তারেক রহমান সেই ধরনের রাজনীতি আর করতে দিবে না : রাজিব
Published: 24th, March 2025 GMT
নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি বাক্য উপস্থাপন করেছেন যে সবার আগে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ। বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের জন্য বিএনপির আগামী দিনের রাজনীতি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের এমনই হওয়া উচিত যে নিজের না খেয়ে অন্যের জন্য বিলিয়ে দেওয়া। একটি মানুষ কষ্টে থাকবে আর নিজে আনন্দ করবো বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কর্মীরা এটা করবে না এটা নিশ্চিত।
আমরা আমাদের যারা প্রতিবেশী রয়েছে তাদের খেয়াল রাখা আমাদের নৈতিক দায়িত্ব। একটা সময় ছিল আমরা যা খুশি তাই করেছি কিন্তু এখন আর তা করার সময় নেই।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে থেকে ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
সোমবার (২৪ মার্চ) দুপুরে ফতুল্লা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হাজীগঞ্জ এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করেন।
তিনি বলেন, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা মানুষের ভালবাসা অর্জন করতে হবে। সেটা জোর করে নয় ভালোবাসা দিয়ে। আপনি জোর করে মানুষের কাছ থেকে সালাম ও সম্মান নিবেন, ভালোবাসা নিবেন সেই দিন শেষ ।
এই রাজনীতি বাংলাদেশ থেকে উঠে গেছে সামনে আর এই রাজনীতি বাংলাদেশ হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী নেতাকর্মীরা এই ধরনের রাজনীতি আর করতে পারবেন এটা নিশ্চিত করে রাখেন। আগামী দিনে যারাই নেতৃত্ব দিবেন জনগণের সেবক হতে হবে, জনগণের কাছে যেতে হবে জনগণের কথা শুনতে হবে।
এ ধরনের মন-মানসিকতা যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনি নেতৃত্ব দিতে পারবেন। আপনি নেতা আপনার কথাই সবাই শুনতে হবে এ রাজনীতি বাংলাদেশ থেকে উঠে যাবে। অন্তত তারেক রহমান সেই ধরনের রাজনীতি আর করতে দিবে না। জাতীয়তাবাদী দলের যারা রাজনীতি করেন তারা এটা করতে পারবেন এটাও নিশ্চিত জেনে রাখেন।
তিনি বলেন, এদেশের মানুষ তার নাগরিক অধিকারটা চায়। মানুষের কিন্তু বেশি চাওয়া পাওয়া নেই। সে সুখে শান্তিতে বসবাস করতে চায়। কোন দল ক্ষমতায় আসবে কি করবে এটা কিন্তু তারা চায় না। বিপদগ্রস্ত হলে রাষ্ট্র তার পাশে দাঁড়াবে এটি তাদের প্রত্যাশা।
আমরা যারা বিএনপির রাজনীতি করি আগামী দ্বারা দিনের যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে সত্যিকারের শাসন যেটা জনগণের অধিকার সেটাই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। লুণ্ঠন ও অত্যাচারের রাজনীতি এটা যেমন এদেশের মানুষ আর দেখতে চায় না। আমরা যারা জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা আমরাও আর এটা দেখতে চাই না। আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই।
তিনি আরও বলেন, ব্যক্তির স্বার্থ অপেক্ষা করে অন্যের সাথে নিজেকে বিলিয়ে দেওয়ার নামই রাজনীতি। যদি আপনি নিজেকে অন্যের মাঝে বিলিয়ে না দিতে পারেন তাহলে কিন্তু আপনি রাজনৈতিক করতে পারেন না।
দল থেকে স্পষ্ট বার্তা দলের সুনাম ক্ষুন্ন হয় এ ধরনের কোন কর্মকান্ডে আপনারা নিজেদেরকে জড়িত করতে পারবেন না। যে যত বড় নেতা হোক না কোন অপকর্ম সাথে জড়িত থাকে তাহলে তাকে আর বিএনপির রাজনীতি করতে দেওয়া হবে না এটা নিশ্চিত কারণ তারেক রহমানের নির্দেশ।
যদি কেউ মনে করেন সে প্রভাবশালী তার ভয়ে আপনারা কেউ কিছু বলতে পারবেন না আপনারা দয়া করে আমাদেরকে জানাবেন আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব। সাথে সাথে আইন-শৃঙ্খলা যে বাহিনী তারা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
আইনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। অসাধারণ মানুষের ক্ষেত্রে যে আইন একজন বড় নেতা হোক তার জন্য একই আইন। সুতরাং কেউ পার পাওয়ার কোন সুযোগ নাই। বিগত ১৭ বছরে কিন্তু দেশে কোন আইন বলতে কিছুই ছিল না। মানুষ তার সঠিক বিচার পাইনি। ইনশাল্লাহ যদি আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসে তাহলে আইনের শাসন প্রতিষ্ঠিত করা হবে।
ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি মো.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র জন ত ন র য়ণগঞ জ ত র ক রহম ন ত র ক রহম ন ন র র জন ত ব এনপ র স জনগণ র প রব ন আম দ র ধরন র গঠন ক আপন র
এছাড়াও পড়ুন:
সেই আছিয়ার পরিবারকে গরু ও ঘর দিল জামায়াত
মাগুরায় যৌন নিপীড়নের শিকার হয়ে মারা যাওয়া আলোচিত শিশু আছিয়ার পরিবারকে দুটি গরু ও একটি গোয়ালঘর উপহার দেওয়া হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে আছিয়ার পরিবারকে এ উপহার দেওয়া হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আছিয়ার বাড়িতে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে উপহার হস্তান্তর করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কুষ্টিয়া ও যশোর অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।
এ সময় জেলা জামায়াতের আমির এম বি বাকের, সাবেক আমির ও কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল মতিনসহ স্থানীয় এবং জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:
শিশু ছাত্রীকে যৌন নির্যাতন, মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা
অপারেশনের পর শিশুর মৃত্যু: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা
গত ১৫ মার্চ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আছিয়ার বাড়িতে যান। তিনি শিশুটির মৃত্যুর ঘটনায় দ্রুত বিচার চান। সে সময় আছিয়ার পরিবারকে স্বাবলম্বী করতে একটি গোয়াল ঘর এবং দুটি গরু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জামায়াতের আমির।
আট বয়সী আছিয়া মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয় বলে পরিবারের তরফ থেকে অভিযোগ ওঠে। গত ৬ মার্চ অচেতন অবস্থায় মাগুরার ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে মাগুরা হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে শিশুটিকে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে থেকে সেদিন সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় নেওয়া হয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। দুই দিন পর ৮ মার্চ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। ১৩ মার্চ বৃহস্পতিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আছিয়ার।
ঢাকা/শাহীন/রফিক