বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ
Published: 19th, February 2025 GMT
বয়লারের টিউব ফেটে যাওয়ায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন কার্যক্রম। এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে ফেরা সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠরা। হঠাৎ করে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় উত্তরাঞ্চলে বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে।
কেন্দ্রের প্রকৌশলীরা জানান, বড়পুকুরিয়া খনির কয়লা দিয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্রে ৩টি ইউনিট পরিচালিত হয়ে আসছিল। এগুলোর উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। যান্ত্রীক ক্রটির কারনে ২০২০ সাল থেকে ২ নম্বর ইউনিটটি বন্ধ ছিল। দুইটি ইউনিট চলমান থাকলেও গত ১৫ ফেব্রুয়ারী ৩ নম্বর ইউনিটটির বিয়ারিং ভেঙ্গে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়। এক মাত্র চলমান ১নম্বর ইউনিটটির বয়লার টিউব ফেটে যাওয়ায় বুধবার সন্ধায় তা বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
বিদ্যুৎ উৎপাদনের সময় এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে বয়লারে। এটি ঠান্ডা না হওয়া পর্যন্ত মেরামতের কাজ শুরু করা সম্ভব হবে না বলে জানা গেছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিপিএলে দল নিতে চান আইসিসির দুর্নীতি দমন বিভাগের ‘রেড ফ্ল্যাগ’ তালিকায় থাকারাও
আসন্ন দ্বাদশ বিপিএলের ফ্র্যাঞ্চাইজি নিতে ১১টি প্রতিষ্ঠান আগ্রহ দেখালেও প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারায় তিনটি প্রতিষ্ঠানের আগ্রহ বাতিল করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বাকি আটটি প্রতিষ্ঠানের সব যে ফ্র্যাঞ্চাইজি পাবে, তা–ও নয়। এক-দুটি প্রতিষ্ঠানে থাকা মালিকদের মধ্যে দু-একজন তো আইসিসির দুর্নীতি দমন বিভাগের ‘রেড ফ্ল্যাগ’ধারী বলেও জানা গেছে।
বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল