নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের নতুন নেতৃত্বে দীপু ভূঁইয়া
Published: 19th, February 2025 GMT
নারায়ণগঞ্জ জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। এছাড়াও সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সোহেল সারোয়ার ও মোহাম্মদ আবু জাফর।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের বেয়ারার নির্বাচনে নির্বাচিত হন তারা। নির্বাচনের পর ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রবীর শিকদার। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালনা পর্ষদ (২০২৫-২০২৭) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ১৯জন প্রার্থী নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।
নির্বাচিত প্রার্থী তালিকা- জেনারেল গ্রুপ থেকে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, মোহাম্মদ আবু জাফর, মাহবুবুর রহমান স্বপন, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, গোলাম মুহাম্মদ কায়সার, মো.
এসোসিয়েট গ্রুপ থেকে মো. মোরশেদ সারোয়ার, সোহেল আক্তার, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, আলহাজ্ব মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মোস্তফা এমরানুল হক। ট্রেড গ্রুপ থেকে শ্রী বিকাশ চন্দ্র সাহা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচন বোর্ডের সভায় বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা তথ্যটি নিশ্চিত করেছেন। এর আগে, ৬ ফেব্রুয়ারি বৈধ ১৯ জন প্রার্থীর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষনা করা হয়েছিল। তফসিল অনুযায়ী ২২ ফেব্রুয়ারি নির্বাচন এর তারিখ ছিল। চূড়ান্ত প্রার্থীদের সাথে নির্বাচন বোর্ডের আলোচনার মাধ্যমে উক্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় মঙ্গলবার নির্বাচিত প্রার্থী তালিকা ঘোষনা করা হল। সভায় উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা, সদস্য মাহমুদ হোসেন, সদস্য স্বপন চৌধুরী ও নির্বাচন বোর্ডের সচিব হাবিবুর রহমান।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালনা পর্ষদ (২০২৫-২০২৭) নির্বাচনে নির্বাচন বোর্ডের সভায় বোর্ডের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা বলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র (২০২৫-২০২৭) ইং মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ১৯ জন প্রার্থী ব্যতীত অন্য কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় নির্বাচন বোর্ড সভায়, নির্বাচন বোর্ডের সকল সদস্যদের সম্মতিতে উক্ত ১৯ জন চূড়ান্ত প্রার্থীদের নির্বাচিত ঘোষনা করা হয়।
তিনি বলেন, বাণিজ্যমন্ত্রণালয় কর্তৃক, বাণিজ্য সংগঠন বিধিমালা অনুযায়ী পরিচালক পদে নির্বাচনের ৪৮ ঘন্টার মধ্যে পরিচালনা পরিষদ এর সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি উক্ত পরিচালনা পরিষদের সদস্যদের দ্বারা নির্বাচিত হলেন।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র (২০২৫-২০২৭) ইং মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে নবনির্বাচিত পরিচালকগণের সাথে আলোচনা করে, গতকাল ১৯ ফেব্রুয়ারি দুপুর ১২ টায় অফিস বেয়ারার (সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি) নির্বাচন অনুষ্ঠিত হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ র রহম ন সদস য
এছাড়াও পড়ুন:
নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে সিদ্ধিরগঞ্জে মহিলাদলের উঠান বৈঠক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা ৬নং ওয়ার্ড মহিলাদলের উদ্যোগে “নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ” শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা মহিলাদলের সহ-সভাপতি ও সোনারগাঁও উপজেলা মহিলাদলের সভাপতি সালমা আক্তার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আল মুজাহিদ মল্লিক।
বক্তব্যে মোঃ আল মুজাহিদ মল্লিক বলেন,“দেশে আজ নারী নিরাপত্তা ও মর্যাদা চরমভাবে হুমকির মুখে। বিএনপি ক্ষমতায় গেলে নারীর মর্যাদা রক্ষা, শিক্ষা ও কর্মসংস্থানে সমান সুযোগ নিশ্চিত করা হবে। তারেক রহমানের ৩১ দফা রূপরেখায় নারীর ক্ষমতায়ন একটি অগ্রাধিকারভিত্তিক প্রতিশ্রুতি, যা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।”
সভাপতির বক্তব্যে সালমা আক্তার বলেন, “নারীরা সমাজ ও রাষ্ট্র গঠনের অগ্রভাগে থাকবে—এটাই বিএনপির অঙ্গীকার। নারী সমাজকে সংগঠিত ও সচেতন করে তুলতে মহিলাদল মাঠে কাজ করে যাচ্ছে।”
এসময় সিদ্ধিরগঞ্জ থানা ৬নং ওয়ার্ড মহিলাদলের নেত্রীবৃন্দসহ স্থানীয় নারী কর্মীরা উপস্থিত ছিলেন।