ঠাকুরগাঁওয়ে দৈনিক দেশবাংলার প্রতিনিধি সংবাদকর্মী মামুনের ওপর নৃশংস হামলার অভিযোগে বিএনপি নেতা জুবায়দুলকে বহিষ্কার করা হয়েছে। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কার আদেশ প্রদান করা হয়। 

এতে বলা হয়, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ঠাকুরগাঁও জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রুহিয়া থানাধীন আখানগর ইউনিয়ন শাখা বিএনপির সহ-সভাপতি মো.

জবায়দুল হক চৌধুরীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় সাংগঠনিক সকল পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হলো।”

আদেশে আরো বলা হয়- “এই বহিষ্কার আদেশ অদ্য হতে কার্যকর হবে এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হলো।” 

এর আগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার আখানগর ইউনিয়নের কালিবাড়ি বাজারে সাংবাদিক মামুন অর রশিদের উপর জবায়দুল হক চৌধুরীর নেতৃত্বে সন্ত্রাসী হামলা চালানো হয়। বর্তমানে তিনি ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় তিনি রুহিয়া থানার একটি মামলায় দায়ের করেন। 

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন, “সাংবাদিক মামুনের উপর হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান আছে।”

ঢাকা/হিমেল/এস 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ

এছাড়াও পড়ুন:

ডিএইচএস মোটরস দেশে আনল চীনের ‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি

ডিএইচএস মোটরস লিমিটেড তার পোর্টফোলিওতে যুক্ত করেছে আরেকটি আন্তর্জাতিক ব্র্যান্ড চীনের ‘জিএসি’। জিএসি চীনের পঞ্চম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা। নিজস্ব গাড়ির পাশাপাশি জিএসি চীনে হোন্ডা এবং টয়োটা গাড়ির যৌথ উদ্যোগ অংশীদার।

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা মোটর শোতে এ খ্যাতনামা ব্র্যান্ড উদ্বোধন করা হয়।

বাংলাদেশে জিএসির যে মডেলগুলো সরবরাহ করা হচ্ছে, সেগুলো হলো— কমপ্যাক্ট এসইউভি জিএসি EMKOO, ছোট ও স্পোর্টি এসইউভি জিএসি EMZOOM এবং বিলাসবহুল এমপিভি জিএসি E9।

বাংলাদেশের বাজারে জিএসি উদ্বোধনের মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পকে আরো শক্তিশালী করল ডিএইচএস মোটরস লিমিটেড।

অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে ডিএইচএস মোটরস লিমিটেড জিএসির ইভি মডেল যুক্ত করে তাদের মডেল লাইনআপ বাড়ানোর পরিকল্পনা করছে। এছাড়া, ডিএইচএস খুব শিগগিরই দেশে জিএসি গাড়ির অ্যাসেম্বলি শুরু করার পরিকল্পনা করছে।

অনুষ্ঠানে ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, জেনারেল ম্যানেজার আরমান রশীদ ও ফারহান সামাদ, জিএসির কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝাউ, রেমন ওয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত নিবন্ধ