চট্টগ্রামে এক তরুণকে আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন পুলিশ সদস্যরা। স্থানীয়দের তোপের মুখে ছেলেকে আটক করতে না পারলেও পরে বাবাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধার অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরের হালিশহর থানার বড়পোল এলাকায় এ ঘটনা ঘটে। 

ওই তরুণের নাম মো. শাবু। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগের প্রমাণ রয়েছে বলে দাবি পুলিশের। 

তবে শাবুর পরিবারের দাবি, শাবুর বিরুদ্ধে কোন মামলা নেই। আটকের সময় পুলিশের কাছে মামলা সংক্রান্ত তথ্য চাইলে তাদেরকে মারধর করে পুলিশ।

পুলিশ জানায়, বিকেলে নগরের বড়পোল এলাকায় মো.

লোকমানের ছেলে মো. শাবুকে আটক করতে যায় হালিশহর থানার এসআই জিয়াউল হকের নেতৃত্বে একদল পুলিশ। এ সময় পরিবারের লোকজন তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের ওপর চড়াও হয়ে শাবুক কেড়ে নেয়। এসময় স্থানীয় লোকজনও জড়ো হয়। তোপের মুখে পড়ে পুলিশ সদস্যরা থানায় ফিরে যায়। পরে অভিযান চালিয়ে শাবুর বাবা মো. লোকমানকে আটক করে থানায় আনা হয়।

হালিশহর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, যুবলীগ কর্মী শাবুর বিরুদ্ধে কোন মামলা নেই। তবে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। তাকে আটক করতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে আসামিকে ছিনিয়ে নেয় তার পরিবারের সদস্যরা। পরে অভিযান চালিয়ে তার বাবাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পুলিশকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হবে।

শাবুর পরিবারের অভিযোগ, শাবুকে ঘর থেকে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছিল এসআই জিয়াউল। এ সময় পরিবারের লোকজন তার বিরুদ্ধে কোন মামলা আছে কিনা জানতে চাইলে পুলিশ তাদের ওপর চড়াও হয়। এসময় এসআই জিয়াউল শাবুর মাকে লাথি মারেন বলে অভিযোগ তাদের। এছাড়া এসআই জিয়াউল হালিশহরজুড়ে লোকজনকে আওয়ামী লীগ কর্মী দাবি করে গ্রেপ্তার বাণিজ্য করছে বলেও অভিযোগ করেন তারা।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ওসি মনিরুজ্জামান বলেন, 'এসব অভিযোগ সত্য না। বরং তারা পুলিশের উপর চড়াও হয়েছে।'

এসআই জিয়াউল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, 'আমি অসুস্থ। কথা বলতে পারছি না।' এটা বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: আটক আটক করত পর ব র র

এছাড়াও পড়ুন:

সড়ক বিভাজকে মোটরসাইকেলের ধাক্কা, কিশোর নিহত

রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়ক বিভাজকে ধাক্কা দিয়েছে একটি মোটরসাইকেল। এ ঘটনায় মোটরসাইকেলটির আরোহী কিশোর নিহত ও চালক আহত হয়েছেন।

রবিবার (২ নভেম্বর) সকালে রাজবাড়ী ফয়ার সা‌র্ভিস অ‌ফি‌সের সাম‌নে রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়‌কে দুর্ঘটনাটি ঘটে। আহলা‌দিপুর হাইও‌য়ে থানার এসআই সাজ্জাদ হো‌সেন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

সিলেটে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, বাবা-মেয়ে নিহত

সিলেটে পাথরবাহী ট্রাক্টরচাপায় পর্যটক নিহত, আহত ৫

মারা যাওয়া কি‌শোরের নাম রিয়াদ আলী শেখ (১৪)। সে সদর উপ‌জেলার দদ‌শি ইউ‌নিয়‌নের বড়‌দোয়াল গ্রা‌মের রহমত আলী শে‌খের ছে‌লে। আহত রওনক সরকার‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

রাজবাড়ী ফায়ার সা‌র্ভিসের স‌ব-‌স্টেশন কর্মকর্তা মো. হা‌ফিজুর রহমান বলেন, “দ্রুত গতির মোটরসাইকেলটি আজ সকাল ৯টা ৫০ মি‌নি‌টের দি‌কে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। আমরা ফায়ার সা‌র্ভিসের সদস্যরা তাৎক্ষ‌ণিক আহতদের উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নি‌য়ে যাই।”

স্থানীয়‌দের বরা‌তে আহলা‌দিপুর হাইও‌য়ে থানার এসআই সাজ্জাদ হো‌সেন জানান,‌ রিয়াদ ও রওনক সকা‌লে মোটরসাই‌কেল যো‌গে রাজবাড়ী বাজা‌রে যা‌চ্ছি‌লেন। ফায়ার সা‌র্ভিস অ‌ফি‌সের সাম‌নে মোটরসাই‌কেল নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়‌কের বিভাজকে ধাক্কা দেয়। ফলে তারা আহত হন। ফায়ার সা‌র্ভিসের সদস্যরা তাদের উদ্ধার ক‌রে রাজবাড়ী হাসপাতা‌লে নি‌য়ে যান। সেখানকার চি‌কিৎসক রিয়াদ‌কে মৃত ঘোষণা ক‌রেন। 

তিনি ব‌লেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। পু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঢাকা/রবিউল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • দেশের প্রথম মালয়েশিয়ান ডিগ্রি ক্যাম্পাস: ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস
  • সড়ক বিভাজকে মোটরসাইকেলের ধাক্কা, কিশোর নিহত