বন্দরে ধরাছোঁয়ার বাহিরে ছাত্র-জনতার উপর হামলাকারীরা
Published: 10th, March 2025 GMT
“অপারেশন ডেভিল হান্ট” অভিযানে বন্দরে ধরাছোঁয়ার বাহিরে ছাত্র-জনতার উপর হামলাকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মদনপুর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলাকারীরা এখনও বহাল তবিয়তে।
ছাত্রলীগ নেতা অহিদুজ্জামান অহিদের নেতৃত্বে ছাত্র-জনতার উপর হামলা ও গুলিবর্ষণে গুলিবিদ্ধসহ আহত হয়েছিল বহু ছাত্র-জনতা ।
"অপারেশন ডেবিল হান্ট" অভিযানে আওয়ামী লীগ ও জাপা’র নামধারী ওসমান দোসরদের কিছু অংশ পুলিশ ধরলেও ধরা-ছোয়ার বাহিরে রয়ে গেছে বড় বড় রাঘববোয়ালরা।
যার কারনে ছাত্রলীগ নেতা অহিদ অন্ধকারে থেকেও তার ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছে এবং মদনপুর ও ধামগড় ইউনিয়নের আওয়ামী-জাপার দোসরদের নেতৃত্ব দিচ্ছে। তার ছত্রছায়ায় মদনপুর ও ধামগড় ইউনিয়নের আওয়ামী ও জাপা'র দোসরা বেপরোয়া হয়ে আছে।
মদনপুর ও ধামগড় ইউনিয়ন বিএনপির একাধিক নেতাকর্মী জানান, ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের পর ছাত্রলীগ নেতা অহিদুজ্জামান অহিদ সহ ছাত্র- জনতার উপর হামলাকারীরা গা-ঢাকা দিলেও তাদের ছত্র-ছায়ায় মাদক ব্যাবসা, জমি দখল সহ নানা অপকর্ম করে আসছে ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের ২৯ নং ওয়ার্ড সদস্য মোঃ আশরাফুল আলম, ধামগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড সভাপতি মো.
তারা বটতলা-জাঙ্গাল চকে অন্যের জমি অবৈধভাবে জোরপূর্বক দখল করে ভেকু দিয়ে মাটি বিক্রি করে কৃষি জমি পুকুরে রুপান্তরিত করছে। তাদের ভয়ে এলাকাবাসী আতংকে রয়েছে।
এমতাবস্থায় বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলামের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ছ ত র জনত র উপর মদনপ র আওয় ম
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।