ঢাবিতে শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
Published: 20th, February 2025 GMT
সিলেটের এমসি কলেজে শিক্ষার্থীর উপর হামলা ও রগকাটার প্রচেষ্টা এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের ডাস চত্বর থেকে শুরু হয়ে ভিসি চত্বর ঘুরে পুনরায় ডাস চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা ‘রগকাটা রাজনীতি, চলবে না চলবে না’, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাইয়ের রক্ত ঝরে, প্রশাসন কী করে’, ‘সিলেটে হামলা কেন, প্রশাসন জবাব চাই’ প্রভৃতি স্লোগান দেন।
সমাবেশে ঢাবি ছাত্রদল সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, “কেউ যদি বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের চেতনা ভূলুণ্ঠিত করতে চাই, তাহলে ছাত্রদল অতীতে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে সেভাবেই রুখে দাঁড়াবে।”
সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, “কুয়েটের উপাচার্যের ওপর একদল শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের বেশ ধরে হামলা করেছে। আমি একজন শিক্ষার্থী হিসেবে এ ঘটনার তীব্র নিন্দা জানাই। ৫ আগস্টের ঐক্য বিনষ্ট করতে একটি গুপ্ত সংগঠন উঠে পড়ে লেগেছে।”
তিনি বলেন, “সিলেটের এমসি কলেজের এক শিক্ষার্থী ফেসবুকে ৫ আগস্টের পরে গুপ্ত রাজনীতি বন্ধ করে প্রকাশ্যে রাজনীতি করতে পোস্ট দিয়েছিল। এরপর সেই শিক্ষার্থীকে হামলা করে শিবির। সেই শিক্ষার্থী হয়তো ভালোর জন্যই বলেছিল। কিন্তু শিবির তার উপর রগ কাটার মতো কর্মকাণ্ডের চেষ্টা চালিয়েছে।”
তিনি আরও বলেন, “আপনারা একাত্তরের পরাজিত শক্তি হলেও আমরা ভেবেছিলাম ৫ আগস্টের পরে একাত্তরের জন্য ক্ষমা চেয়ে সুষ্ঠুধারার রাজনীতি করবেন। কিন্তু তা করেননি। আপনারা এখন সংগঠনের দোকান খুলে বসেছেন।”
সভাপতি বলেন, “গত জুলাই আন্দোলনে একটি ব্যানার নেতৃত্ব দিয়েছে। সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্রদল বীরত্বের সঙ্গে নেতৃত্ব দিয়েছে। সেই ব্যানারের নেতৃত্ব এখন জাতীয় ফিগার হয়ে গিয়েছেন। লাগাম টেনে কথা বলুন। ৫ আগস্টের পরে আমরা ক্রেডিট নিতে যাইনি। আপনারাও ক্রেডিট নেবেন না।”
ঢাকা/সৌরভ/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ৫ আগস ট র ছ ত রদল র জন ত
এছাড়াও পড়ুন:
লাকসামে অস্ত্রের মুখে এতিমখানার ৫ গরু লুট, আহত ৮
কুমিল্লার লাকসামে একটি এতিমখানার খামার থেকে গত শুক্রবার পাঁচটি গরু লুট করে নিয়ে গেছে ডাকাত দল। এ সময় তাদের হামলায় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ আটজন আহত হন। মাদরাসা কর্তৃপক্ষ থানায় মামলা করেছে।
গত শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে উপজেলার আজগরা ইউনিয়নের বড়বাম আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদরাসা ও এর সংলগ্ন এতিমখানার খামারে ঘটনাটি ঘটে। তিন মাস আগেও এই খামারের সাতটি গরু লুট করেছিল ডাকাতরা।
আরো পড়ুন:
খুলনায় বিএনপি নেতার অফিসে বোমা-গুলি, শিক্ষক নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলা: গুলিবিদ্ধ যুবকের মৃত্যু
সোমবার (৩ নভেম্বর) সকালে ঘটনাটি জানাজানি হয়।
এলাকাবাসী জানান, মাদরাসার আয় এই খামারের মাধ্যমে হয়। তিন মাসের ব্যবধানে দুই দফা ডাকাতি হওয়ায় শিক্ষক ও ছাত্রদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। খামারের বড় গরুগুলো লুট হয়ে যাওয়ায় এক পাশ ফাঁকা পড়ে আছে। বর্তমানে খামারে ১১টি গরু অবশিষ্ট রয়েছে।
খামারের সামনে পড়ে আছে ডাকাত দলের ব্যবহৃত তুষের বস্তা, যা দিয়ে গরুগুলো পিকআপ ভ্যানে তোলে তারা। গরু উদ্ধার এবং ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মামলার বাদী এবং মাদরাসার শিক্ষক ইমরান হোসাইন জানান, গত শুক্রবার ভোরে একদল ডাকাত দুটি পিকআপ ভ্যান নিয়ে এসে অস্ত্রের মুখে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের জিম্মি করে। শিক্ষকদের মারধর করে তাদের মোবাইল ফোন নিয়ে যায় ডাকাতরা। তারা খামারে ঢুকে কেয়ারটেকার উৎসব হোসেনকে বেঁধে একে একে পাঁচটি গরু পিকআপ ভ্যানে তুলে নেয়। শিক্ষক ও ছাত্রদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়।
মাদরাসার প্রতিষ্ঠাতা শরীফুল আলম খন্দকার জানান, খামারের আয়ের ওপর ভিত্তি করে মাদরাসার কার্যক্রম চলে। তিন মাস আগেও এই খামারের সাতটি গরু নিয়ে যায় ডাকাতরা।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, “লুট হওয়া গরু উদ্ধার এবং ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। মাদরাসার শিক্ষক ইমরান হোসাইন বাদী হয়ে থানায় মামলা করেছেন।”
ঢাকা/রুবেল/মাসুদ