জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নে ওয়ার্ড কমিটি গঠন নিয়ে গতকাল রোববার বিকেলে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জেরে রাতে পুনট বাজারে দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। এতে দলীয় কার্যালয় সংলগ্ন চারটি দোকান ও একটি মোটরসাইকেল পুড়ে গেছে।

কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, হামলা ও ভাঙচুরকারীদের হাতে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ছিল। ওই ঘটনার পর গতকাল রাত ১১টার দিকে আবার দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়। এতে দলীয় কার্যালয় সংলগ্ন চারটি দোকান আগুনে পুড়ে যায়।

মিজানুর রহমান নামের এক দোকানমালিক বলেন, ‘দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। এতে দলীয় কার্যালয় সংলগ্ন চারটি দোকান পুড়েছে। এর মধ্যে আমার সার-কীটনাশক ও দুটি গুদাম পুড়েছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

মিজানুর রহমানের অভিযোগ, তারা রাত ১১টার দিকে নৈশপ্রহরীর মাধ্যমে দোকানঘরে আগুন লাগার খবর পাওয়ার পর কালাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে জানিয়েছেন। এক ঘণ্টা পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসেছে। ততক্ষণে মালামাল পুড়ে গেছে। ১৪৪ ধারা জারি থাকায় ফায়ার সার্ভিসের সদস্যরা আসতে টালবাহানা করেছে।

এমন অভিযোগ অস্বীকার করে কালাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়ে রাত ১২টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাই। একটি দলীয় কার্যালয় ও চারটি দোকানের আগুন নিভিয়েছি।’

আরও পড়ুনজয়পুরহাটে বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া, দলীয় কার্যালয়ে আগুন, ১৪৪ ধারা জারি১৯ ঘণ্টা আগে

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, পুনট ইউনিয়নে বিএনপির ওয়ার্ড কমিটি গঠন নিয়ে দলটির নেতা-কর্মীরা দ্বন্দ্বে জড়ান। আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছিল। রাতের বেলায় একটি দলীয় কার্যালয় ও দোকানে আগুন লেগেছিল। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছেন। এ ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এনপ র

এছাড়াও পড়ুন:

এলজিইডির প্রধান কার্যালয়সহ ৩৬ কার্যালয়ে একযোগে দুদকের অভিযান

রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান কার্যালয়সহ জেলা-উপজেলা পর্যায়ে ৩৬টি কার্যালয়ে একযোগে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে এই অভিযান শুরু হয়।

রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে দুদক।

এর আগে গত ১৬ এপ্রিল দেশের ৩৫টি সাবরেজিস্ট্রার কার্যালয়ে একযোগে অভিযান চালিয়েছিল দুদক। ঘুষ গ্রহণ, অনিয়ম, দুর্নীতি, গ্রাহকদের সেবা থেকে বঞ্চিত করা, অতিরিক্ত ফি আদায়সহ বিভিন্ন অভিযোগে এই অভিযান চালানো হয়েছিল।

সম্পর্কিত নিবন্ধ

  • এলজিইডির প্রধান কার্যালয়সহ ৩৬ কার্যালয়ে একযোগে দুদকের অভিযান