Risingbd:
2025-09-18@02:57:47 GMT

বগুড়ায় বাস চলাচল স্বাভা‌বিক

Published: 19th, March 2025 GMT

বগুড়ায় বাস চলাচল স্বাভা‌বিক

বগুড়ার দুই মোটর শ্রমিক নেতা‌র উপর হামলায় জ‌ড়িত‌দের তিন‌ দি‌নের মধ্যে গ্রেপ্তা‌রের আল্টি‌মেটাম দেওয়ার পর শ্রমিক‌দের কর্মবির‌তি উঠি‌য়ে নি‌য়ে‌ছে সংগঠন‌টি। 

বুধবার (১৯ মার্চ) দুপুর ১টা থে‌কে কর্মবির‌তি উঠি‌য়ে নেওয়া হয়। এরপর থে‌কে প্রত্যেক‌টি রু‌টে যান চলাচল স্বাভা‌বিক হ‌য়ে‌ছে। 

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির দায়িত্ব প্রাপ্ত সাধারণ সম্পাদক এরশাদুল বারী এরশাদ।

প‌রিবহন মালিক স‌মি‌তির এই নেতা ব‌লেন, “বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এবং সদস্য হযরত আলীর উপর হামলার ঘটনার সা‌থে জ‌ড়িত সকল‌কে আগামী তিন‌দিনের ম‌ধ্যে গ্রেপ্তা‌রের আল্টি‌মেটাম দেওয়া হ‌য়ে‌ছে। সকল রু‌টে বাস চলাচল স্বাভা‌বিক হ‌য়ে‌ছে। ত‌বে বে‌ধে দেয়া সময়সীমার ম‌ধ্যে জ‌ড়িত‌দের গ্রেপ্তার কর‌তে না পার‌লে পরবর্তী কর্মসূচী দেয়ার কথা জানানো হ‌য়ে‌ছে।”

এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে শহরের স্টেশন রোডে নারিকেল ব্যবসায়ীদের সাথে সিএনজি চালিত অটোরিকশা চালকদের উদ্ভুত প‌রি‌স্থি‌তির সৃ‌ষ্টি হয়। তা‌দের থামাতে গিয়ে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এবং সদস্য হযরত আলী আহত হন। প‌রে স্থানীয়রা তা‌দের চি‌কিৎসার জন‌্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভ‌র্তি করান। বর্তমা‌নে তার সেখা‌নে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন।

এই হামলার জের ধরে বুধবার সকাল থেকে পরিবহন শ্রমিকরা শহরের চারমাথা, ঠনঠনিয়া, হাড্ডিপট্টি, স্টেশন রোডসহ বিভিন্ন এলাকায় লাঠি-সোটা নিয়ে সড়কে নেমে বাস ও সিএনজি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দেন। আকস্মিকভাবে পরিবহন চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে ভোগা‌ন্তি‌তে প‌ড়েন যাত্রীরা।

এছাড়া ঐ ঘটনার জে‌রে বুধবার বেলা ১১টার দিকে পরিবহন শ্রমিকরা স্টেশন রোডে বন্ধ রাখা নারিকেলের দুইটি আড়তে ভাঙচুর চালি‌য়ে আগুন ধরিয়ে দেয়।

ঢাকা/এনাম/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর বহন র বহন

এছাড়াও পড়ুন:

এভাবে ‘চিকেনপাতুরি’ রান্না করেছেন?

ভাত অথবা রুটির সঙ্গে খেতে পারেন চিকেনপাতুরি। গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে খেতেও বেশ ভালো লাগে এই পদ। সহজেই এই পদ তৈরি করা যায়। এর জন্য অল্প কয়েকটি উপকরণ লাগে যেমন—বোনলেস চিকেন, রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, লেবুর রস, চিকেন মশলা, গরম মশলার গুঁড়া, হলুদ গুঁড়া, পেঁয়াজ কুচি, তেল ও লবণ। চলুন জেনে নেওয়া যাক চিকেনপাতুরির রেসিপি।

প্রথম ধাপ: চিকেনের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিন। এবার একটি পাত্রে সব বাটা মশলা, লবণ, লেবুর রস দিয়ে কয়েক ঘণ্টা ম্যারিনেট করুন। তারপর ফ্রিজের নরমাল চেম্বারে আধাঘণ্টার জন্য রেখে দিন।

আরো পড়ুন:

ওভেন ছাড়াই তন্দুরি চিকেন বানিয়ে নিন

রক্তস্বল্পতা কমায় হাঁসের মাংস

দ্বিতীয় ধাপ: কড়াইতে তেল গরম করে নিন। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিন।এবার এই পেঁয়াজ বেরেস্তা মিশিয়ে দিন ম্যারিনেট করে রাখা মাংসে। তারপর মাংস কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।

তৃতীয় ধাপ: মাংস  কষানো হয়ে গেলে কলা পাতার মধ্যে চিকেন ঢেলে দিতে হবে। ভালো করে মুড়িয়ে কলাপাতা সুতা দিয়ে বেঁধে দিন। আলাদা একটা কড়াইতে ভালো করে তেল ব্রাশ করে নিন। মুড়িয়ে রাখা চিকেন তেল মাখানো কড়াইতে বসিয়ে দিন। চুলার আঁচ কমিয়ে রাখুন, এভাবে ২০ ঢাকা দিয়ে রান্নাটা করুন।

শেষ ধাপ: আরও ১০ মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিন। ব্যাস তৈরি হয়ে গেলো চিকেনপাতুরি।

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ