বগুড়ার গাবতলীতে সিফাত (১৩) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার উঞ্চুরকী উত্তরপাড়া এলাকার একটি পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সিফাত ওই গ্রামের হাবিজার রহমান মোল্লার ছেলে ও গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বলেন, গতকাল ইফতার শেষে বাড়ি থেকে বের হয় সিফাত। রাত ৯টার দিকে স্থানীয়রা তাকে উঞ্চুরকী উত্তরপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন পুকুর পাড়ে পড়ে থাকতে দেখে। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’

ওসি আরো বলেন, ‘‘সিফাতের গলায় হাতের আঙ্গুলের ছাপ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/এনাম/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ