গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) নিরাপত্তার দায়িত্বে কর্মরত আনসার সদস্যদের নিয়ে সেহরি করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (১৯ মার্চ) ভোর ৪টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এ সেহরির আয়োজন করা হয়। সেখানে প্রায় ২০ জন আনসার সদস্যকে সেহরি করান তারা।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ বলেন, “রোজা ও ঈদের ছুটিতে ক্যাম্পাস বন্ধ থাকায়, আনসার ভাইদের খোঁজ খবর নিতে গেলাম। পরিবার-সন্তানাদি ছেড়ে তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার জন্য দিন-রাত কাজ করে যাচ্ছে। সন্তানতুল্য হিসেবে আমি তাদের সঙ্গে সেহরি করেছি এবং তাদের সার্বিক খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি।”

তিনি বলেন, “যারা আমাদের নিরাপত্তার দায়িত্বে থাকেন, তাদের জন্য কিছু করতে পারাটা আমাদের কাছে তৃপ্তির বিষয়। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে বলিষ্ঠ কণ্ঠস্বরে সর্বদা কাজ করে যাব।”

ঢাকা/রিশাদ/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।

মেটা রেব্যান ডিসপ্লে

সম্পর্কিত নিবন্ধ