গাবতলীতে চাঁদা না দেওয়ায় বাস আটকে রাখার অভিযোগ
Published: 15th, March 2025 GMT
রাজধানীর গাবতলীতে আজ শনিবার বিকেলে এক পরিবহন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে। চাঁদা না দেওয়ায় ওয়ার্ড বিএনপির এক নেতার নেতৃত্বে কয়েকজন মিলে একটি বাসটি আটকে রাখেন বলে অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী।
ওই ব্যবসায়ীর আসাদুজ্জামান এরশাদ। তিনি আজ বিকেলে প্রথম আলোকে বলেন, আজ বিকেল চারটার দিকে তিনি তাঁর মালিকানার একটি বাস মেরামত করাতে গাবতলী বাস টার্মিনালে যান। এ সময় ঢাকা মহানগর উত্তরের ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল কবিরের নেতৃত্বে কয়েকজন তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করায় চাঁদাবাজেরা তাঁর বাসটি আটকে রাখেন। ওই ঘটনা তিনি দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানিয়েছেন।
আসাদুজ্জামানের অভিযোগ, এর আগেও তাঁর কাছে চাঁদা চেয়েছিলেন ওই ব্যক্তিরা। ওই ঘটনায় তিনি দারুসসালাম থানায় তখন সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।
জানতে চাইলে বিএনপি নেতা খাইরুল কবির প্রথম আলোকে বলেন, আসাদুজ্জামানের কাছে এক শ্রমিক টাকা পান। আসাদুজ্জামানকে সেই টাকা পরিশোধ করতে বলা হয়েছে।
এ ব্যাপারে আজ বিকেলে যোগাযোগ করা হলে দারুসসালাম থানার ওসি রকিব-উল-হাসান প্রথম আলোকে বলেন, এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।