চট্টগ্রামে থানা কম্পাউন্ডের ভেতর থেকে এক আসামির স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিয়ে উধাও হয়ে গেছেন এক প্রতারক। আজ রোববার বিকেলে নগরের খুলশী থানায় এই ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী নারী রেশমি আক্তার আজ বিকেলে খুলশী থানার সামনে প্রথম আলোকে বলেন, তিন মাস আগে খুলশী থানার একটি ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন তাঁর স্বামী মো.

ইউসুফ। আজ মামলার হাজিরার দিনে তাঁর স্বামীকে আদালতে হাজির করা হয় কারাগার থেকে। স্বামীর সঙ্গে আদালতে দেখা হওয়ার পর গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁর সঙ্গে কথা বলেন। ওই ব্যক্তি বলেন, ডিএনএ প্রতিবেদনে তাঁর স্বামীর কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। প্রতিবেদনটির জন্য রেশমি আক্তার, তাঁর স্বামীর বড় বোনকে নিয়ে ওই প্রতারকের সঙ্গে খুলশী থানায় যান। সেখানে ওই প্রতারক রেশমিকে থানা কম্পাউন্ডের ভেতর কর্তব্যরত অফিসারের কক্ষের সামনে থাকা চেয়ারে বসিয়ে রাখেন। বেলা তিনটার দিকে রেশমি ও তাঁর স্বামীর বোন বাসা থেকে নিয়ে আসা খাবার খান ওই চেয়ারে বসে। পরে চেয়ারে ভ্যানিটি ব্যাগ রেখে থানার নিচতলায় হাত ধুতে যান তাঁরা। এরই ফাঁকে চেয়ারে থাকা ব্যাগটি নিয়ে উধাও হয়ে যান ডিবি পরিচয় দেওয়া ওই ব্যক্তি।

রেশমি আক্তার আরও বলেন, ব্যাগের ভেতর তাঁর ১৫ হাজার টাকা, জাতীয় পরিচয়পত্র ও দুটি মুঠোফোন ছিল। রেশমির দাবি, তাঁর স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এ কারণে ডিএনএ প্রতিবেদনে কিছু পাওয়া যায়নি বলায় তাঁর বিশ্বাস হয়েছে। তাই ডিবি পরিচয় দেওয়া ব্যক্তির সঙ্গে থানা যান।

জানতে চাইলে খুলশী থানার এসআই নুরুল ইসলাম সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, থানায় থাকা সিসি ক্যামেরায় দেখা গেছে, এক ব্যক্তি ওই নারীর ভ্যানিটি ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছেন। ওই ব্যক্তিকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যে সাত ধরনের খাবার খেলে ৭০ বছর বয়সেও থাকবেন তরুণ

গত মার্চ মাসে ‘নেচার মেডিসিন’ জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, উদ্ভিজ্জ খাবার খেলে বয়সজনিত জটিলতার হার কমে। গবেষণাটির জন্য বেছে নেওয়া হয়েছিল ৭০ বছর বা তার বেশি বয়সী সুস্থ ব্যক্তিদের। অর্থাৎ যাঁদের দীর্ঘমেয়াদি কোনো শারীরিক বা মানসিক সমস্যা নেই। ৩৯–৬৯ বছর বয়সী ১ লাখ ৫ হাজার ব্যক্তিকে ৩০ বছর ধরে পর্যবেক্ষণ করেছিলেন গবেষকেরা। মধ্যবয়সে খাদ্যাভ্যাস কীভাবে তাঁদের পরবর্তী বছরগুলোর সুস্থতাকে প্রভাবিত করেছে, সেটিই দেখা হয়েছে সেই গবেষণায়।

সুস্থ থাকার সম্ভাবনা কতটা

গবেষণায় অংশগ্রহণকারী ব্যক্তিদের খাদ্যাভ্যাসের ভিত্তিতে নির্দিষ্ট স্কোর দেওয়া হয়েছে। এই স্কোর হার্ভার্ডের উদ্ভাবিত অল্টারনেটিভ হেলদি ইটিং ইনডেক্সের সঙ্গে সম্পর্কিত। ‘হার্ভার্ড হেলথ পাবলিশিং’ অনুসারে, যাঁদের এই স্কোর সবচেয়ে বেশি ছিল, ৭০ বছর বয়সে পৌঁছাতে পৌঁছাতে তাঁদের সুস্থ থাকার সম্ভাবনা বেড়েছে ৮৬ শতাংশ; ৭৫ বছর বয়সে সুস্থ থাকার সম্ভাবনা বেড়েছে ২ দশমিক ২ গুণ। বুঝতেই পারছেন, এই অল্টারনেটিভ হেলদি ইটিং ইনডেক্সই দীর্ঘমেয়াদি সুস্থতায় ইতিবাচক ভূমিকা রেখেছে।
কী আছে হার্ভার্ডের এই খাদ্যভ্যাসে, যা দীর্ঘদিন তারুণ্য ধরে রাখতে সহায়ক? চলুন, জেনে নেওয়া যাক।

বাদামের পুষ্টিগুণ অনেক

সম্পর্কিত নিবন্ধ