নারী ক্রেতাদের পর্নোগ্রাফি তৈরি, দোকানি গ্রেপ্তার
Published: 14th, March 2025 GMT
মির্জাপুরে নিত্যপণ্য কিনতে আসা নারীদের ছবি কৌশলে মোবাইল ফোনে ধারণ করে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে সোলাইমান মৃধা শিশির নামে এক দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ফতেপুর ইউনিয়নের শুভুল্যা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবক শুভুল্যা গ্রামের বেলায়েত মৃধার ছেলে।
পুলিশ জানায়, শুভুল্যা গ্রামে সোলাইান মৃধার একটি মুদি দোকান রয়েছে। সেখানে নিত্যপণ্য কিনতে আসা নারীদের ছবি গোপনে তার মোবাইল ফোনে ধারণ করে। এসব ছবি এডিট করে পর্নোগ্রাফি তৈরি করে দীর্ঘদিন ধরে নারীদের ব্ল্যাকমেইল করে আসছিল সে। গত বৃস্পতিবার সন্ধ্যায় ওই এলাকার এক নারী তাঁর প্রতিবেশীর মাধ্যমে জানতে পারেন সোলইমান তাঁর ছবি গোপনে মোবাইল ফোনে ধারণ করেছে। পরে সেই ছবি এডিট করে পর্নোগ্রাফি তৈরি করে ফেসবুকে পোস্ট করেছে এবং অনেকের মেসেঞ্জারেও পাঠিয়েছে। এ কথা শুনে পরিবারের সদস্যদের নিয়ে ওই নারী সোলাইমানের বাড়িতে গিয়ে প্রতিবাদ জানান। এতে সোলাইমান ক্ষিপ্ত হয়ে তাদের উল্টো ভয়ভীতি প্রদর্শন করে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা সোলাইমানকে আটক করে পুলিশে সোপর্দ করে।
শুক্রবার সকালে ভুক্তভোগী এক নারী বাদী হয়ে সোলাইমান মৃধা শিশিরের বিরুদ্ধে মির্জাপুর থানায় মামলা করেন। এ মামলায় সোলইমানকে গ্রেপ্তার দেখিয়ে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন বলেন, গ্রেপ্তার সোলাইমান মৃধা শিশির ওই এলাকার কয়েকজন নারীকে ব্ল্যাকমেইল করেছে বলে জানা গেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: পর ন গ র ফ পর ন গ র ফ
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজিতে প্রফেশনাল এমএস কোর্স, আবেদনের সময় বৃদ্ধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রফেশনাল এমএস কোর্সে আবদনের সময় বাড়ানো হয়েছে। তৃতীয় ব্যাচের ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনপত্র গ্রহণ ও জমাদানের সর্বশেষ তারিখ ২২ মে ২০২৫। ভর্তি পরীক্ষা ২৩ মে ২০২৫, সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫আরও পড়ুনজাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?২৮ এপ্রিল ২০২৫