র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, তাঁর সংস্থা সারা দেশে নিরাপত্তাবলয় তৈরি করেছে। রাজধানীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নিরাপত্তাবলয় থাকবে। সারা দেশে র‍্যাবের টহল টিম কাজ করে যাচ্ছে।

আজ রোববার রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনের পর সাংবাদিকদের এ কথাগুলো বলেন শহিদুর রহমান।

র‍্যাবের মহাপরিচালক বলেন, ঢাকাসহ সারা দেশে র‍্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ঈদের সময় অনেক নারী ও পুরুষ বিভিন্ন পর্যটনকেন্দ্রে ঘুরতে যান। এসব পর্যটন স্থানগুলোতেও র‍্যাবের নিরাপত্তাবলয় থাকবে, যাতে কোনো ধরনের যৌন হয়রানি কিংবা ইভ টিজিংয়ের মতো ঘটনা না ঘটে।

শহিদুর রহমান বলেন, ঈদের সময় ঢাকা কিছুটা ফাঁকা হয়। এ সময়ে বাসাবাড়িতে চুরি কিংবা দস্যুতা যাতে না ঘটে, সে ব্যাপারে র‍্যাব সতর্ক দৃষ্টি রাখছে।

র‍্যাব মহাপরিচালক বলেন, রমজান মাসের শুরু থেকেই তাঁরা নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেন। রমজান মাসের শুরুতে মার্কেটগুলোয় বেচাকেনা বাড়ে, অনেক টাকার লেনদেন হয়। এ সময় বেড়ে যায় ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধ। এ জন্য তাঁরা রমজান মাসের শুরু থেকে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

শহিদুর রহমান বলেন, জাল টাকা, মলম পার্টিসহ বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধেও তাঁরা নিরাপত্তাব্যবস্থা নিয়েছেন। যেন সবাই ঈদ উপভোগ করতে পারে, সে জন্য তাঁদের সব প্রচেষ্টা অব্যাহত আছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

অতিরিক্ত মোটা হওয়ায় যাত্রীকে তুলতে অস্বীকৃতি উবার চালকের

চিকিৎসকের কাছে যাওয়ার জন্য সম্প্রতি রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের একটি গাড়ি ডেকেছিলেন মাইকেল। গাড়িটি আসার পর দরজা খুলে ভেতরে ঢুকতে যেতেই বাধল বিপত্তি। ‘অতিরিক্ত মোটা’ হওয়ায় চালক তাঁকে গাড়িতে তুলতে অস্বীকৃতি জানান। যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

গেমিং প্ল্যাটফর্ম টুইচের জনপ্রিয় স্ট্রিমার মাইকেল। ওই প্ল্যাটফর্মে তাঁর ৬০ হাজারের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তিনি তাঁর কল অব ডিউটি গেমপ্লের জন্য পরিচিত।

মাইকেল সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওর শিরোনামে তিনি লিখেছেন, ‘আমি মজা করছি না। আমার উবার চালক বলেছেন, আমি নাকি অনেক বেশি মোটা। তাই তাঁর গাড়িতে আমাকে নেওয়া সম্ভব নয়। এমনকি তিনি আমার দিকে বন্দুক তাক করার হুমকিও দিয়েছেন।’ মাইকেলের ওই ভিডিও পাঁচ কোটিবারের বেশি দেখা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, মাইকেল উবারের গাড়িচালককে বলছেন, ‘আপনি এইমাত্র বললেন, আমি নাকি অনেক বেশি মোটা। আমি কিন্তু আপনার ভিডিও করছি।’ উত্তরে উবার চালক নারী বলেন, ‘এটা যুক্তি আর বাস্তবতার ব্যাপার। আর আমি এটা বলার অধিকার রাখি।’ কিন্তু বাক্যটি শেষ করার আগেই মাইকেল তাঁকে থামিয়ে দিয়ে বলেন, ‘না, আপনি এটা বলতে পারেন না।’ তখন ওই নারী হাত উঁচিয়ে বলেন, ‘হ্যাঁ, আমি পারি। এটা আমার গাড়ি। আপনি এখান থেকে চলে যান।’

বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ওই উবার চালক বলেন, ‘আপনি কি চান, আমি আমার বন্দুকটা বের করি?’ এ কথা শোনার সঙ্গে সঙ্গে মাইকেল গাড়ির দরজা বন্ধ করে সেখান থেকে চলে যান। এক্সে দেওয়া অন্য একটি পোস্টে মাইকেল বলেন, এ ঘটনার কারণে তিনি সেদিন চিকিৎসকের কাছে যেতে পারেননি।

উবারের নীতি অনুযায়ী, চালকেরা বৈধ কারণ ছাড়া কোনো যাত্রীকে গাড়িতে তুলতে অস্বীকৃতি জানাতে পারবেন না। ওজন, লিঙ্গ, বর্ণ কিংবা ধর্মের ভিত্তিতে কোনো যাত্রীর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা সম্পূর্ণ নিষেধ।

এই ঘটনা ভাইরাল হওয়ার পর উবার চালকের আচরণের তীব্র সমালোচনা করেছেন অনেকে।

সম্পর্কিত নিবন্ধ