নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের নতুন নেতৃত্বে দীপু ভূঁইয়া
Published: 19th, February 2025 GMT
নারায়ণগঞ্জ জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। এছাড়াও সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সোহেল সারোয়ার ও মোহাম্মদ আবু জাফর।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের বেয়ারার নির্বাচনে নির্বাচিত হন তারা। নির্বাচনের পর ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রবীর শিকদার। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালনা পর্ষদ (২০২৫-২০২৭) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ১৯জন প্রার্থী নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।
নির্বাচিত প্রার্থী তালিকা- জেনারেল গ্রুপ থেকে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, মোহাম্মদ আবু জাফর, মাহবুবুর রহমান স্বপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, গোলাম মুহাম্মদ কায়সার, মো.
এসোসিয়েট গ্রুপ থেকে মো. মোরশেদ সারোয়ার, সোহেল আক্তার, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, আলহাজ্ব মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মোস্তফা এমরানুল হক। ট্রেড গ্রুপ থেকে শ্রী বিকাশ চন্দ্র সাহা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচন বোর্ডের সভায় বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা তথ্যটি নিশ্চিত করেছেন। এর আগে, ৬ ফেব্রুয়ারি বৈধ ১৯ জন প্রার্থীর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষনা করা হয়েছিল। তফসিল অনুযায়ী ২২ ফেব্রুয়ারি নির্বাচন এর তারিখ ছিল। চূড়ান্ত প্রার্থীদের সাথে নির্বাচন বোর্ডের আলোচনার মাধ্যমে উক্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় মঙ্গলবার নির্বাচিত প্রার্থী তালিকা ঘোষনা করা হল। সভায় উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা, সদস্য মাহমুদ হোসেন, সদস্য স্বপন চৌধুরী ও নির্বাচন বোর্ডের সচিব হাবিবুর রহমান।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালনা পর্ষদ (২০২৫-২০২৭) নির্বাচনে নির্বাচন বোর্ডের সভায় বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা বলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র (২০২৫-২০২৭) ইং মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ১৯ জন প্রার্থী ব্যতীত অন্য কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় নির্বাচন বোর্ড সভায়, নির্বাচন বোর্ডের সকল সদস্যদের সম্মতিতে উক্ত ১৯ জন চূড়ান্ত প্রার্থীদের নির্বাচিত ঘোষনা করা হয়।
তিনি বলেন, বাণিজ্যমন্ত্রণালয় কর্তৃক, বাণিজ্য সংগঠন বিধিমালা অনুযায়ী পরিচালক পদে নির্বাচনের ৪৮ ঘন্টার মধ্যে পরিচালনা পরিষদ এর সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি উক্ত পরিচালনা পরিষদের সদস্যদের দ্বারা নির্বাচিত হলেন।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র (২০২৫-২০২৭) ইং মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে নবনির্বাচিত পরিচালকগণের সাথে আলোচনা করে, গতকাল ১৯ ফেব্রুয়ারি দুপুর ১২ টায় অফিস বেয়ারার (সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি) নির্বাচন অনুষ্ঠিত হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ র রহম ন সদস য
এছাড়াও পড়ুন:
জেলা প্রশাসককে ২৪’র শহীদদের স্মারক দিল জামায়াত
জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তার হাতে ২৪ এর জুলাই -আগস্ট আন্দোলনে শহীদদের স্মারক গ্রন্থসহ শহীদদের তথ্য ভিত্তিক ডকুমেন্টারি স্বারক দিলেন জামায়াত নেতৃবৃন্দ।
সোমবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা জেলা প্রশাসকের কার্যালয়ে জামায়াত নেতৃবন্দ এ স্বারক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী শাখার আমীর মাওলানা আবদুল জব্বার। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ জেলা আমীর জনাব মমিনুল হক সরকার, নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, এডভোকেট জাহাঙ্গীর দেওয়ান, এডভোকেট নিজাম উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, ২৪ এর জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে হাসিনা সরকারের নির্বিচারে ছাত্র- জনতার উপর হামলার ঘটনায় প্রায় ১৮ শত শাহাদাৎ বরণ করে, জামায়াত সেই সকল শহীদদের নিয়ে স্বারক গ্রন্থ তৈরী করে।