পুলিশের হস্তক্ষেপে খুলেছে সেই রিফুয়েলিং স্টেশন
Published: 6th, March 2025 GMT
গাজীপুরের কালীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে মালিককে না পেয়ে কর্মচারীদের মারধরের পর তাদের কাছ থেকে অফিস রুমের চাবি নিয়ে খুলে নগদ পাঁচ লক্ষাধিক টাকা লুঠ করে নেয় সন্ত্রাসীরা। পরে কর্মচারীদের মাধ্যমে মালিকের কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করে চলে যায়।
পাশাপাশি চাঁদা না দিলে ব্যবসা প্রতিষ্ঠানে আগুণ দিয়ে পুড়িয়ে দেওয়া এবং মালিককে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়।
ঘটনাটি গত মাসের ৭ ফেব্রুয়ারি গাজীপুর-আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কের উপজেলার মোক্তারপুর ইউনিয়নের মৈশাইর গ্রামে এলপিজি অটোগ্যাস রিফুয়েলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রিফুয়েলিং স্টেশন মালিক বাদী হয়ে ১৩ ফেব্রুয়ারি একই গ্রামের রতন খান প্রধান করে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৭/১৮ জনকে অভিযুক্ত করে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে মামলার প্রধান আসামি রতন খানকে (৪৯) পুলিশ গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। এর আগে বুধবার (৫ মার্চ) উপজেলার মৈশাইর থেকে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নূর কাশেম গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
গ্রেপ্তার রতন খান উপজেলার মোক্তারপুর ইউনিয়নের মৈশাইর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। অন্যদিকে ব্যবসায়ী জামিল ওয়াহেদ মুহিদ ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৈশাইর গ্রামের মৃত মোতাহার হোসেনের ছেলে এবং ওই এলাকার এলপিজি অটোগ্যাস রিফুয়েলিং স্টেশনের স্বত্বাধিকারী। তিনি বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন এন্ড কনভারসন ওয়ার্কসপ ওনারস অ্যাসোসিয়েশনের ঢাকা উত্তর জোনের সাবেক সভাপতি।
ওসি আলাউদ্দিন বলেন, “ঘটনার পর থেকেই আমরা রিফুয়েলিং স্টেশনের মালিককে তার প্রতিষ্ঠান খোলার ব্যাপারে তাগিদ দিয়ে আসছিলাম। কিন্তু তিনি নিরাপত্তাহীনার অজুহাতে তা খোলেননি। অবশেষে গত ৪ মার্চ আমি কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান স্যার, থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আশরাফুল ইসলাম, মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নূর কাশেমকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে থেকে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিয়ে এসেছি। আমরা তাদের সকল নিরাপত্তার ব্যাপারে আস্বস্ত করেছি।”
জানা গেছে, গত মাসের ৭ ফেব্রুয়ারির পর থেকে ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ ছিল। প্রতিষ্ঠান মালিকের ভাষ্য অনুযায়ী চাহিদাকৃত চাঁদার টাকা না দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান খুললে তা আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি দেয় সন্ত্রাসীরা। এ জন্য নিরাপত্তাহীনতার কারণে প্রায় এক মাস সময় ধরে বন্ধ ছিল।
প্রতিষ্ঠান মালিক ও মামলার বাদী জামিল ওয়াহেদ বলেন, “রিফুয়েলিং স্টেশনটি একটু স্পর্শকাতর জায়গা। এখানে গ্যাস নিয়ে কাজ। তাছাড়া ঘটনার পর থেকে রতন খান আমাকে এবং আমার প্রতিষ্ঠানের কর্মচারীদের হুমকি- প্রদান করছিল। ম্যানেজার ভয়ে ছুটির অজুহাতে বাড়ি চলে গেছে। আমিও নিরাপত্তায়হীনতায় ভুগছিলাম প্রতিষ্ঠান খুলতে। কারণ শত্রুতা করে কেউ কোন ক্ষতি করার চেষ্টা করলে আমি একেবারে পথে বসে যেতাম। থানা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন আমার এখানে এসে প্রতিষ্ঠান খুলে দিয়ে গেছে। পাশাপাশি আমার মামলার মূলহোতা রতন খানও গ্রেপ্তার হয়েছে।”
উল্লেখ্য, এর আগে বিষয়টি নিয়ে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডিতে ‘পাঁচ লাখ টাকা লুটে ব্যবসাপ্রতিষ্ঠানে তালা, আরো ১০ লাখ দাবি’ শিরোনামে একটি সংবাদ প্রচার হয়।
ঢাকা/রফিক/এস
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর রতন খ ন ব যবস
এছাড়াও পড়ুন:
সড়ক বিভাজকে মোটরসাইকেলের ধাক্কা, কিশোর নিহত
রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দিয়েছে একটি মোটরসাইকেল। এ ঘটনায় মোটরসাইকেলটির আরোহী কিশোর নিহত ও চালক আহত হয়েছেন।
রবিবার (২ নভেম্বর) সকালে রাজবাড়ী ফয়ার সার্ভিস অফিসের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। আহলাদিপুর হাইওয়ে থানার এসআই সাজ্জাদ হোসেন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
সিলেটে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, বাবা-মেয়ে নিহত
সিলেটে পাথরবাহী ট্রাক্টরচাপায় পর্যটক নিহত, আহত ৫
মারা যাওয়া কিশোরের নাম রিয়াদ আলী শেখ (১৪)। সে সদর উপজেলার দদশি ইউনিয়নের বড়দোয়াল গ্রামের রহমত আলী শেখের ছেলে। আহত রওনক সরকারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের সব-স্টেশন কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, “দ্রুত গতির মোটরসাইকেলটি আজ সকাল ৯টা ৫০ মিনিটের দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। আমরা ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।”
স্থানীয়দের বরাতে আহলাদিপুর হাইওয়ে থানার এসআই সাজ্জাদ হোসেন জানান, রিয়াদ ও রওনক সকালে মোটরসাইকেল যোগে রাজবাড়ী বাজারে যাচ্ছিলেন। ফায়ার সার্ভিস অফিসের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকে ধাক্কা দেয়। ফলে তারা আহত হন। ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ঢাকা/রবিউল/মাসুদ