কাস্টমস অফিসার মারুফের বিরুদ্ধে ফের ঝাড়ু মিছিল, স্মারকলিপি
Published: 16th, March 2025 GMT
কাস্টমস অফিসার মারুফের সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসা, জবর দখল অত্যাচারের বিরুদ্ধে আবারও বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন কুতুব আইল, কাঠেরপুল, কোতালেরবাগ এলাকাবাসী। রোববার (১৬ মার্চ) বেলা ১১টায় অন্তত দুই শতাধিক নারী পুরুষ একত্রিত হয়ে কাস্টমস অফিসার মারুফের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেন।
মিছিলটি ফতুল্লার কাঠেরপুল থেকে কুতুব আইল হয়ে শিবু মার্র্কেট এবং পরবর্তীতে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
এরআগে, কাস্টমস অফিসার মারুফের ডোপ টেস্টসহ তার বিরুদ্ধে খোঁজ খবর নিয়ে অনতিবিলম্বে আইনী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে এলাকাবাসী বলেন, এই মাদকাসক্ত মারুফ আবারও সেই আগের রূপে ফিরে আসার পায়তারা করছে।
সেই তার সন্ত্রাসী বাহিনী নিয়ে পুনরায় এলাকায় সশস্ত্র হয়ে ঘুরাফেরা করছে। মানুষ তার এহেন কর্মকান্ডে ভীত। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, আমরা শান্তি প্রিয় মানুষ। আইন হাতে তুলে নিতে চাই না। কিন্তু এই মাদকাসক্ত মারুফ যদি আবারও আমাদের বিরক্ত করে তাহলে আমরা এলাকাবাসীরা মিলেই তাকে পিটিয়ে এলাকা ছাড়া করবো।
আমাদের যাতে এমন কিছু করতে না হয় সেজন্য, আমরা মাননীয় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করতে এসেছি। আমরা আশা করবো, অনতিবিলম্বে যেনো এই মারুফের ডোপ টেস্ট করে তাকে সরকারি চাকুরী থেকে অব্যাহতি দেওয়া হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ এল ক ব স
এছাড়াও পড়ুন:
বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে গবেষণা পুরস্কার এবং লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের আবেদন করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগ ‘রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার’ ও ‘রাজ্জাক শামসুন নাহার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ইন ফিজিক্স’ প্রদানের জন্য দেশের পদার্থবিজ্ঞানী ও গবেষকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
কোন সালের জন্য পুরস্কার —ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগে প্রতিষ্ঠিত ট্রাস্ট ফান্ড থেকে ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২১ সালের গবেষণা কাজের জন্য এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
পুরস্কার মল্যমান কত —১. পদার্থবিজ্ঞান বিষয়ে মৌলিক গবেষণার জন্য পুরস্কার পাওয়া গবেষককে রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার হিসেবে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হবে।
২. পদার্থবিজ্ঞান বিষয়ে আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে একজন বিজ্ঞানী বা গবেষককে নগদ ৫০ হাজার টাকা মূল্যের রাজ্জাক শামসুন নাহার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ —আগ্রহী প্রার্থীদের আগামী ১৮ ডিসেম্বর ২০২৫ সালের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) বরাবর আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের সঙ্গে জমা দিতে—আবেদনকারীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তিন কপি আবেদনপত্র, তিন প্রস্থ জীবনবৃত্তান্ত, তিন প্রস্থ গবেষণাকর্ম এবং তিন কপি ছবি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
দরকারি তথ্য—১. জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে প্রকাশিত গবেষণাকর্ম পুরস্কারের জন্য বিবেচিত হবে।
২. যৌথ গবেষণা কাজের ক্ষেত্রে গবেষণা পুরস্কারের অর্থ সমান হারে বণ্টন করা হবে। এ ক্ষেত্রে সহযোগী গবেষক বা গবেষকের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।
৩. আবেদনকারী যে বছরের জন্য আবেদন করবেন পাবলিকেশন ওই বছরের হতে হবে।
৪. একই পাবলিকেশন দিয়ে পরবর্তী বছরের জন্য আবেদন করা যাবে না।
৫. কোন কারণে একজন প্রার্থী পুরস্কারের জন্য আবেদন করলে প্রার্থিতার স্বল্পতা বিবেচনা করে তাঁর আবেদন বিবেচনা করা হবে।
৬. পরীক্ষক তাঁর গবেষণা কাজের পুরস্কারের জন্য সুপারিশ না করলে তাঁকে পুরস্কারের বিষয়ে বিবেচনা করা হবে না।
৭. পদার্থবিজ্ঞানে রাজ্জাক শামসুন নাহার গবেষণা পুরস্কার একবার প্রাপ্ত গবেষকও পরবর্তী সময়ে আবেদন করতে পারবেন।
৮. নতুন গবেষককে অগ্রাধিকার দেওয়া হবে।
৯. যদি মানসম্মত গবেষণা কাজ না পাওয়া যায়, সে ক্ষেত্রে পূর্বের পুরস্কার পাওয়া গবেষকের নতুন গবেষণা কাজের পুরস্কারের জন্য পরীক্ষকের সুপারিশের ভিত্তিতে বিবেচনা করা হবে।
# আবেদন জমা দেওয়ার ঠিকানা: প্রো-উপাচার্য (শিক্ষা), ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।