সার্ভেয়ার নামের নতুন অ্যাপ আনল অ্যাপল, ব্যবহার করতে পারবেন যাঁরা
Published: 22nd, March 2025 GMT
নিজেদের ম্যাপিং সেবা আরও উন্নত করতে সার্ভেয়ার নামের নতুন অ্যাপ উন্মুক্ত করেছে অ্যাপল। অ্যাপটি চালু করে ব্যবহারকারীরা সহজেই তাদের পার্শ্ববর্তী ভৌগোলিক ও অবকাঠামোগত তথ্য সংগ্রহ করে অ্যাপলের কাছে পাঠাতে পারবেন। এরপর তথ্যগুলো নিজেদের ম্যাপস সেবায় যুক্ত করে বর্তমানের তুলনায় আরও নির্ভুলভাবে পথের দিকনির্দেশনা দেখাবে অ্যাপল।
সার্ভেয়ার অ্যাপটির মাধ্যমে মূলত রাস্তার নামফলক, ট্রাফিক সিগন্যালসহ বিভিন্ন অবকাঠামোর ছবি ও তথ্য সংগ্রহ করবে অ্যাপল। এর ফলে অ্যাপল ম্যাপস ব্যবহারকারীরা বর্তমানের তুলনায় নির্ভুল নেভিগেশন সুবিধা পাবেন। অ্যাপ স্টোর থেকে বিনা মূল্যে নামানো গেলেও সার্ভেয়ার অ্যাপটি সাধারণ ব্যবহারকারীদের জন্য নয়। এটি মূলত অ্যাপলের নির্দিষ্ট অংশীদার প্রতিষ্ঠানের জন্য তৈরি করা হয়েছে।
প্রাথমিকভাবে সার্ভেয়ার অ্যাপটি শুধু যুক্তরাষ্ট্রে চালু করা হয়েছে। অ্যাপটি চালুর পর নির্দিষ্ট কাজ বাছাই করলেই তথ্য সংগ্রহের প্ল্যাটফর্ম প্রিমাইজ চালু হবে। প্রিমাইজ প্ল্যাটফর্মের মাধ্যমে ছোট ছোট কাজ করে অর্থ উপার্জন করা যায়। এর ফলে ধারণা করা হচ্ছে, অ্যাপলের কাছে পার্শ্ববর্তী ভৌগোলিক ও অবকাঠামোগত তথ্য জমা দিয়ে অর্থ বা পুরস্কার পাওয়া যাবে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি অ্যাপল।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবহারকারী যখন প্রিমাইজ প্ল্যাটফর্মের মাধ্যমে ম্যাপিং-সংক্রান্ত কোনো কাজ গ্রহণ করবেন, তখন তাঁকে সার্ভেয়ার অ্যাপ ব্যবহার করে নির্দিষ্ট রাস্তায় চলাচলের সময় গাড়িতে মোবাইল যুক্ত করে ল্যান্ডস্কেপ মোডে ছবি তুলতে হবে।
সূত্র: নিউজ ১৮
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন