৯৭ শতাংশ পাঠ্যবই ছাপা হয়েছে: প্রেস উইং
Published: 10th, March 2025 GMT
প্রাথমিক ও মাধ্যমিকের মোট ৩৯ কোটি ৬০ লাখ পাঠ্যবইয়ের মধ্যে ৩৮ কোটি ২৯ লাখ ৬১ হাজার কপি ছাপানো হয়েছে। ছাপানো বই মোট বইয়ের ৯৭ দশমিক ২ শতাংশ।
আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ।
সংশ্লিষ্ট সূত্রমতে, চলতি শিক্ষাবর্ষে ৪ কোটির মতো শিক্ষার্থীর জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৩৯ কোটি ৬০ লাখের বেশি বই ছাপানো হচ্ছে। এর মধ্যে মাধ্যমিকে (মাদ্রাসার ইবতেদায়িসহ) মোট বইয়ের সংখ্যা ৩০ কোটির বেশি। আর প্রাথমিকের মোট পাঠ্যবই ৯ কোটির বেশি। শিক্ষাক্রম পরিবর্তন, পাঠ্যবই পরিমার্জনসহ কিছু সমস্যার কারণে শিক্ষা বিভাগ থেকে আগেই বলা হয়েছিল, এবার বই পেতে কিছুটা দেরি হবে। কিন্তু এখন সেই দেরি অনেক বেশি হচ্ছে।
সংবাদ ব্রিফিংয়ে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, এ বছর পাঠ্যপুস্তক বিতরণ কিছুটা বিলম্ব হয়েছে। এবার বিভিন্ন পর্যায়ে ৩৯ কোটি ৬০ লাখ পাঠ্যবই বিতরণ করার কথা ছিল। এর মধ্যে ৩৮ কোটি ২৯ লাখ ৬১ হাজার কপি ইতিমধ্যে ছাপা হয়েছে। এসব বইয়ের বেশির ভাগ এরই মধ্যে বিতরণ করা হয়েছে। ২ কোটি ৩৭ লাখ বই ছাপা হয়েছে, কিন্তু এখনো বিতরণ সম্ভব হয়নি, সেটি প্রক্রিয়াধীন। এ ছাড়া এখনো এক কোটি আট লাখ পাঁচ হাজার বই ছাপানো সম্ভব হয়নি। সরকার আশা করছে, এ বইগুলো এক সপ্তাহের মধ্যে ছাপা ও বিতরণ সম্পন্ন হবে।
আরও পড়ুন২ মাস চলে গেল, আর কবে সব বই পাবে শিক্ষার্থীরা০৩ মার্চ ২০২৫অন্যদিকে আগামী বছরের পাঠ্যপুস্তক ছাপানোর প্রক্রিয়া আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে বলেও জানান উপপ্রেস সচিব।
সংবাদ ব্রিফিংয়ে আরও কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প ঠ যবই বই ছ প ব তরণ
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//