মানুষের মতো যুক্তি দিয়ে কাজ করতে সক্ষম এআই প্রসেসর আনল এনভিডিয়া
Published: 24th, March 2025 GMT
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–প্রযুক্তি সাধারণত অ্যালগরিদম ও মেশিন লার্নিং সুবিধা কাজে লাগিয়ে বিশাল তথ্যভান্ডারে থাকা তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন কাজ করে থাকে। ফলে এআইয়ের মাধ্যমে চাইলেও যুক্তিনির্ভর কোনো কাজ সঠিকভাবে করা যায় না। এ সমস্যার সমাধানে মানুষের মতো যুক্তি দিয়ে কাজ করতে সক্ষম নতুন প্রজন্মের এআই প্রসেসর উন্মুক্ত করেছে এনভিডিয়া। ব্ল্যাকওয়েল আলট্রা মডেলের এআই প্রসেসরটিতে উন্নত যুক্তিবোধ (রিজনিং) ক্ষমতা থাকায় এআই–প্রযুক্তি বর্তমানের তুলনায় আরও বাস্তবসম্মত উত্তর জানাতে পারবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
এনভিডিয়ার তথ্যমতে, নতুন ব্ল্যাকওয়েল আলট্রা মডেলের এআই প্রসেসরটিতে অতিরিক্ত কম্পিউটিং ক্ষমতা যোগ করা হয়েছে, যা এআই মডেলকে আরও কার্যকরভাবে জটিল প্রশ্ন বিশ্লেষণ এবং যুক্তিনির্ভর সিদ্ধান্ত গ্রহণের সুযোগ করে দেবে। নতুন প্রসেসরটির মাধ্যমে যেকোনো প্রশ্ন বিশ্লেষণ করে ধাপে ধাপে চিন্তা করতে পারবে এআই। এর ফলে উন্নত যুক্তিবোধসম্পন্ন এআই মডেল তৈরিতে প্রসেসরটি ভূমিকা রাখবে। কয়েক মাসের মধ্যে প্রসেসরটির বাণিজ্যিক ব্যবহার শুরু হবে।
আরও পড়ুনপ্রযুক্তি দুনিয়ার ‘টেলর সুইফট’ কে, চেনেন কি১২ জুন ২০২৪বিশেষজ্ঞদের তথ্যমতে, যুক্তিবোধসম্পন্ন চিন্তার ক্ষমতা থাকলে এআই সিস্টেমগুলো আরও জটিল প্রশ্নের অভিনব ও কার্যকর উত্তর দিতে পারবে। এর ফলে সাধারণ প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি যুক্তি দিয়ে বিভিন্ন প্রশ্ন বিশ্লেষণ করে বিস্তারিত ও কার্যকর উত্তর দিতে পারবে এআই।
আরও পড়ুনএআই সুপারকম্পিউটার তৈরি করেছে এনভিডিয়া, দাম কত০৮ জানুয়ারি ২০২৫মানুষের মতো যুক্তি দিয়ে কাজ করতে সক্ষম এআই–প্রযুক্তির সম্ভাবনা তুলে ধরে ডিপওয়াটার অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা অংশীদার জিন মুনস্টার বলেন, যেকোনো কাজ সম্পাদনের সময় যদি এআই যুক্তিবোধসম্পন্ন সিদ্ধান্ত নিতে পারে, তাহলে এটি আরও দক্ষ হয়ে উঠবে। এর ফলে, ভবিষ্যতে এআই–প্রযুক্তির গ্রহণযোগ্যতা ও ব্যবহার বহুগুণ বাড়বে।
সূত্র: সিএনএন
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নোয়াখালীতে পলাতক আওয়ামী লীগ নেতাকে আশ্রয় দেওয়ায় তাঁতী দলের নেতা বহিষ্কার
নোয়াখালীর হাতিয়া উপজেলায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিনকে নিজ বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগে জাতীয়তাবাদী তাঁতী দলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত মোহাম্মদ সৈকত উপজেলার বুড়িরচর ইউনিয়ন তাঁতী দলের সভাপতি ছিলেন। আজ শুক্রবার বিকেলে জেলা তাঁতী দলের সদস্যসচিব মোরশেদ আলম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার রাতে জেলা তাঁতী দলের আহ্বায়ক ইকবাল করিম সোহেল ও সদস্যসচিব মোরশেদ আলমের যৌথ স্বাক্ষরিত চিঠিতে বহিষ্কারের আদেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ সৈকতকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন পর্যায়ে কমিটি মূল্যায়নে ব্যর্থ হওয়ায় হাতিয়া উপজেলা তাঁতী দলের দক্ষিণ কমিটিকে সতর্ক করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামে সৈকতের বাড়ি থেকে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিনকে গ্রেপ্তার করে হাতিয়া থানা–পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়। আলাউদ্দিন ও মোহাম্মদ সৈকত সম্পর্কে ফুফা–ভাগনে।
এ বিষয়ে মোহাম্মদ সৈকত প্রথম আলোকে বলেন, ‘আমাদের বাড়িতে অনেকগুলো পরিবার থাকে। আমি ব্যবসার কাজে দিনের বেশির ভাগ সময় বাইরে থাকি। আলাউদ্দিন কখন বাড়িতে এসেছেন, তা আমার জানা নেই। আমাদের ঘর থেকে তাঁর শ্বশুরদের ঘর অনেক দূরে। উদ্দেশ্যমূলকভাবে আমাকে জড়ানো হয়েছে।’
নোয়াখালী জেলা তাঁতী দলের সদস্যসচিব মোরশেদ আলম বলেন, আওয়ামী লীগের পলাতক নেতাকে আত্মগোপনে থাকার সুযোগ করে দেওয়ায় মোহাম্মদ সৈকতকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি উপজেলার দক্ষিণাঞ্চলের তাঁতী দল কমিটিকেও সতর্ক করা হয়েছে।
আরও পড়ুনহাতিয়ায় শ্বশুরবাড়িতে পালিয়ে থাকা সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার৩১ জুলাই ২০২৫