ইউরোপের শ্যাম্পেন-ওয়াইনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
Published: 13th, March 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশ থেকে আসা ওয়াইন, শ্যাম্পেন ও অন্যান্য অ্যালকোহলযুক্ত পণ্যের উপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদিত হুইস্কির উপর ইউরোপের পরিকল্পিত শুল্কের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে বিবেচনা করেছেন তিনি।
ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, “যদি এই শুল্ক অবিলম্বে প্রত্যাহার না করা হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র শিগগিরিই ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিত্বকারী দেশগুলি থেকে আসা সমস্ত ওয়াইন, শ্যাম্পেন এবং অ্যালকোহলযুক্ত পণ্যের উপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করবে।”
ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে প্রতিযোগী এবং অংশীদারদের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন। বাণিজ্য ও অন্যান্য নীতিগত বিষয়ে দেশগুলোকে চাপ দেওয়ার জন্য শুল্ককে একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করছেন তিনি।
বুধবার ইউরোপীয় ইউনিয়ন ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের উপর মার্কিন পদক্ষেপের বিরুদ্ধে শুল্ক আরোপ করেছে, যা এপ্রিল থেকে পর্যায়ক্রমে প্রায় ২৮ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের উপর প্রভাব ফেলবে।
বৃহস্পতিবার ট্রাম্প তার পোস্টে মার্কিন হুইস্কির উপর ৫০ শতাংশ শুল্ক আরোপকে ‘অপমানজনক’ বলে অভিহিত করেছেন।
তিনি ইউরোপীয় ইউনিয়নকে বিশ্বের সবচেয়ে প্রতিকূল এবং অপমানজনক কর ও শুল্ক নির্ধারণকারী কর্তৃপক্ষগুলোর মধ্যে একটি বলে অভিহিত করে বলেছেন, এই ব্লক ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সুবিধা নেওয়ার একমাত্র উদ্দেশ্যে গঠিত হয়েছিল।’
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর শ শ ল ক আর প ইউর প র উপর
এছাড়াও পড়ুন:
চোখে আলো ফেলা নিয়ে বাগ্বিতণ্ডার জেরে কৃষককে হত্যা
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় চোখে টর্চলাইটের আলো পড়া নিয়ে বাগ্বিতণ্ডার জেরে ছুরিকাঘাতে এরশাদ আলী (৩৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পশ্চিম সোহাগীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত এরশাদ আলী উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পশ্চিম সোহাগীপাড়া গ্রামের বাসিন্দা। খবর পেয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম সোহাগীপাড়া গ্রামে মানিক মিয়ার মুদিদোকানে যান এরশাদ আলী। এ সময় এরশাদ আলীর চোখে টর্চলাইটের আলো ফেলে বিরক্ত করেন একই গ্রামের আবুল হোসেনের ছেলে সাকিব মিয়া। এ নিয়ে দুজন বাগ্বিতণ্ডায় জড়ালে স্থানীয় লোকজন মিটমাট করে দেন। পরে এরশাদ আলীসহ সবাই যে যার মতো বাড়িতে চলে যান।
স্থানীয় সূত্র জানায়, আজ শুক্রবার সকাল ছয়টার দিকে এরশাদ আলীকে ডেকে নিয়ে আবার কথা-কাটাকাটি ও মারামারিতে জড়ান সাকিব ও তাঁর সঙ্গে আসা কয়েকজন। একপর্যায়ে এরশাদ আলীকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয় লোকজন আহত এরশাদ আলীকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে অভিযুক্ত সাকিব মিয়াসহ তিনজনকে আটক করে পুলিশ।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, পুলিশ তিনজনকে আটক করেছে। নিহত এরশাদ আলীর শরীরে ছুরিকাঘাতের চিহ্ন আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।