সারা দেশে নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে: র্যাব মহাপরিচালক
Published: 30th, March 2025 GMT
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, তাঁর সংস্থা সারা দেশে নিরাপত্তাবলয় তৈরি করেছে। রাজধানীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নিরাপত্তাবলয় থাকবে। সারা দেশে র্যাবের টহল টিম কাজ করে যাচ্ছে।
আজ রোববার রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনের পর সাংবাদিকদের এ কথাগুলো বলেন শহিদুর রহমান।
র্যাবের মহাপরিচালক বলেন, ঢাকাসহ সারা দেশে র্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ঈদের সময় অনেক নারী ও পুরুষ বিভিন্ন পর্যটনকেন্দ্রে ঘুরতে যান। এসব পর্যটন স্থানগুলোতেও র্যাবের নিরাপত্তাবলয় থাকবে, যাতে কোনো ধরনের যৌন হয়রানি কিংবা ইভ টিজিংয়ের মতো ঘটনা না ঘটে।
শহিদুর রহমান বলেন, ঈদের সময় ঢাকা কিছুটা ফাঁকা হয়। এ সময়ে বাসাবাড়িতে চুরি কিংবা দস্যুতা যাতে না ঘটে, সে ব্যাপারে র্যাব সতর্ক দৃষ্টি রাখছে।
র্যাব মহাপরিচালক বলেন, রমজান মাসের শুরু থেকেই তাঁরা নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেন। রমজান মাসের শুরুতে মার্কেটগুলোয় বেচাকেনা বাড়ে, অনেক টাকার লেনদেন হয়। এ সময় বেড়ে যায় ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধ। এ জন্য তাঁরা রমজান মাসের শুরু থেকে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।
শহিদুর রহমান বলেন, জাল টাকা, মলম পার্টিসহ বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধেও তাঁরা নিরাপত্তাব্যবস্থা নিয়েছেন। যেন সবাই ঈদ উপভোগ করতে পারে, সে জন্য তাঁদের সব প্রচেষ্টা অব্যাহত আছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//