হঠাৎ বাঁধ ভেঙে আশাশুনিতে ডুবছে একের পর এক গ্রাম
Published: 1st, April 2025 GMT
বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় সাতক্ষীরা আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নবাসীর ঈদের দিন রাত কেটেছে নির্ঘুম। খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে জোয়ারের তোড়ে গতকাল সোমবার রাতে ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে ইউনিয়নের ২০ হাজারের বেশি মানুষ। ভেসে গেছে চার শতাধিক মৎস্যঘের। তলিয়ে গেছে ৫০০ বিঘা বোরো ধান। ঘরবাড়ি ছেড়ে তিন শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে অন্যত্র। অনেকেই ঘরবাড়ি ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন।
পরিস্থিতির ভয়াবহতা ঠেকাতে গত ৩০ ঘণ্টাও বাঁধ সংস্কারের কাজ শুরু করা যায়নি। দ্রুত সংস্কার করা না গেলে শুধু আনুলিয়া ইউনিয়ন নয়, পার্শ্ববর্তী আরও তিনটি ইউনিয়ন পানিতে তলিয়ে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
সাতক্ষীরা থেকে আশাশুনি ২৫ কিলোমিটার। সেখান থেকে আরও ২৫ কিলোমিটার গেলে আনুলিয়া ইউনিয়ন পরিষদ। পরিষদের দক্ষিণে আরও তিন কিলোমিটার গেলে বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়–সংলগ্ন খোলপেটুয়া নদীর ভাঙন এলাকা।
আজ মঙ্গলবার সকালে সাড়ে ৯টার দিকে সরেজমিনে দেখা যায়, ভাঙনকবলিত এলাকা দিয়ে গ্রামের মধ্যে হু হু করে পানি ঢুকছে। স্থানীয় উদ্যোগে কয়েক শ মানুষ ভাঙন দিয়ে পানি আটকানোর চেষ্টা করেছেন। আর কয়েক হাজার উৎসুক মানুষ জড়ো হয়ে দূর থেকে ভাঙনকবলিত এলাকা দেখছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের পক্ষে মাইকিং করে জানানো হচ্ছে আগামীকাল বুধবার সকাল সাতটার মধ্যে প্রতিটি বাড়ির নারীরা বাদে পুরুষদের বাঁধ সংস্কারে অংশ নেওয়ার জন্য।
বিছট উচ্চমাধ্যমিক মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আবু দাউদ জানান, পানি উন্নয়ন বোর্ডের বিছট গ্রামের যে স্থানে বাঁধ ভেঙে গেছে, ওই স্থান দীর্ঘদিন ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এ ছাড়া স্থানীয় মৎস্যঘেরে পানি তোলার জন্য পানি উন্নয়ন বোর্ডর বাঁধ ছিদ্র করে পাইপ বসিয়ে পানি তোলার কারণে হঠাৎ বাঁধটি ধসে যায়। গতকাল সকাল সাড়ে আটটার দিকে ঈদের নামাজ পড়ার সময় গ্রামবাসী জানতে পারেন, হঠাৎ বাঁধটি ধসে গ্রামের মধ্যে পানি ঢুকছে। নামাজ শেষ না করেই কয়েক হাজার মানুষ এক হয়ে বাঁধটি সংস্কারের চেষ্টা করেন। কিন্তু বেলা ১১টার দিকে তাঁদের সে উদ্যোগ ভেস্তে যায়। এ কারণে খোলপেটুয়া নদীর পানিতে একের পর এক গ্রামে পানি ঢুকতে শুরু করে।
আবু দাউদ বলেন, তাঁর বিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্রে। ১০ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু। বাঁধ সংস্থার করা না গেলে তাঁর বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া কঠিন হয়ে পড়বে।
আনুলিয়া ইউপির ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্য আকলিমা খাতুন বলেন, গ্রামের পর গ্রাম তলিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারছে না কীভাবে বাঁধ সংস্কার করা যাবে। ইতিমধ্যে তাঁর ওয়ার্ডের একাধিক কাঁচা বাড়ি ধসে গেছে। বিছট গ্রামের অর্ধশতাধিক পরিবার বাড়ি ছেড়েছে।
আনুলিয়া ইউপির চেয়ারম্যান মো.
ইউপির চেয়ারম্যানের দাবি, দ্রুত ভেঙে যাওয়া বাঁধ মেরামত করা না গেলে শুধু আনুলিয়া ইউনিয়ন নয়, পার্শ্ববর্তী খাজরা, বড়দল ও প্রতাপনগরের একাংশ পানিতে প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি বলেন, সরকারি সিদ্ধান্ত নিতে দেরি হলে তিনি এলাকাবাসীর স্বার্থে আগামীকাল সকাল সাতটা থেকে বাঁধ মেরামতের কাজ শুরু করবেন।
ঘটনাস্থলে দাঁড়িয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, পানি উন্নয়ন বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে কীভাবে তাড়াতাড়ি বাঁধ সংস্কার করা যায়, এ বিষয়ে চেষ্টা চলছে। এসব বাঁধ তদরকির ব্যবস্থা দুর্বল থাকায় মৎস্যচাষিরা ইচ্ছেমতো বাঁধ কেটে পাইপ ঢুকিয়ে পানি তুলেছেন। এ কারণে দুর্বল বাঁধ আরও দুর্বল হয়ে ধসে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের খুলনা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ শহিদুল আলম ঘটনাস্থল পরিদর্শনকালে বলেন, ঈদের কারণে দক্ষ শ্রমিক না পাওয়ায় বাঁধ নির্মাণের কাজ শুরু করা যাচ্ছে না। আশা করছেন, আগামীকাল কাজ শুরু করতে পারবেন। ইতিমধ্যে বাঁধ মেরামতের প্রয়োজনীয় সরঞ্জাম ভাঙনকবলিত এলাকায় নিয়ে আসা হয়েছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: শত ধ ক
এছাড়াও পড়ুন:
কার্টুন, মিমে অভ্যুত্থানের ভিন্ন ধারার দৃশ্যায়ন
টাকার বস্তার ভেতর থেকে মাথা উঁচিয়ে আছেন শুভ্র কেশ, সফেদ দাড়ি, চশমা পরিহিত এক লোক। তাঁর ছবি দেখে তো বটেই, এই বর্ণনা থেকেও তাঁকে চিনবেন দেশবাসী। বর্তমানে কারাগারের বাসিন্দা পতিত স্বৈরশাসকের এই উপদেষ্টা বলছেন, ‘টাকার ওপর আমার বিশ্বাস উঠে গেছে।’ এই ছবির পাশেই এক কাটআউট। সেখানে ‘শেখ হাসিনা পালায় না’ বলতে বলতে দৌড়ে পালাচ্ছেন ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতার মসনদ থেকে উৎপাটিত শেখ হাসিনা।
এমন মজার মজার কার্টুন, মিম, গ্রাফিতি, ভিডিও স্থাপনাকর্মসহ বৈচিত্র্যময় সৃজনসম্ভার নিয়ে শুরু হয়েছে ‘বিদ্রূপে বিদ্রোহ’ নামের ব্যতিক্রমী এক প্রদর্শনী। আয়োজন করেছে অনলাইনভিত্তিক স্যাটায়ার সাময়িকী ‘ইয়ারকি’। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ছয় দিনের এ প্রদর্শনী শুরু হয়েছে। চলবে ৫ আগস্ট পর্যন্ত। সবার জন্য প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা।
গত বছর ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল ছিল জুলাই। একটি বৈষম্যহীন, উদার গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য পথে নেমেছিলেন অগণিত মানুষ। শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকারকে উৎখাত করতে জীবন উৎসর্গ করেছেন তাঁদের অনেকে। আহত হয়েছেন বেশুমার। রক্তরঞ্জিত রাজপথ বেয়ে এসেছে জনতার বিজয়।
প্রদর্শনীতে প্রবেশপথটির দুই পাশে লাল রঙের পটভূমিতে বড় বড় ডিজিটাল পোস্টার। সেখানে ২ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রতিদিনের বিভিন্ন ঘটনার আলোকচিত্র, সংবাদপত্র, অনলাইন পোর্টাল, টেলিভিশনের রিপোর্ট, ছবি, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমের পোস্ট—এসব তুলে আনা হয়েছে এ পোস্টারগুলোতে। প্রবেশপথটিও লাল রঙের। ‘জুলাই করিডর’ নামে এই রক্তিম পথটি বেয়ে দর্শনার্থীরা প্রদর্শনীতে প্রবেশের সময় অভ্যুত্থানের উত্তাল দিনগুলোর উত্তাপ ফিরে পাবেন।