১১ মার্চ জেদ্দায় ৯ ঘণ্টা ধরে যুক্তরাষ্ট্র-ইউক্রেনের আলোচনার পর  যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে, এর রাজনৈতিক গতিপ্রকৃতি তুলে ধরা কঠিন। কারণ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই চুক্তিতে পৌঁছানোর ক্ষমতা নিয়ে গর্ব করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইউক্রেন রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতির জন্য ট্রাম্প প্রশাসনের প্রস্তাব মেনে নিয়েছে। পরবর্তীকালে কিয়েভের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগির ওপর থেকে অবিলম্বে স্থগিতাদেশ তুলে নিতে এবং সামরিক সহায়তা আবার শুরু করতে সম্মত হয়েছে।

ফক্স নিউজ টিভি সম্প্রচারকালে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট বলেছেন, ‘ট্রাম্প জেলেনস্কিকে তাঁর জায়গায় বসিয়েছেন এবং তাঁকে বলেছেন, আমেরিকানরা দীর্ঘমেয়াদি শান্তিচুক্তি নিয়ে গুরুত্ব দিচ্ছেন।.

..আর ইউক্রেনীয়রা যেভাবে সম্মত হয়েছেন এবং আজ এই চুক্তি যেভাবে হয়েছে, তা আমরা খুবই আনন্দিত।’
তবে যৌথ বিবৃতিতে কিছু বিষয় আছে, যেগুলোর ভিত্তিতে এই সতর্কতা প্রকাশ করা যায় যে, যদি রাশিয়া একই কাজ করতে সম্মত হয় তবে ইউক্রেন তাৎক্ষণিকভাবে ৩০ দিনের অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি কার্যকর করতে মার্কিন প্রস্তাব গ্রহণ করতে প্রস্তুত।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ব্যাখ্যা দিয়েছেন, চুক্তিটি এখন রাশিয়ার ওপর যুদ্ধ বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করছে। তিনি বলেন, ‘আমরা এখন এই প্রস্তাবটি রাশিয়ানদের কাছে নিয়ে যাব এবং আমরা আশা করি তারা সম্মত হবেন। তারা শান্তির জন্য হ্যাঁ বলবেন। বল এখন তাদের কোর্টে।’

রুবিও ইঙ্গিত দিয়েছিলেন, যদি মস্কো যুদ্ধবিরতিতে স্বাক্ষর না করে, তাহলে দুর্ভাগ্যবশত আমরা শান্তি প্রতিষ্ঠায় বাধার ব্যাপারে জানতে পারব। নিশ্চিতভাবেই এখানে জবরদস্তিমূলক কূটনীতি ঢুকে পড়েছে। 
কৌতূহলের বিষয় হলো, জেদ্দায় আলোচনা শুরু হওয়ার আগেই রুবিও সাংবাদিকদের বলেছিলেন, ‘সবার কাছে এটা স্পষ্ট হওয়া উচিত, এই সমীকরণে রাশিয়ার পক্ষের ওপর খরচ আরোপ করতে যুক্তরাষ্ট্রের কাছে হাতিয়ার রয়েছে। তবে আমরা আশা করি, এটি তেমন হবে না। উভয় পক্ষই এর বেসামরিক সমাধানের বিষয়টি বুঝতে পারবে বলে আমরা মনে করি। কোনো সংঘাতের প্রয়োজন নেই। এটি কেবল কূটনৈতিক উপায়ে সমাধান হতে পারে। প্রেসিডেন্টের লক্ষ্য, এটি সমাধানের জন্য উভয়কেই আলোচনার টেবিলে আনা। তবে এটি মনে করিয়ে দেয়, যদি বাস্তবে চুক্তি কাজ না করে, তবে যুক্তরাষ্ট্রের হাতে তার বন্দোবস্তের সুযোগ রয়েছে। কিন্তু আমরা আশা করছি, এটি নাও হতে পারে। আমরা সত্যিই তাই প্রত্যাশা করি। আশা করি, পরিস্থিতি সেই পর্যায়ে পৌঁছাবে না।’
এখন পর্যন্ত এমন কোনো প্রকাশ্য ইঙ্গিত পাওয়া যায়নি যে, রাশিয়া একটি নিঃশর্ত মাসব্যাপী যুদ্ধবিরতি মেনে নেবে, যে বিশেষ সামরিক অভিযানের মূল উদ্দেশ্যগুলো অর্জনে বিঘ্ন ঘটাবে। প্রকৃতপক্ষে, রাশিয়ার জনগণ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে এটাই আশা করবে। অবশ্য, পুতিন নিজেই জানুয়ারিতে ইঙ্গিত দিয়েছিলেন, ‘লক্ষ্যটি একটি সংক্ষিপ্ত যুদ্ধবিরতি হওয়া উচিত নয়। পরবর্তীকালে সংঘাত চালিয়ে যাওয়ার লক্ষ্যে শক্তি পুনর্গঠন ও পুনঃসশস্ত্রীকরণের জন্য কোনো ধরনের অবকাশও নয়, বরং এই অঞ্চলে বসবাসকারী সব মানুষ, সব জাতির বৈধ স্বার্থের প্রতি শ্রদ্ধার ওপর ভিত্তি করে একটি দীর্ঘমেয়াদি শান্তিচুক্তি হওয়া উচিত।’

গত জুনে মস্কোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভাষণে রাশিয়ার শান্তি আলোচনায় সম্মত হওয়ার শর্ত হিসেবে পুতিন যে বিষয়াবলি উল্লেখ করেছিলেন, তা থেকে সরে আসা মস্কোর জন্য রাজনৈতিকভাবে ক্ষতিকর হবে। উপরন্তু, জেনারেলদের মতামত বিবেচনায় নিতে হবে। রাশিয়ার বাহিনী দোনেৎস্ক অঞ্চলের পূর্বে ধীরগতিতে ধারাবাহিকভাবে অগ্রগতি অর্জন করেছে এবং প্রতিবেশী ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। গত সপ্তাহান্তে তীব্র লড়াইয়ের পর তারা কুরস্ক অঞ্চলে একটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। তারা সেখানে প্রায় ১০ হাজার অভিজাত ইউক্রেনীয় সেনাকে ঘিরে ফেলার কাছাকাছি পৌঁছেছে।

স্পষ্টত জেলেনস্কি তার মার্কিন বন্ধু এবং ইউরোপীয় উপদেষ্টাদের দ্বারা প্রশিক্ষিত। তিনি ট্রাম্পের বিরোধিতা এড়াতে একটি খেলার কৌশল বেছে নিয়েছেন। যুক্তিসংগতভাবে তাঁর উচিত ট্রাম্পকে হতাশ করার ব্যাপারটি পুতিনের ওপর ছেড়ে দেওয়া। অন্য কথায়, একটি পুনরাবৃত্তিমূলক প্রক্রিয়ায় ইউক্রেনকে গঠনমূলক পক্ষ হিসেবে নিজেকে তুলে ধরতে হবে। তবে চূড়ান্ত বিশ্লেষণে পরিস্থিতি এমন, আদর্শিক প্রতিশ্রুতি বা এমনকি সামরিক সাফল্যের চেয়ে ব্যক্তিগত কূটনীতিই প্রাধান্য পেতে পারে। ফলাফল নির্ভর করবে পুতিন এবং ট্রাম্পের মধ্যে ব্যক্তিগত চুক্তি, অথবা তার প্রভাবের ওপর।
ট্রাম্প নিজেই সাংবাদিকদের বলেছেন, তিনি এই সপ্তাহে পুতিনের সঙ্গে কথা বলবেন। তিনি আশা করেন, আগামী দিনে একটি স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে। এদিকে ট্রাম্পের দূত স্টিভ উইটকফ পুতিনের সঙ্গে দেখা করার জন্য মস্কো গেছেন বলে জানা গেছে। গত মাসে পুতিনের সঙ্গে তাঁর বেশ কয়েক ঘণ্টা ধরে বৈঠক হয়েছিল। মূল কথা হলো, মস্কোকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, কীভাবে ট্রাম্পকে নাচানো যায়। আমার মনে হয়, জেদ্দা থেকে বেরিয়ে আসা এই কাঁটাযুক্ত গোলাপের তোড়ায়, পুতিন পরপর পাল্টা প্রস্তাব দিয়ে আলোচনাকে আরও জোরদার করার চেষ্টা করতে পারেন।

এম কে ভদ্রকুমার: ভারতের সাবেক 
কূটনীতিক ও রাজনৈতিক বিশ্লেষক; ইন্ডিয়ান পাঞ্চলাইন থেকে সংক্ষেপিত ভাষান্তর ইফতেখারুল ইসলাম

উৎস: Samakal

কীওয়ার্ড: ইউক র ন ক টন ত র জন য র ওপর

এছাড়াও পড়ুন:

‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ নিয়ে রায় পুনর্বিবেচনার আবেদনের পরবর্তী শুনানি বুধবার

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ নিয়ে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের (রিভিউ) ওপর পরবর্তী শুনানির জন্য আগামীকাল বুধবার দিন রেখেছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার শুনানি নিয়ে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ছয় সদস্যের বেঞ্চ পরবর্তী ওই দিন ধার্য করেন।

এর আগে গত ১৮ মে শুনানি নিয়ে আপিল বিভাগ শুনানির জন্য ১ জুলাই দিন ধার্য করেছিলেন। ধার্য তারিখে বিষয়টি শুনানির জন্য রিভিউ আবেদনকারী পক্ষের আইনজীবীর সময়ের আরজির পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ ১৫ জুলাই পর্যন্ত শুনানি মুলতবি করেন। আজ বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকার ৭ নম্বর ক্রমিকে ওঠে।

ওয়ারেন্ট অব প্রিসিডেন্স সংশোধন করে ২০১৫ সালের ১১ জানুয়ারি আপিল বিভাগ রায় দেন। পরে ২০১৬ সালের ১০ নভেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। রায়ে রাষ্ট্রের সাংবিধানিক পদধারীদের পদক্রম ওপরের দিকে রাখা ও অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়। পাশাপাশি জেলা জজদের পদক্রম আট ধাপ উন্নীত করে সচিবদের সমান করা হয়।

আপিল বিভাগের রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতির পদক্রম এক ধাপ উন্নীত করে জাতীয় সংসদের স্পিকারের সমান এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (স্বাধীনতা পুরস্কার, একুশে পদক ও মহান স্বাধীনতাসংগ্রামে অংশগ্রহণ করে যে মুক্তিযোদ্ধারা বীর উত্তম খেতাব পেয়েছেন) পদক্রমে যথাযথভাবে অন্তর্ভুক্ত করা উচিত বলে উল্লেখ করা হয়।

ওই রায় পুনর্বিবেচনা চেয়ে মন্ত্রিপরিষদ সচিব ও সরকারি কর্ম কমিশনের (পিএসসি) তৎকালীন চেয়ারম্যান ২০১৭ সালে পৃথক আবেদন করেন। রিভিউ আবেদনে রাষ্ট্রের ৯০ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পক্ষভুক্ত হন। পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের ওপর গত ২৭ এপ্রিল শুনানি শুরু হয়।

আজ আদালতে রিভিউ আবেদনকারী মন্ত্রিপরিষদ সচিবের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দিন দোলন শুনানি করেন। রিট আবেদনকারী পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম শুনানিতে অংশ নেন।

মন্ত্রিপরিষদ বিভাগ রুলস অব বিজনেস অনুযায়ী, ১৯৮৬ সালে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স তৈরি করে। রাষ্ট্রপতির অনুমোদনের পর একই বছরের ১১ সেপ্টেম্বর তা জারি করা হয়। পরে বিভিন্ন সময়ে তা সংশোধন করা হয়।

সর্বশেষ সংশোধন করা হয় ২০০৩ সালের ডিসেম্বরে। সংশোধিত এই ওয়ারেন্ট অব প্রিসিডেন্স তৈরির ক্ষেত্রে সাংবিধানিক পদ, সংবিধান কর্তৃক স্বীকৃত ও সংজ্ঞায়িত পদগুলো প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নিচের ক্রমিকে রাখা হয়েছে—এমন উল্লেখ করে এর বৈধতা নিয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের তৎকালীন মহাসচিব মো. আতাউর রহমান ২০০৬ সালে রিট করেন।

রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট আট দফা নির্দেশনাসহ ১৯৮৬ সালের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স (সংশোধিত) অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ২০১১ সালে আপিল করে। এ আপিলের ওপর শুনানি শেষে ২০১৫ সালের ১১ জানুয়ারি আপিল বিভাগ রায় দেন। এ রায় পুনর্বিবেচনা চেয়ে ২০১৭ সালে করা আবেদনের ওপর শুনানি চলছে।

সম্পর্কিত নিবন্ধ

  • আসামির কাঠগড়ায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের ৪৫ মিনিট
  • পরবর্তী সরকারের পক্ষে এত সহজে সংস্কার আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা সম্ভব হবে না: আসিফ নজরুল
  • বিসিআইসির নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ
  • এলডিসি উত্তরণের পরবর্তী প্রস্তুতি নিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন
  • ৪৪তম বিসিএস: মনোনীত প্রার্থীদের তথ্য চেয়ে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ
  • ‘আগামীর বাংলাদেশে মিডিয়াকে দালাল হিসেবে দেখতে চাই না’ 
  • ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ নিয়ে রায় পুনর্বিবেচনার আবেদনের পরবর্তী শুনানি বুধবার
  • মাইলস্টোনে দগ্ধ ৩৩ জন এখনো ভর্তি, আইসিইউতে ৩
  • শেখ হাসিনার অডিওগুলো শুনলে বোঝা যায়, তাঁর এখনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা আছে: আইন উপদেষ্টা
  • দ্বিতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের মুনাফা বেড়েছে