দিনাজপুরে গোর-এ-শহীদ বড় ময়দানে লক্ষাধিক মুসল্লির ঈদের নামাজ আদায়
Published: 31st, March 2025 GMT
সারা দেশের মতো ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ৯টা ১০ মিনিটে অনুষ্ঠিত ঈদের জামাতে ইমামের দায়িত্ব পালন করেন দিনাজপুর আন-নুজুম ইসলামিক একাডেমির পরিচালক মাওলানা মাহফুজুর রহমান।
ঐতিহাসিক এই মাঠে ঈদের জামাতে অংশ নিতে দিনাজপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মুসল্লিরা আসেন। নির্ধারিত সময়ের আগেই মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় গোর-এ-শহীদ বড় ময়দান। নামাজ শেষে মুসলিম উম্মাহর জন্য বিশেষ মোনাজাত করা হয়।
আরও পড়ুনকয়েক লাখ মুসল্লির সমাগমে জনসমুদ্র শোলাকিয়া, শান্তি কামনা করে মোনাজাত৫৪ সেকেন্ড আগেনামাজে অংশ নিয়েছেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হোসাইন, দিনাজপুর পৌর প্রশাসক রিয়াজুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতারা।
নামাজ শেষে জেলা প্রশাসক রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, দেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে সুন্দরভাবে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের পাশাপাশি স্থানীয় লোকজনের সহযোগিতা ছিল। আগামী দিনে মুসল্লিরা যেন আরও ভালোভাবে ঈদের জামাতে অংশ নিতে পারে প্রশাসন সেদিকে নজর রাখবে।
দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে ঈদের জামাতে লক্ষাধিক মুসল্লি অংশ নেন। আজ সোমবার সকালে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ঈদ র জ ম ত ইসল ম
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল