সোনারগাঁয়ে সরকারি ক্যানেল দখল করে সেট নির্মাণ
Published: 17th, February 2025 GMT
সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় সরকারি ক্যানেলের দখল করে সেট নির্মাণের অভিযোগ উঠেছে।
স্বৈরাচারী সরকারের পতনের পর বিভিন্ন মহল বিভিন্ন ভাবে লুটপাট, দখলদারিত্বের বানিজ্য শুরু হয়েছিল।তারই ধারাবাহিকতায় উপজেলার সাদীপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় সরকারি ক্যানেল দখল করে সেট নির্মাণের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি সরজমিনে গিয়ে দেখা যায়, বেড়িবাঁধের পর আমগাঁও এলাকায় একটি সরকারি খাল চলমান ছিল যা আমগাঁও বাজার পর্যন্ত গিয়ে সীমাবদ্ধ হয়।
এইখানে সরকারি ক্যানেলের উপর প্রভাবশালী একটি মহল সিমেন্টের পিলার দিয়ে সেট নির্মাণ করা হয়েছে। এই বিষয়ে এলাকার কেউই মুখ খুলতে রাজি হননি। শুধু এইটুকু জানা যায় যে স্থানে সেটি টি নির্মাণ করা হয়েছে এটি একটি সরকারি খালের উপর।
এই বিষয়টি জানতে চেয়ে সাদিপুর ইউনিয়ন ভুমি অফিসে যোগাযোগ করলে জানাযায় এইখানে একটি ক্যানেল রয়েছে।
উপজেলা সহকারী ভূমি অফিসার কাঁচপুর সার্কেল সাগুফতা মেহনাজ বলেন, তথ্য পেয়েছি বিস্তারিত জেনে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ সরক র
এছাড়াও পড়ুন:
পাকিস্তানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেও আইএসআই প্রধান মালিক
পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক। বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সরকারিভাবে দেশের প্রধান গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিককে নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) নিয়োগ দেওয়া হয়েছে। তিনি পাকিস্তানের দশম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
গত মঙ্গলবার মন্ত্রিসভা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, জেনারেল মালিক আইএসআই মহাপরিচালক হিসেবে তার বর্তমান পদেও বহাল থাকবেন।২০২৪ সালের সেপ্টেম্বর থেকে তিনি এই পদে রয়েছেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
তার এই নিয়োগের মাধ্যমে প্রথমবারের মতো একজন আইএসআই প্রধান একই সঙ্গে এনএসএ'র দায়িত্ব পেলেন। সম্প্রতি ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারতের সঙ্গে পাকিস্তানের সামরিক উত্তেজনার মধ্যে লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক নতুন দায়িত্ব পাওয়ার খবর এলো।
২০২২ সালের এপ্রিলে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই সরকার অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পাকিস্তানের এনএসএ পদটি শূন্য ছিল। সে সময় মঈদ ইউসুফ এনএসএ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।