বাংলাদেশের ক্রিকেটাররা বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পান কমই। তবে এবার পিএসএলে খেলার সুযোগ এসেছে বাংলাদেশের তিন ক্রিকেটার নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেনের। এই তিন ক্রিকেটারকেই পিএসএলে খেলার জন্য ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস আজ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

১১ এপ্রিল শুরু হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর। পিএসএল চলার সময়ই বাংলাদেশে দুই টেস্টের সিরিজ খেলতে আসবে জিম্বাবুয়ে দল। আর নাহিদ রানা ও লিটন দাস তো বাংলাদেশ টেস্ট দলের তুরুপের তাস। সে কারণেই দুজনের পিএসএলে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। ছাড়পত্র পাওয়ায় সেই শঙ্কা আপাতত কেটে গেছে। রিশাদের বিষয়টি কিছুটা ভিন্ন। তিনি এখনো টেস্ট দলে ডাক পাননি।

লিটন দাসও পিএসএলে খেলার ছাড়পত্র পেলেন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ছ ড়পত র প এসএল

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ