জমি হারানোর ভয় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার
Published: 3rd, March 2025 GMT
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে অর্জিত অর্থ ও পেনশনের টাকা দিয়ে রাজধানীর মিরপুরের পল্লবীর ইস্টার্ন হাউজিং দ্বিতীয় পর্ব এলাকায় ১৬ শতাংশ জমি কিনেছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। কষ্টার্জিত টাকায় কেনা এই জমির ওপর স্থানীয় কিছু ভূমিদস্যু ও সন্ত্রাসীর কুদৃষ্টি পড়েছে। জমি ছেড়ে দিতে প্রতিনিয়ত তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন পল্লবীর বাসিন্দা জাহাঙ্গীর হোসেন।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন জাহাঙ্গীর হোসেন। তিনি দাবি করেন, ২০১৮ সাল নুরজাহান বেগম নামের একজনের কাছ থেকে ৬৪ লাখ ৬০ হাজার টাকায় ওই জমি কিনেছিলেন তিনি। এক বছর পর জমির নামজারি কর ও খাজনা পরিশোধও করেন। কিন্তু ২০২৩ সাল মিরপুর এলাকার ভূমিদস্যু ও বিভিন্ন মামলার আসামি বায়জিদ, আশরাফ উদ্দিন, তাজউদ্দিন ও মারুফসহ কয়েকজন জমিটিকে নিজেদের দাবি করে দখলে নেওয়ার চেষ্টা করে। জমি ছেড়ে দিতে তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকিও দেয়।
তিনি বলেন, এই ঘটনায় ২০২৩ সালেই তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে এসি-ল্যান্ডের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদালত জমিতে বায়জিদদের প্রবেশ রহিত করেন। কিন্তু তারা আদালতের রায় না মেনে জমিতে প্রবেশ ও দখলের চেষ্টা করলে আবারও আদালতে ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা করেন। অন্যদিকে বায়জিদ ও আশরাফরা তাকে হয়রানি করতে ভুয়া কাগজপত্র নিয়ে তার নামজারির বিরুদ্ধে এসি-ল্যান্ডের কাছে রিভিউ মামলা করেন।
জাহাঙ্গীর আরও জানান, উভয়পক্ষের মামলা চলমান থাকলেও উল্লেখিত ভূমিদস্যুরা বর্তমানে তাকে বিভিন্নভাবে আমাকে হত্যা ও মামলার ভয় দেখাচ্ছেন। এমতাবস্থায় তিনি প্রাণনাশের আশঙ্কা করছেন এবং এ বিষয়ে সরকারের কাছে প্রতিকার চাইছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেনের বন্ধু সালাউদ্দিন, জাহাঙ্গীর আলম, মনির হোসেন ও সিরাজুল ইসলাম।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
২০২৬ এশিয়ান গেমসেও থাকছে ক্রিকেট
যথারীতি ২০২৬ সালের এশিয়ান গেমসেও জায়গা করে নিয়েছে ক্রিকেট ইভেন্ট। জাপানের আয়চি-নাগোয়া অঞ্চলে ২০২৬ সালের ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই গেমসে ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করেছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ)। আয়চি প্রিফেকচারে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। তবে এখনো ভেন্যু চূড়ান্ত হয়নি।
সোমবার (২৮ এপ্রিল) নাগোয়া সিটি হলের ৪১তম (আইনগক) বোর্ড সভায় ক্রিকেট ও মিক্সড মার্শাল আর্টসকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ওসিএ।
এশিয়ান গেমসে এ নিয়ে চতুর্থবারের মতো ক্রিকেট অন্তর্ভুক্ত হলো। এর আগে ২০১০ সালে চীনের গুয়াংজু ও ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ার ইনচিওনে অনুষ্ঠিত হয়েছিল ক্রিকেট ইভেন্ট। যদিও সেগুলো আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। তবে ২০২৩ সালে চীনের হাংজুতে ক্রিকেট ফেরার পর সেই আসরের ম্যাচগুলোকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
আরো পড়ুন:
সাকিবের আগে মিরাজের অসাধারণ ডাবল
মিরাজের জোড়া আঘাতে ব্যাকফুটে জিম্বাবুয়ে
২০২৩ সালের আসরে পুরুষ বিভাগে সোনা জেতে ভারত, রৌপ্য আফগানিস্তান ও ব্রোঞ্জ পায় বাংলাদেশ। নারী বিভাগেও ভারত ও বাংলাদেশ যথাক্রমে সোনা ও ব্রোঞ্জ জেতে। আর রৌপ্য পায় শ্রীলঙ্কা। এছাড়াও দুই বিভাগে অংশ নেয় পাকিস্তান, নেপাল, মালদ্বীপ, মঙ্গোলিয়া, হংকং, জাপান, কম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া।
অন্যদিকে, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেও পুরুষ ও নারী উভয় বিভাগের জন্য টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেট অন্তর্ভুক্ত করা হয়েছে। যেখানে ছয়টি দল অংশ নেবে। তবে এখনো সেই প্রতিযোগিতার জন্য বাছাই প্রক্রিয়া কেমন হবে তা স্পষ্ট করা হয়নি।
ঢাকা/আমিনুল