ফিল সিমন্সের সঙ্গে চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার এক বার্তায় বোর্ড জানিয়েছে, ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ক্রিকেটার। 

ফিল সিমন্সকে গত বছরের অক্টোবরে জাতীয় দলের হেড কোচ করা হয়। চন্ডিকা হাথুরুসিংহের স্থলাভিষিক্ত হন তিনি। তবে তার সঙ্গে প্রাথমিকভাবে গত মাসে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি করেছিল বিসিবি।

ওই টুর্নামেন্টের পরে বিসিবি থেকে জানানো হয়, হেড কোচ ফিল সিমন্স, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের সঙ্গে চুক্তি নবায়ন করা হবে। তারই অংশ হিসেবে সিমন্সের সঙ্গে চুক্তি নবায়নের ঘোষণা আসল।

লম্বা সময়ের জন্য দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত সিমন্স, ‘লম্বা সময়ের জন্য দায়িত্ব পেয়ে আমি উচ্ছ্বসিত। বাংলাদেশ ক্রিকেটের প্রতিভার বিষয়টি অস্বীকার করা যাবে না। একসঙ্গে আমরা দারুণ কিছু অর্জন করতে পারবো এই বিশ্বাস আমাদের আছে। আমি এই যাত্রা শুরু করতে মুখিয়ে আছি।’ 

সিমন্স ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৬টি টেস্ট ও ১৪৩টি ওয়ানডে খেলেছেন। ক্রিকেট ক্যারিয়ার শেষে ২০০৪ সালে তিনি জিম্বাবুয়ের হেড কোচের দায়িত্ব নেন। পরবর্তীতে ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত আয়ারল্যান্ড ক্রিকেটের সঙ্গে কাজ করেছন। দায়িত্ব সামলেছেন ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান ক্রিকেট দলের। এছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিংয়ের অভিজ্ঞতা আছে তার। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ ল স মন স স মন স

এছাড়াও পড়ুন:

সালাউদ্দিনের মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত, বেতন বেড়ে প্রায় ১০ লাখ

স্বল্প মেয়াদে চুক্তিবদ্ধ হয়ে সিনিয়র সহকারী কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। তাঁর কাজে আস্থা দেখে মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত।

শুরু থেকে হিসেব করলে তিন বছরের জন্য দায়িত্ব পেয়েছেন দেশসেরা এই কোচ। শুধু তাই নয়, বেতন বেড়ে প্রায় ১০ লাখ ছুঁই ছুঁই করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট সূত্র রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছে।

গত ৩০ জুন বিসিবির ১৯তম বোর্ড মিটিংয়ে চুক্তি কার্যকর করে পরিচালনা পর্ষদ। ২০২৪ সালের শেষে আরব আমিরাত সফর দিয়ে কাজ শুরু করেন সালাউদ্দিন। প্রাথমিকভাবে চুক্তি হয়েছিল চলতি বছরের মার্চের ১৫ তারিখ পর্যন্ত।

আরো পড়ুন:

বিসিএলে বিদেশি দল, এনসিএলে বিদেশি ক্রিকেটার

তিন সপ্তাহের জন্য আসছেন উড, মনোবিদ স্কট

সালাউদ্দিনের বেতন নির্ধারণ করেছিলেন তৎকালীন সভাপতি ফারুক আহমেদ। ৭ লাখ থেকে সর্বোচ্চ ৮ লাখ টাকার মধ্যে পেতেন সালাউদ্দিন।

এবার সেটি বেড়ে হয়েছে ৯ লাখ ৬১ হাজার টাকা। প্রায় ১০ লাখ টাকা বেতনের সঙ্গে দলের সিরিজ ও সফরকালীন সুযোগ-সুবিধা পাবেন এই কোচ।

নতুন চুক্তিতে বছরে সর্বোচ্চ ছুটি ধরা হয়েছে ৪০ দিন। ৩০ দিনের নোটিশে চাকরিচ্যুত করার বিধান রাখা হয়েছে। এমনিতে ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের ডেরায় থাকবেন এই কোচ।

ঢাকা/রিয়াদ/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • সালাউদ্দিনের মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত, বেতন বেড়ে প্রায় ১০ লাখ