এক মাসের ছুটিতে মেয়েরা, কোচ চেয়েছিলেন ‘ছোট্ট বিরতি’
Published: 3rd, March 2025 GMT
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে আজ দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। পবিত্র রমজান ও ঈদুল ফিতর সামনে রেখে তাদের প্রায় এক মাস ছুটি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু এত লম্বা সময়ের জন্য মেয়েরা ছুটিতে যাক, চান না কোচ পিটার বাটলার।
নতুনদের নিয়ে যে ছন্দে এগিয়ে যাচ্ছেন তিনি, সেটাতে কোনো হেরফের চাইছেন না কোচ। গতকাল প্রথম আলোকে তেমনটাই বললেন এই ইংলিশ কোচ, ‘ছোট্ট একটা বিরতির পর অনুশীলন শুরু করা যেত। এই মুহূর্তে দল যে ছন্দ রয়েছে, সেটা ধরে রাখা জরুরি।’
আরও পড়ুনআর্জেন্টিনার প্রাথমিক দলে ‘নতুন মেসি’ এচেভেরি৩ ঘণ্টা আগেবাফুফে চাইছে রোজায় ক্যাম্প চালু না রাখতে। একেবারে ঈদের পর মেয়েদের ক্যাম্প শুরু করতে চায় ফেডারেশন। আজ বিকেলে বাফুফে ভবনে মেয়েদের সঙ্গে আলোচনা করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
আসুন ধৈর্য ধরি, উন্নতি করি, ভবিষ্যৎ পরিকল্পনা সাজাই, ফুটবল এই মেয়েদের হাত ধরেই এগোবেপিটার বাটলার, বাংলাদেশ নারী ফুটবল দলের কোচআমিরাত সফরের দুই হার নিয়ে খুব একটা হতাশ নন বাফুফের প্রধান। উল্টো পরবর্তী টুর্নামেন্টের প্রস্তুতি নেওয়ার কথাই বলেছেন তাবিথ, ‘আমরা পরে তোমাদের জানিয়ে দেব কবে ক্যাম্প শুরু হবে। পুরো ৫৫ জনের স্কোয়াড নিয়েই অনুশীলন শুরু করব। ওখান থেকে অনেকেই ম্যাচ খেলব। এরপর তো এএফসি বাছাই। আমরা যদি সেখানে কোয়ালিফাই করি তাহলে তো পরবর্তী মার্চেই খেলা।’
নারী ফুটবল দলের খেলোয়াড় শাহিদা আক্তারের সঙ্গে হাত মেলাচ্ছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ টবল
এছাড়াও পড়ুন:
বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে গবেষণা পুরস্কার এবং লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের আবেদন করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগ ‘রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার’ ও ‘রাজ্জাক শামসুন নাহার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইন ফিজিক্স’ প্রদানের জন্য দেশের পদার্থবিজ্ঞানী ও গবেষকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
কোন সালের জন্য পুরস্কার —ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগে প্রতিষ্ঠিত ট্রাস্ট ফান্ড থেকে ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২১ সালের গবেষণা কাজের জন্য এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
পুরস্কার মল্যমান কত —১. পদার্থবিজ্ঞান বিষয়ে মৌলিক গবেষণার জন্য পুরস্কার পাওয়া গবেষককে রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার হিসেবে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হবে।
২. পদার্থবিজ্ঞান বিষয়ে আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে একজন বিজ্ঞানী বা গবেষককে নগদ ৫০ হাজার টাকা মূল্যের রাজ্জাক শামসুন নাহার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ —আগ্রহী প্রার্থীদের আগামী ১৮ ডিসেম্বর ২০২৫ সালের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) বরাবর আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের সঙ্গে জমা দিতে—আবেদনকারীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তিন কপি আবেদনপত্র, তিন প্রস্থ জীবনবৃত্তান্ত, তিন প্রস্থ গবেষণাকর্ম এবং তিন কপি ছবি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
দরকারি তথ্য—১. জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে প্রকাশিত গবেষণাকর্ম পুরস্কারের জন্য বিবেচিত হবে।
২. যৌথ গবেষণা কাজের ক্ষেত্রে গবেষণা পুরস্কারের অর্থ সমান হারে বণ্টন করা হবে। এ ক্ষেত্রে সহযোগী গবেষক বা গবেষকের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।
৩. আবেদনকারী যে বছরের জন্য আবেদন করবেন পাবলিকেশন ওই বছরের হতে হবে।
৪. একই পাবলিকেশন দিয়ে পরবর্তী বছরের জন্য আবেদন করা যাবে না।
৫. কোন কারণে একজন প্রার্থী পুরস্কারের জন্য আবেদন করলে প্রার্থিতার স্বল্পতা বিবেচনা করে তাঁর আবেদন বিবেচনা করা হবে।
৬. পরীক্ষক তাঁর গবেষণা কাজের পুরস্কারের জন্য সুপারিশ না করলে তাঁকে পুরস্কারের বিষয়ে বিবেচনা করা হবে না।
৭. পদার্থবিজ্ঞানে রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার একবার প্রাপ্ত গবেষকও পরবর্তী সময়ে আবেদন করতে পারবেন।
৮. নতুন গবেষককে অগ্রাধিকার দেওয়া হবে।
৯. যদি মানসম্মত গবেষণা কাজ না পাওয়া যায়, সে ক্ষেত্রে পূর্বের পুরস্কার পাওয়া গবেষকের নতুন গবেষণা কাজের পুরস্কারের জন্য পরীক্ষকের সুপারিশের ভিত্তিতে বিবেচনা করা হবে।
# আবেদন জমা দেওয়ার ঠিকানা: প্রো-উপাচার্য (শিক্ষা), ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।