয় সংলগ্ন চারটি দোকান পুড়েছে। এর মধ্যে আমার সার-কীটনাশক ও দুটি গুদাম পুড়েছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

মিজানুর রহমানের অভিযোগ, তারা রাত ১১টার দিকে নৈশপ্রহরীর মাধ্যমে দোকানঘরে আগুন লাগার খবর পাওয়ার পর কালাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে জানিয়েছেন। এক ঘণ্টা পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসেছে। ততক্ষণে মালামাল পুড়ে গেছে। ১৪৪ ধারা জারি থাকায় ফায়ার সার্ভিসের সদস্যরা আসতে টালবাহানা করেছে।

এমন অভিযোগ অস্বীকার করে কালাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়ে রাত ১২টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাই। একটি দলীয় কার্যালয় ও চারটি দোকানের আগুন নিভিয়েছি।’

আরও পড়ুনজয়পুরহাটে বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া, দলীয় কার্যালয়ে আগুন, ১৪৪ ধারা জারি১৯ ঘণ্টা আগে

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, পুনট ইউনিয়নে বিএনপির ওয়ার্ড কমিটি গঠন নিয়ে দলটির নেতা-কর্মীরা দ্বন্দ্বে জড়ান। আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছিল। রাতের বেলায় একটি দলীয় কার্যালয় ও দোকানে আগুন লেগেছিল। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছেন। এ ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এনপ র

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ