ফরিদপুরের সদরপুরে ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে মো. মাহফুজ মাতুব্বর নামে (১৭) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোয়ালন্দ-তারাইল সড়কের সদরপুর মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত মাহফুজ ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের কোষা ভাঙ্গা গ্রামের ফরহাদ মাতুব্বরের ছেলে। সে সদরপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গোয়ালন্দ-তারাইল সড়কের সদরপুর মহিলা কলেজের সামনে একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খালে পড়ে যায়। ওই সময় এলাকাবাসী আহতের উদ্ধার করে সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক সামিনা তাসমিন জেরিন মাহফুজকে মৃত ঘোষণা করেন। পরে আহত অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন, ফারুক হোসেন (২৫), ইব্রাহিম (৪২), সাদিয়া জাহান (১৯), শাহজাহান (৪৮), আল আমিন(২১)। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে মাহফুজ ও তার সহপাঠীরা সদরপুরে প্রাইভেট পড়ার জন্য জন্য যাচ্ছিল। মাহফুজের অকাল মৃত্যুতে তার পরিবার ও সহপাঠীরা গভীরভাবে শোকাহত। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবার ও স্বজনদের আহাজারিতে এলাকা ভারি হয়ে উঠেছে।

এ বিষয়ে সদরপুর থানা অফিসার ইনচার্জ মো.

আ. মোতালেব বলেন, অটোটি থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন সদরপ র পর ব র

এছাড়াও পড়ুন:

১০ টাকায় ইলিশ বিতরণ, জনতার চাপে ‘মাফ চেয়ে’ এলাকা ছাড়ালেন ‘এমপি প্রার্থী’

ফরিদপুরে সদরপুর উপজেলায় মাত্র ১০ টাকায় ইলিশ মাছ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন রায়হান জামিল নামের এক ব্যক্তি। কিন্তু বিতরণের জন্য যে পরিমাণ মাছ তিনি এনেছিলেন, তার থেকে লোকসংখ্যা কয়েক গুণ বেশি হয়। সবাইকে মাছ দিতে না পেরে জনতার বিক্ষোভের মুখে কোনোরকমে এলাকা ছাড়েন তিনি।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে। তিনি ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর ৪ আসনের একজন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে এলাকায় তৎপরতা চালাচ্ছিলেন। এরই অংশ হিসেবে ‘জনগণের মন জয় করার জন্য’ তিনি ১০ টাকায় ইলিশ মাছ বিক্রির উদ্যোগ নিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রায়হান জামিল ‘স্বতন্ত্র প্রার্থী’ পরিচয় দিয়ে সপ্তাহখানেক আগে সদরপুরের বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটান। তাতে তিনি লেখেন, ১০ টাকায় ইলিশ মাছ দেবেন। আজ মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ব জাকের মঞ্জিল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এই ইলিশ দেওয়ার কথা। এ খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার সকাল থেকে শত শত মানুষ জাকের মঞ্জিল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ভিড় জমান। বিতরণ শুরুর একপর্যায় মাছ ফুরিয়ে যায়। তখন মাছ নিতে না পারা লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে রায়হান জামিল পালিয়ে আত্মরক্ষা করেন।

‘স্বতন্ত্র এমপি প্রার্থী’ পরিচয়ে ১০ টাকায় ইলিশ বিতরণ করতে যাওয়া রায়হান জামিল

সম্পর্কিত নিবন্ধ

  • ১০ টাকায় ইলিশ খাওয়াতে গিয়ে তোপের মুখে ‘এমপি প্রার্থী’ জামিল
  • ১০ টাকায় ইলিশ বিতরণ, জনতার চাপে ‘মাফ চেয়ে’ এলাকা ছাড়ালেন ‘এমপি প্রার্থী’
  • ভাঙ্গায় বিএনপির শান্তিমিছিল, শনিবার পর্যন্ত আন্দোলন স্থগিত