ফজলুর রহমান বাবুর গানে উঠে এলো জীবনের সব ক্ষোভ
Published: 19th, March 2025 GMT
মধ্যবিত্তের অর্থনৈতিক টানাপোড়েনে সংসারের ঘানি টানতে টানতে অনেকেরই জীবন অতিষ্ঠ। তেমনি এক মধ্যবয়সী ব্যক্তি ঘরে-বাইরে, অফিসে-রাস্তায় অতিষ্ঠ হয়ে জীবনের সব ক্ষোভ উগরে দিলেন সুরে সুরে গানে গানে। গুণী অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবুর গাওয়া এই ব্যতিক্রমী গানে তাঁর সঙ্গে আরো অভিনয় করেছেন অভিনয়শিল্পী মোমেনা চৌধুরী, আনোয়ার শাহী ও র্যাপ শিল্পী মাহমুদুল হাসান।
প্রতিবারের মত এবারও ঈদের ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
ইত্যাদির গানের বাইরেও ফজলুর রহমান বাবুর বেশ কয়েকটি নাটক প্রচার হবে এই ঈদে। এসব নাটেক ভিন্নধর্মী সব চরিত্রে পাওয়া যাবে এই অভিনেতাকে। পাশাপাশি বড় পর্দায়ও থাকছে তাঁর উপস্থিতি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফজল র রহম ন ব ব অভ ন ত
এছাড়াও পড়ুন:
বিপিএলে দল নিতে চান আইসিসির দুর্নীতি দমন বিভাগের ‘রেড ফ্ল্যাগ’ তালিকায় থাকারাও
আসন্ন দ্বাদশ বিপিএলের ফ্র্যাঞ্চাইজি নিতে ১১টি প্রতিষ্ঠান আগ্রহ দেখালেও প্রয়োজনীয় শর্ত পূরণ করতে না পারায় তিনটি প্রতিষ্ঠানের আগ্রহ বাতিল করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বাকি আটটি প্রতিষ্ঠানের সব যে ফ্র্যাঞ্চাইজি পাবে, তা–ও নয়। এক-দুটি প্রতিষ্ঠানে থাকা মালিকদের মধ্যে দু-একজন তো আইসিসির দুর্নীতি দমন বিভাগের ‘রেড ফ্ল্যাগ’ধারী বলেও জানা গেছে।
বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল