জামান টাওয়ারে অগ্নিকাণ্ড: কাজ করেনি ভবনটির ফায়ার সেফটি
Published: 26th, February 2025 GMT
রাজধানীর নয়াপল্টনে জামান টাওয়ারে অগ্নিকাণ্ড ঘটেছে। ভবনটিতে ফায়ার সেফটি থাকলেও তা সঠিকভাবে কাজ করেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টায় জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণ আসার পর ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন।
তিনি বলেন, ‘‘ভোর ৫টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পাই আমরা। ঝুঁকি বিবেচনায় ১৪টি ইউনিট আনা হয়। ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৫টি ইউনিটের কাজ করতে হয়নি। দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’’
ছালেহ উদ্দিন বলেন, ‘‘জামান টাওয়ারে সেন্ট্রাল এসি ছিল। পুরোটা কম্বাইন্ড গ্লাস দিয়ে ঢাকা। ভেল্টিনেশনে সমস্যা ছিল। ভবনটির ছয়তলায় ঢাকা রেস্টুরেন্ট নামের একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ছয়তলা থেকে ইলেকট্রনিক ডার্ক প্যান দিয়ে আগুন উপরে যায় এবং ছড়িয়ে পড়ে।’’
তিনি বলেন, ‘‘আগুনের মাত্রা উপরে ছিল কম, তবে ধোঁয়া ছিল প্রচুর। ভেল্টিনেশনের সমস্যার কারণে ৭, ৮, ৯ ও ১০ তলায় আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। বৈদ্যুতিক ডার্ক লাইন ও সিঁড়িতেও ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা প্রথমে বাইরে থেকে টিটিএল দিয়ে পানি দেন। এরপর ভবনের ভেতরে ঢুকে পানি দিয়ে অগ্নিনির্বাপণ করেন।’’
বারবার কেন জামান টাওয়ারে অগ্নিকাণ্ড? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ছালেহ উদ্দিন বলেন, ‘‘বিষয়টি খতিয়ে দেখা হবে।’’
আজকের ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, ‘‘১০ তলা থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।’’
ঢাকা/রায়হান/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ভবনের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেল গাড়ি, চালক অক্ষত হলেও নিহত ৪
যুক্তরাষ্ট্রের ইলিনয়ে একটি গাড়ি দ্রুত বেগে একটি ভবনের ভেতর ঢুকে পড়লে শিশুসহ চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। যে ভবনটিতে গাড়ি ঢুকে পড়েছিল, সেটি ক্যাম্প হিসেবে ব্যবহার করা হতো।
পুলিশ বলেছে, ওয়াইএনওটি আফটার স্কুল ক্যাম্পে ওই ঘটনায় নিহত ব্যক্তিদের বয়স ৪ থেকে ১৮ বছর।
স্থানীয় সময় গতকাল সোমবার বিকেলে ইলিনয়ের চ্যাথাম গ্রামে একটি গাড়ি দ্রুতগতিতে এসে ভবনটির এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। কেউ ইচ্ছা করে এ কাজ করেছেন, নাকি এটি দুর্ঘটনা ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।
ইলিনয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল স্থানীয় সময় বেলা সাড়ে তিনটার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। গাড়ির ধাক্কায় মারা পড়া তিনজনের মৃতদেহ ভবনের বাইরে পড়ে ছিল। আরেকটি মৃতদেহ ভবনের ভেতরে পাওয়া গেছে।এ ঘটনার পর হতাহতদের অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইলিনয় অঙ্গরাজ্য পুলিশ বলেছে, গাড়িচালক অক্ষত আছেন। তবে পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ইলিনয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল স্থানীয় সময় বেলা সাড়ে তিনটার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। গাড়ির ধাক্কায় মারা পড়া তিনজনের মৃতদেহ ভবনের বাইরে পড়ে ছিল। আরেকটি মৃতদেহ ভবনের ভেতরে পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইলিনয়ের গভর্নর জে বি প্রিটজকার বলেছেন, তাঁর প্রশাসন থেকে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।