মানুষের মতো যুক্তি দিয়ে কাজ করতে সক্ষম এআই প্রসেসর আনল এনভিডিয়া
Published: 24th, March 2025 GMT
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–প্রযুক্তি সাধারণত অ্যালগরিদম ও মেশিন লার্নিং সুবিধা কাজে লাগিয়ে বিশাল তথ্যভান্ডারে থাকা তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন কাজ করে থাকে। ফলে এআইয়ের মাধ্যমে চাইলেও যুক্তিনির্ভর কোনো কাজ সঠিকভাবে করা যায় না। এ সমস্যার সমাধানে মানুষের মতো যুক্তি দিয়ে কাজ করতে সক্ষম নতুন প্রজন্মের এআই প্রসেসর উন্মুক্ত করেছে এনভিডিয়া। ব্ল্যাকওয়েল আলট্রা মডেলের এআই প্রসেসরটিতে উন্নত যুক্তিবোধ (রিজনিং) ক্ষমতা থাকায় এআই–প্রযুক্তি বর্তমানের তুলনায় আরও বাস্তবসম্মত উত্তর জানাতে পারবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
এনভিডিয়ার তথ্যমতে, নতুন ব্ল্যাকওয়েল আলট্রা মডেলের এআই প্রসেসরটিতে অতিরিক্ত কম্পিউটিং ক্ষমতা যোগ করা হয়েছে, যা এআই মডেলকে আরও কার্যকরভাবে জটিল প্রশ্ন বিশ্লেষণ এবং যুক্তিনির্ভর সিদ্ধান্ত গ্রহণের সুযোগ করে দেবে। নতুন প্রসেসরটির মাধ্যমে যেকোনো প্রশ্ন বিশ্লেষণ করে ধাপে ধাপে চিন্তা করতে পারবে এআই। এর ফলে উন্নত যুক্তিবোধসম্পন্ন এআই মডেল তৈরিতে প্রসেসরটি ভূমিকা রাখবে। কয়েক মাসের মধ্যে প্রসেসরটির বাণিজ্যিক ব্যবহার শুরু হবে।
আরও পড়ুনপ্রযুক্তি দুনিয়ার ‘টেলর সুইফট’ কে, চেনেন কি১২ জুন ২০২৪বিশেষজ্ঞদের তথ্যমতে, যুক্তিবোধসম্পন্ন চিন্তার ক্ষমতা থাকলে এআই সিস্টেমগুলো আরও জটিল প্রশ্নের অভিনব ও কার্যকর উত্তর দিতে পারবে। এর ফলে সাধারণ প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি যুক্তি দিয়ে বিভিন্ন প্রশ্ন বিশ্লেষণ করে বিস্তারিত ও কার্যকর উত্তর দিতে পারবে এআই।
আরও পড়ুনএআই সুপারকম্পিউটার তৈরি করেছে এনভিডিয়া, দাম কত০৮ জানুয়ারি ২০২৫মানুষের মতো যুক্তি দিয়ে কাজ করতে সক্ষম এআই–প্রযুক্তির সম্ভাবনা তুলে ধরে ডিপওয়াটার অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা অংশীদার জিন মুনস্টার বলেন, যেকোনো কাজ সম্পাদনের সময় যদি এআই যুক্তিবোধসম্পন্ন সিদ্ধান্ত নিতে পারে, তাহলে এটি আরও দক্ষ হয়ে উঠবে। এর ফলে, ভবিষ্যতে এআই–প্রযুক্তির গ্রহণযোগ্যতা ও ব্যবহার বহুগুণ বাড়বে।
সূত্র: সিএনএন
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইউরোপে পাইলটদের বেতন কোন দেশে কত
ইউরোপে সবচেয়ে বেশি বেতনের পেশার মধ্যে অন্যতম একটি হচ্ছে পাইলট। ফ্রান্সে এটি পঞ্চম সর্বোচ্চ মাসিক বেতনের পেশা। জার্মানিতে জটিল ভূমিকার পাইলটেরা মাসে ২৮ হাজার ৯৬ ইউরো উপার্জন করেন। যুক্তরাজ্যে পূর্ণকালীন পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা মধ্যম আয়ে পঞ্চম স্থানে। ডেনমার্কে ২০২৩ সালে মাসিক বেতন ১৩ হাজার ৫২৩ ইউরো, দেশটির হিসাবে সপ্তম সর্বোচ্চ বেতন।
অভিজ্ঞতা অনুযায়ী বেতনের বৈচিত্র্য
পাইলটদের বেতন দেশ অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়। যুক্তরাজ্যে বেতন শুরু হয় বছরে ৫৪ হাজার ২৮৩ ইউরো (৪৭,০০০ পাউন্ড) থেকে, অভিজ্ঞ পাইলটদের জন্য এটি প্রায় ১ লাখ ৭৩ হাজার ২৪৩ ইউরো (১ ইউরো সমান ১৪১ টাকা ৭৭ পয়সা, ২২ অক্টোবর ২০২৫ হিসাবে) পর্যন্ত হতে পারে, জানিয়েছে ব্রিটিশ ন্যাশনাল ক্যারিয়ার্স সার্ভিস।
ইআরআই অর্থনৈতিক গবেষণা ইনস্টিটিউট জানায়, আট বছরের বেশি অভিজ্ঞতার পাইলটরা এক থেকে তিন বছরের অভিজ্ঞ পাইলটের চেয়ে ৬০ থেকে ৮০ শতাংশ বেশি আয় করেন। অর্থাৎ অভিজ্ঞ পাইলটরা প্রায় তিন গুণ বেশি উপার্জন করেন।
আরও পড়ুনফ্রিল্যান্সিংয়ে নামার আগে এ পাঁচটি বিষয় ভাবুন১৯ অক্টোবর ২০২৫দেশভিত্তিক তথ্যযুক্তরাজ্য
২০২৪ সালের এপ্রিল পর্যন্ত এএনএসের তথ্যানুসারে, পূর্ণকালীন ‘এয়ারক্রাফট পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলার’-এর বার্ষিক আয় প্রায় ৯৫ হাজার ২৪০ ইউরো (৮০,৪১৪)। ইআরআইয়ের মতে, গড় বার্ষিক বেতন ৯০ হাজার ২৫৩ ইউরো (৭৮,১৪৬ পাউন্ড), লন্ডনের জন্য ১ লাখ ১৫ হাজার ৫৬২ ইউরো (১০০,০৬০ পাউন্ড)।
জার্মানি
জার্মানির ফেডারেল স্ট্যাটিস্টিক্যাল অফিসের তথ্যমতে, গড় মাসিক বেতন ১২ হাজার ৫৬৬ ইউরো (বার্ষিক ১,৫০,৭৯২ ইউরো)। মধ্যম আয় ১০ হাজার ২০৭ ইউরো (বার্ষিক ১,২২,৪৮৪ ইউরো), অভিজ্ঞ ও বিশেষায়িত পাইলটদের ক্ষেত্রে তা ৩ লাখ ৪২ হাজার ৭২ ইউরো পর্যন্ত হতে পারে। ইআরআইয়ের তথ্য অনুসারে, এক থেকে তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন পাইলটের গড় বেতন ৭৩,৭৮৫ ইউরো, আট বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন পাইলটদের জন্য ১ লাখ ৩২ হাজার ১১৭ ইউরো।
ফ্রান্স
INSEE জানায়, ‘সিভিল এভিয়েশন টেকনিক্যাল ও কমার্শিয়াল ফ্লাইট অফিসার’দের গড় মাসিক বেতন ৯ হাজার ৩০০ ইউরো (বার্ষিক ১,১১,৬০০ ইউরো)। ERI অনুসারে, অভিজ্ঞ পাইলটদের জন্য গড় বেতন ১ লাখ ৯ হাজার ২৯২ ইউরো।
ছবি: এমিরেটসের ওয়েবসাইট থেকে নেওয়া